ময়মনসিংহ

পরিচ্ছন্নতায় মেয়রের প্রতিশ্রুতি বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়েছে বর্জ ব্যবস্থাপনা বিভাগ

মোঃ কামাল, ময়মনসিংহঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ময়মনসিংহ নগরী জলযট মুক্ত,পরিস্কার পরিচ্ছন্ন রাখার প্রতিশ্রুতি দিয়েছেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। এবার বর্ষায় নগরীতে ময়লা আবর্জনার কারণে মশার বৃদ্ধি হতে দেয়া হবেনা। মশাবাহিত রোগ ডেঙ্গু, চিকুন গুনিয়ার কারনে একটি প্রাণকেও ঝরে যেতে দেয়া হবে না।

সিটি মেয়রের এই প্রতিশ্রুতিকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতার যুদ্ধে নেমেছে বর্জ ব্যবস্থাপনা বিভাগ। নগরীর সকল ড্রেন, খাল বিল খনন অভিযান চলছে একযোগে। সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাব্বত আলীর নেতৃত্বে নগরীর ৫ লাখ মানুষকে নিরাপদ রাখতে ৮শ পরিচ্ছন্নতা কর্মী কাজ করছে দিবা রাত্রি। পুরাতন শহরের ২১ টি ও নতুন ১২টি ওয়ার্ডের সকল ড্রেনেজগুলো এক্ষেত্রে অভিযানের আওতায় এসেছে।

প্রতিটি ওয়ার্তে ১৯ জন করে পরিচ্ছন্নতা কর্মী কাজ করছে। ফগার মেশিন প্রস্তুত হচ্ছে মশার প্রজনন ক্ষেত্র বিনষ্ট করতে। বিশ্বজুড়ে করোনার আতংক বাংলাদেশেও আঘাত হেনেছে। এরই মধ্যে বর্ষা মৌসুম আগত। বর্ষায় বিশেষ করে এডিস মশার বিস্তার ঘটে। যেটি নগরবাসারীর জন্য আরেক আতংকের নাম ডেঙ্গু। ডেঙ্গু প্রতিরোধে একমাত্র সমাধান পরিচ্ছন্নতা ও জলাশয়গুলোতে মশারা প্রজনন বিনষ্ট করা।

এক্ষেত্র নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মেয়র টিটু। তিনি বলেন, সুস্থ থাকতে হলে যার যার অবস্থান থেকে এ নিয়ে কাজ করতে হবে। নিজ নিজ বাড়ির আঙ্গিনা নিজেদের সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। মশার প্রজননস্থলকে ধ্বংস করতে হবে। সকল নাগরিক যদি সিটি করপোরেশনকে সহযোগিতা করেন তাহলে ডেঙ্গু, চিকুন গুনিয়ার মতো সকল মহামারিমুক্ত ময়মনসিংহ নগরী গড়া সম্ভব।’

ময়মনসিংহ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাব্বত আলী বলেন, নগরীতে লাখ লাখ মানুষের বসবাস। প্রতিটি মহল্লায় হাজার হাজার বাড়িঘর। অলিগলিতে রয়েছে ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। ড্রেনেজগুলো পরিস্কার পরিচ্ছন্ন থাকলে মশা বা জীবানু সংক্রমন হওয়ার সম্ভাবনা কম থাকে। আমরা পরিস্কার পরিচ্ছন্নতায় নিয়োজিত কর্মীরা নিজেদের সবটুকু শক্তি কাজে লাগিয়ে দিয়েছি। অপরিস্কার ও অপরিচ্ছন্নতার কারনে ঘটা নাগরিক ঝুকিকে কমাতে আমরা পরিস্কার পরিচ্ছন্নতার যুদ্ধে নেমেছি।

তিনি বলেন, নগর পিতা সিটি মেয়র ইকরামুল হক টিটুর সার্বিক নির্দেশনা ও পরিকল্পনা বাস্তবায়ন করতে বর্জ ব্যবস্থাপনা বিভাগ বদ্ধপরিকর। এ লক্ষ্যে ইতিমধ্যেই আমরা নগরীর প্রধান প্রধান খাল, ড্রেনেজ, কারভালহ ছোট বড় ডোবা নালা পরিস্কার পরিচ্ছন্নতায় কাজ করছি। এবার বর্ষা মৌসুমের আগেই সকল পয়ঃনিষ্কাশন ড্রেনগুলোতে অবাধ পানি চলাচল নিশ্চিত করা হচ্ছে। যাতে করে কোথাও পানি আটকে জলযট সৃষ্টি না হয়। এছাড়া সকল ওয়ার্ডগুলোতে নিয়োজিত পরিস্কার কর্মীরা প্রতিদিনের ময়লা আর্বজনা প্রতিনিয়ত পরিস্কার করছে।

বর্জ ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, নগরের বেশির ভাগ নির্মাণ সামগ্রী রাখা হয় রাস্তার উপর। ওই সব সামগ্রী ড্রেনে পরে ড্রেন ভরাট হচ্ছে। অন্যদিকে ভবণ নির্মাণে পাইলিং করা মাটিগুলো ড্রেনে ফেলা হচ্ছে। যা পরে পানি চলাচলে বাধার সৃষ্টি করছে। এক্ষেত্রে নগারীকদেরও সচেতন হতে হবে। যেখানে সেখানে এসব সামগ্রী রেখে জলযট সৃষ্টি করা যাবে না। গৃহস্থালি বর্জ নির্দিষ্ট স্থানে রাখতে হবে। এলাকাভিত্তিক নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীদের কাছে ময়লা আবর্জনা তুলে দিতে হবে। সর্বপরি আমরা সকলে সচেতন হলে সকল মহামারি প্রতিরোধ করতে সক্ষম হবো।

KalerBangladesh

Recent Posts

ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের…

54 years ago

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে পাট বীজ বিতরণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র,…

54 years ago

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ "নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের…

54 years ago

বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন খাইরুল ইসলাম আল আমিন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম ক্যাটাগরীতে ২০২৩ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে প্রথম স্থান…

54 years ago

মুক্তাগাছায় আদালতের নির্দেশ ওপেক্ষা করে মারামারি

ময়মনসিংহ প্রতিনিধি:  আদালতের নির্দেশ ওপেক্ষা করে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রতিবেশীর কুড়ালের…

54 years ago

পুলিশের গাড়িতে গরুচোরের হামলা, গরুসহ চোর আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও…

54 years ago