|

৩০০ টাকায় ৫ মিনিটে করোনাভাইরাস শনাক্ত করা যাবে

প্রকাশিতঃ ৫:০০ অপরাহ্ন | মার্চ ১৮, ২০২০

৩০০ টাকায় ৫ মিনিটে করোনাভাইরাস শনাক্ত করা যাবে

অনলাইন ডেস্কঃ সহজ উপায়ে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার পদ্ধতি উদ্ভাবন করার দাবি করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। মাত্র ৩০০ টাকা মূল্যের এই কিট গণস্বাস্থ্য কেন্দ্র এবং আরএনএ বায়োটেক যৌথভাবে তৈরি করতে সক্ষম হয়েছে।

গণস্বাস্থ্য কেন্দ্র জানিয়েছে, এই কিট বর্তমানে সরকারের ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমোদনের অপেক্ষায় আছে। ওষুধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) অনুমোদন মিললে ১৫ দিনের মধ্যে তারা কিট উৎপাদনে যাবে বলে জানিয়েছে এই কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

গণস্বাস্থ্য কেন্দ্র জানায়, গণস্বাস্থ্য-আরএনএ বায়োটেক লিমিটেডের গবেষক দল ফেব্রুয়ারি থেকে এই কিটের ডিজাইন এবং উৎপাদন প্রক্রিয়া নিয়ে কাজ করছেন। এ প্রযুক্তির ব্যাপারে পুরো গবেষক দলের সরাসরি কাজ করার অভিজ্ঞতা আছে।

এর আগে ২০০৩ সালে র‍্যাপিড ডট ব্লট সার্স পিওসি কিট তৈরি দলের সদস্য ছিলেন ড. বিজন কুমার শীল। ওই কিটটি সিঙ্গাপুরে পেটেন্ট করা হয়েছিল। এবার করোনার কিট তৈরির জন্য গঠিত গবেষক দলকে নেতৃত্ব দিচ্ছেন বিজন কুমার। তার সঙ্গে আছেন ড. মোহাম্মদ রাশেদ জমিরউদ্দিন ও ড. ফিরোজ আহমেদ। এই কিট তৈরির জন্য বিএসএল টু প্লাস ল্যাব তৈরির কাজ প্রায় শেষের দিকে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ব্লাড গ্রুপ যে পদ্ধতিতে চিহ্নিত করা হয় এটা মোটামুটি সে রকমের একটি পদ্ধতি। ২০০৩ সালে যখন সার্স ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছিল তখন বাংলাদেশি বিজ্ঞানী ড. বিজন কুমার শীল সিঙ্গাপুর গবেষণাগারে কয়েকজন সহকারীকে নিয়ে সার্স ভাইরাস দ্রুত নির্ণয়ের পদ্ধতি আবিষ্কার করেন।

‘র‌্যাপিড ডট ব্লট’ পদ্ধতিটি ড. বিজন কুমার শীলের নামে পেটেন্ট করা। পরে এটি চীন সরকার কিনে নেয় এবং সফলভাবে সার্স মোকাবেলা করে। তারপর তিনি সিঙ্গাপুরেই গবেষণা করছিলেন ডেঙ্গুর ওপরে। গবেষণা চলাকালে তিনি দুই বছর আগে গণস্বাস্থ্য কেন্দ্রে যোগ দেন। আমাদের এখানে যখন যোগ দিলেন তখন তিনি ডেঙ্গু নিয়ে কাজ করছিলেন।

তিনি আমাদের গণবিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালের প্রধান বিজ্ঞানী। উনি সাভারে আমাদের ক্যাম্পাসে থাকেন। উনি গত দুই মাসে করোনার গবেষণা পারফেক্ট করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওষুধ প্রশাসন অধিদফতরের পরিচালকের কাছ থেকে অনুমোদন পাওয়ার জন্য আবেদন জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। অনুমতি পেলে এক মাসের মধ্যে র‍্যাপিড ডট ব্লট তৈরির জন্য প্রস্তুত হয়ে যাওয়া যাবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। গণস্বাস্থ্য কেন্দ্র এই কিট মাত্র ২০০ টাকায় সরবরাহ করতে পারবে। তবে জনসাধারণের কাছে সর্বোচ্চ ৩০০ টাকায় এই পরীক্ষা নিশ্চিত করতে সরকারের ব্যবস্থা নিতে হবে বলে মনে করে তারা।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, সবকিছু এখন সরকারের ওপর নির্ভর করছে। সরকার তো এসব বিষয়ে অনুমতি দিতে দেরি করছে। এই কাগজ, ওই কাগজ চাচ্ছে। এই পদ্ধতিতে কাজের জন্য কিছু বেসিক কেমিক্যাল আনতে হয় দেশের বাইরে থেকে। চীন, সুইডেন, ইংল্যান্ড এবং যুক্তরাষ্ট্রে সেগুলো তৈরি হয়। আমরা ইংল্যান্ড থেকে আনছি। এই পদ্ধতিতে ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে অত্যন্ত স্বল্পমূল্যে করোনাভাইরাস শনাক্ত করা যাবে।

তিনি বলেন, আগে এটা ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের নামে। তারা বলছে বিশ্ববিদ্যালয়ের নামে এটা হবে না। পরে সেটা আমাদের ফার্মাসিউটিক্যালের নামে বদলে আনা হয়েছে। আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি। আমাদের দেখাদেখি আমেরিকান সিডিসি আমাদের জানিয়েছে তারাও এই পদ্ধতিতে এটা তৈরি করবে।

দেখা হয়েছে: 210
ফেইসবুকে আমরা

সর্বাধিক পঠিত
এ সম্পর্কিত আরও পড়ুন
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
মোবাইলঃ ০১৭৩৩-০২৮৯০০
প্রকাশকঃ উবায়দুল্লাহ রুমি
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১২-৬৭৮৫৫৮
ই-মেইলঃ [email protected]
অস্থায়ী কার্যালয়ঃ ১নং সি. কে ঘোষ রোড, ৩য় তলা, ময়মনসিংহ।
(৭১ টিভির আঞ্চলিক কার্যালয়)।

The use of this website without permission is illegal. The authorities are not responsible if any news published in this newspaper is defamatory of any person or organization. Author of all the writings and liabilities of the author