ময়মনসিংহ

নিম্নআয়ের মানুষদের পাশে ডা. বিল্লাল হোসেন চৌধুরী

বুলবুল আহম্মদে, শেরপুরঃ সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস (কোভিট-১৯) সংক্রমণ প্রতিরোধ কল্পে এবং অঘোষিত লকডাউনে ঘরমুখি হওয়া শেরপুরের নন্নী ইউনিয়নের নিম্নআয়ের মানুষদের পাশে নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন শেরপুর জেলা পরিষদ সদস্য ও নন্নী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ডা. মোঃ বিল্লাল হোসেন চৌধুরী।

গত কয়েক দিন থেকেই খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষদের মাঝে নগদ অর্থ, খাদ্যসামগ্রী,হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার, সার্জিক্যাল মাস্ক, জীবাণুনাশক স্প্রে সহ প্রয়োজনীয় সামগ্রী দিয়ে যাচ্ছেন ডা. বিল্লাল হোসেন চৌধুরী।

এ বিষয়ে কয়েকজন জানান, দেশে করোনা ভাইরাসের কারনে অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। ঠিক তখনই ডা. বিল্লাল হোসেন চৌধুরী নিজস্ব অর্থায়নে নিম্ন আয়ের মানুষদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন। শুধু তাই নয় দুর্যোগ দুঃসময়ে যিনি সর্বদা এই নন্নী ইউনিয়ন বাসীর পাশে থাকেন এবং সহযোগিতা করেন তিনি এই এলাকার সন্তান মহতী ব্যাক্তি ডা. বিল্লাল হোসেন চৌধুরী।

তারা আরো বলেন, এই ইউনিয়নের মানুষদের সুবিধার্থে দীর্ঘদিন যাবৎ সর্বসাধারণের মাঝে বিনা খরচে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর মাধ্যমে এলাকার অতিতের সকল নেতাদের রেকর্ড ভাঙ্গিয়ে অভূতপূর্ব অবকাঠামো উন্নয়ন যোগাযোগ ব্যবস্থা গতিশীত প্রাণবন্ত সহ ঘোষ দূর্নীতি মুক্ত একাধিক চাকরীসহ সুনামের সহিত মানুষের মন জয় করে চলেছেন এই মানব প্রেমি মানুষ।

এছাড়াও গত ২০১৮ সাল ও বেশ কিছু দিন আগে নন্নী বাজার এলাকায় কিছু দোকানে হঠাৎ আগুন লেগে যায়। সেখানে সর্বসাধারণের সহযোগিতায় জীবনের রিক্স নিয়ে আগুন নেভাতে ধূমকেতুর মতো অগ্রনী ভূমিকা পালন করেন ডা. বিল্লাল হোসেন চৌধুরী।

পরে খালি গায়ে হাতে পাইপ নিয়ে পাশে থাকা টিনের চালের উপর উঠে আগুন নেভাতে সক্ষম হয়। এবং আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে একমাসের খাদ্যসামগ্রীর দায়িত্ব নিয়ে তাদের মাঝে যথাযথভাবে বিতরন করেন। এবং মানবতার ফেরিওয়ালা হিসেবে ওই ইউনিয়নের মানুষদের মধ্যে আলোচনায় আসেন ডা. বিল্লাল।

এ বিষয়ে ডা. বিল্লাল হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, দেশের ক্লান্তিলগ্নে নিম্নআয়ের মানুষ গুলি যখন ঘরমুখী হয়ে পড়েছেন ঠিক তখনই নকলা নালিতাবাড়ী ২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীর নির্দেশে ও জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমানের সহযোগিতায় নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী নগদ অর্থদিয়ে সহযোগিতা করে যাচ্ছি।এবং সামনের দিনগুলোতে সহযোগিতার হাত অব্যাহত থাকবে।

KalerBangladesh

Recent Posts

ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের…

54 years ago

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে পাট বীজ বিতরণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র,…

54 years ago

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ "নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের…

54 years ago

বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন খাইরুল ইসলাম আল আমিন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম ক্যাটাগরীতে ২০২৩ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে প্রথম স্থান…

54 years ago

মুক্তাগাছায় আদালতের নির্দেশ ওপেক্ষা করে মারামারি

ময়মনসিংহ প্রতিনিধি:  আদালতের নির্দেশ ওপেক্ষা করে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রতিবেশীর কুড়ালের…

54 years ago

পুলিশের গাড়িতে গরুচোরের হামলা, গরুসহ চোর আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও…

54 years ago