অপরাধ

ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গত সোমবার অপরিস্কারের জন্য সাতজন মুরগি ব্যাবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ২হাজার টাকা করে ১৪ হাজার টাকা ও  বাল্যবিবাহ নিরোধ আইনে ৫০ হাজার করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, উপজেলার পৌর কাঁচা বাজারের মুরগি ব্যাবসায়ী দত্তপাড়া গ্রামের মামুন, নজরুল ইসলাম, মাইজবাগের মোঃ শহিদুল্লাহ তারাকান্দির আব্দুল করিম, চরশিহারীর আব্দুল মান্নান, পুম্বাইলের নাঈমুল ইসলাম ও পিতাম্বর পাড়ার সোহেলকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) সাঈদা পারভীন স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ১০৯ ধারায় প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে একই দিন সন্ধায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় উপজেলার হাটভুলসোমা গ্রামের আব্দুল লতিবের স্রী মিনারা বেগমকে ৫০ হাজার টাকা এবং মরিচারচর গ্রামের লাল মিয়া চৌধুরীর ছেলে সাহেব আলী চৌধুরীকে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানার পাশাপাশি বাল্যবিবাহ ভেঙ্গে দেয়া হয়।

জানা যায়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ আয়োজন করেছিল কনের পরিবার। অল্পবয়সী কনেকে বিয়ে করানোর জন্য বর নিয়ে বিয়ের আসরে আসেন বরের অভিভাবকরা। গ্রামবাসীর মাধ্যমে এ খবর পৌছে যায় উপজেলা প্রশাসনের কাছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিয়ের আসরে গিয়ে আদালত পরিচালনা করে বর ও কনের পক্ষকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করে বিয়েটি ভেঙে দেন।

এ ঘটনা ঘটেছে গত সোমবার রাতে উপজেলার রাজীবপুর ইউনিয়নের হাট ভুলসোমা গ্রামে। বিয়েটি আয়োজন করা হয়েছিল স্থানীয় একটি বিদ্যালয়ের মাঠে। সাজ সাজ আয়োজনে বিয়ের আসরে চলছিল গানবাজনা। হচ্ছিল খানাপিনা।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীনকে বিয়ের আসরে প্রবেশ করতে দেখে অনেকেই আসর থেকে কেটে পড়েন। কনের অভিভাবক কনের বয়সের সনদ দেখাতে পারেননি। অন্যদিকে কনে অল্পবয়সী জেনেও বর নিয়ে বিয়ের আসরে আসার কারণ সম্পর্কে বরের অভিভাবকরা কোনো সদুত্তর দিতে পারেননি। পরে বিয়ের আসরে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন।

উভয়পক্ষ বাল্যবিবাহে সমর্থন দেওয়ার অভিযোগ স্বীকার করেন। পরে আদালত কনে ও বর পক্ষকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেন। এব্যাপারে যোগাযোগ করা হলে সাঈদা পারভীন বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় জরিমানা করে বিয়ে ভেঙে দেওয়া হয়েছে।

 

KalerBangladesh

Recent Posts

ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের…

54 years ago

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে পাট বীজ বিতরণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র,…

54 years ago

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ "নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের…

54 years ago

বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন খাইরুল ইসলাম আল আমিন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম ক্যাটাগরীতে ২০২৩ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে প্রথম স্থান…

54 years ago

মুক্তাগাছায় আদালতের নির্দেশ ওপেক্ষা করে মারামারি

ময়মনসিংহ প্রতিনিধি:  আদালতের নির্দেশ ওপেক্ষা করে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রতিবেশীর কুড়ালের…

54 years ago

পুলিশের গাড়িতে গরুচোরের হামলা, গরুসহ চোর আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও…

54 years ago