ফিচার

কেমিক্যালমুক্ত ফল চাষে রফিকের ভাগ্যবদল

ত্রিশাল প্রতিনিধিঃ পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে মা-বাবা, স্ত্রী-সন্তান সবাইকে ফেলে দীর্ঘ ১৪টি বছর প্রবাসে কাটিয়েছিলেন রফিক। তবে ভাগ্যের চাকা ঘোরেনি সেখানে। রফিকের হয়তো জানা ছিল না দেশের অকৃষি অনাবাদী উর্বর মাটির নিচেই লুকিয়ে আছে ভাগ্যের খনি।

কষ্টের সময় পার করে দেশে ফিরে বাড়ির চারপাশের ২ একর অনাবাদী জমিতে গড়ে তোলেন মাল্টা, আমড়া ও পেঁপেসহ নানা প্রজাতির ফলের বাগান। আত্মপ্রত্যয়ী ও পরিশ্রমী হলে সফলতা যে মানুষের দ্বারপ্রান্তে কড়া নাড়ে তা প্রমাণ করেছেন তিনি।

দৃষ্টিনন্দন ও উৎপাদনশীল এমনই একটি ফলদ বাগান ভাগ্যের চাকা ঘুরিয়ে সফলতা এনে দিয়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল কৈতরবাড়ী গ্রামের নেয়ামতুল্লাহর ছেলে ওই রফিকুল ইসলামের। উপজেলার প্রত্যন্ত অঞ্চল কৈতরবাড়ী গ্রামটি। ওই অঞ্চলে সমতল ভূমির পরিমাণ খুবই কম। ছোট-বড় টিলাঘেরা ওই গ্রাম।

স্থানীয়দের কাছে যা চালা নামে পরিচিত। রফিকুল ইসলাম খুব বেশি পড়াশোনা করতে পারেনি। তাই পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে মা-বাবা, স্ত্রী-সন্তান সবাইকে ফেলে পাড়ি জমান সৌদি আরবের মরুপ্রান্তরে। ৫ বছর পর সৌদি থেকে দেশে ফিরে আবার চলে যান মালয়েশিয়ায়। সেখানে ফলের বাগান পরিচর্যার কাজ করেন দীর্ঘ ৯ বছর।

২০১৪ সালে দেশে ফিরে বাড়ির চারপাশের ২ একর অনাবাদী বা অকৃষি চালা জমিতে গড়ে তোলেন ‘রফিক ফলজ ও কৃষি খামার’। বাগানে রোপণ করেন মাল্টা, আমড়া, লিচু, আমলকী, উড়-বরই, আম, লেবু ও পেঁপেসহ নানা প্রজাতির ফলের চারা। কঠোর শ্রম ও পরিচর্যার ফলে বছর দুই ঘুরতেই গাছগুলোতে ফল ধরতে শুরু করে।

বর্তমানে ৮ একর জমির ওই বাগানে জামরুল, সফেদা, আনার, ডালিম, আরবের খেজুর ও মসলা জাতীয় এলাচিসহ ৩০ প্রজাতির ফলের স্থান পেয়েছে। গত ৬ বছরে দৃষ্টিনন্দন ও উৎপাদনশীল ওই ফলদ বাগানে ৬-৭ জন লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। প্রতি মাসে হাইব্রিড প্রজাতির পেঁপেসহ বারোমাসি লেবু বিক্রি হয় ৫০-৬০ হাজার টাকার।

রফিক ফলদ ও কৃষি খামারে উৎপাদিত মাল্টা, আমড়া, লিচু, আমলকী, উড়-বরই, আম, পেঁপে ও লেবু ট্রাক ভরে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন অঞ্চলে। গত বছর বিভিন্ন জাতের ফল-ফলাদি বিক্রি করে আয় করেছেন প্রায় ১৫ লাখ টাকা। এ বছর শীতকালীন সবজির জন্যও প্রস্তুত করেছেন প্রায় তিন একর জমি। বিভিন্ন ফলের চারাও বিক্রি করেন তিনি।

এরই মধ্যে দেশের অর্থনীতিতে ও পুষ্টি চাহিদা পূরণে বিশেষ অবদান রাখায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের বেশকটি প্রশংসাপত্র কুড়িয়েছেন রফিক। রফিকের উৎপাদনধর্মী ফলজ বাগান দেখে উদ্বুদ্ধ হয়ে বেশ কয়েকজন স্থানীয় কৃষক ফলজ বাগান করার কাজ শুরু করেছেন। কৃষিসেবা ও সফল ফল উৎপাদনকারী স্বনির্ভর রফিকুল ইসলাম বলেন, আমি প্রবাসে অনেক পরিশ্রম করেছি। জেনেছি আত্মপ্রত্যয়ী ও পরিশ্রমী হলে সফলতা মানুষের দ্বারপ্রান্তে গিয়ে কড়া নাড়ে।

উপজেলা কৃষি কর্মকর্তা সোয়েব আহমেদ জানান, তিনিসহ কৃষি বিভাগের কয়েকজন কর্মকর্তা সরেজমিন গিয়েছিলেন রফিকের ফলদ ও কৃষি খামারে। তিনি বলেন, ওই বাগানে কোনো ধরনের কেমিক্যাল বা রাসায়নিক দ্রব্য ব্যবহৃত হয় না। ফলগুলো অত্যন্ত সুস্বাদু। রফিকের উৎপাদনধর্মী ফলদ বাগান দেখে উদ্বুদ্ধ হয়ে বেশ কয়েকজন স্থানীয় কৃষক ফলজ বাগান করার কাজ শুরু করেছেন। দেশের অর্থনীতিতে ও পুষ্টি চাহিদা পূরণে বিশেষ অবদান রাখছে রফিক।

KalerBangladesh

Recent Posts

ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের…

54 years ago

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে পাট বীজ বিতরণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র,…

54 years ago

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ "নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের…

54 years ago

বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন খাইরুল ইসলাম আল আমিন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম ক্যাটাগরীতে ২০২৩ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে প্রথম স্থান…

54 years ago

মুক্তাগাছায় আদালতের নির্দেশ ওপেক্ষা করে মারামারি

ময়মনসিংহ প্রতিনিধি:  আদালতের নির্দেশ ওপেক্ষা করে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রতিবেশীর কুড়ালের…

54 years ago

পুলিশের গাড়িতে গরুচোরের হামলা, গরুসহ চোর আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও…

54 years ago