আজকের আলোচিত খবর

ফোন করলেই খাদ্য সহায়তা পৌছে দিচ্ছেন ময়মনসিংহের প্রশাসন

মোঃ কামাল, ময়মনসিংহঃ সারা দেশে করোনা ভাইরাস সংক্রমে জনজীবনে যখন নেমে এসেছে দুর্ভোগ, অভাব-অনটন। এর থেকে ময়মনসিংহবাসীকে রক্ষা করতে সরকারের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ময়ময়মনসিংহের জেলা প্রশাসক ড. মিজানুর রহমান ও জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান।

এই দুই কর্মকর্তার নির্দেশে খাদ্যসামগ্রী ঘরে ঘরে পৌছে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুল রহমান, সদর এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শাহ কামাল আকন্দ। ঘরে বন্ধি থাকা মানুষের মোবাইল কল পেলেই বিভিন্ন পাড়া মহল্লায় ত্রাণ নিয়ে ছুটে যান ওই কর্মকর্তারা।

মোবাইল ফোনের কললিস্ট এবং ফেসবুকের কমেন্ট বক্সেও সূত্রধরে সরকারী, বেসরকারী বিভিন্ন সুবিধা বঞ্চিত অসহায়, হতদরিদ্র, কর্মহীন পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন।

সরেজমিন দেখা যায়, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সরকারী কর্মকর্তাদের নিজস্ব গাড়িতে করে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। দিনের বেলায় যতক্ষণ অফিস থাকেন, ওই সময় কখনও করোনাসংক্রান্ত সচেতনতামূলক মিটিং, কখনও অফিসে আগত অসহায় মানুষকে ত্রাণ বিতরণ, আবার কখনও কখনও রাস্তায় টহলে ব্যস্ত থাকতেন প্রশাসনের এই কর্মকর্তারা।

জেলা প্রশাসক ড. মিজানুর রহমাম তার নিজস্ব ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে বলেন, প্রিয় ময়মনসিংহবাসী ‘আপনাদের সম্মানের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আপনারা অবগত আছেন বাংলাদেশ সরকারের নিদের্শনা মোতাবেক সরকারী বরাদ্দ ও করোনা ভাইরাস প্রতিরোধে পরিস্থিতিতে আপনি কর্মহীন হয়ে পড়েছেন। মানুষের ঘরে ঘরে জেলা ও উপজেলা প্রশাসন খাদ্য সহায়তা পৌছে দিচ্ছি । আপনার জানামতে বিভিন্ন ক্যাটাগরির এমন কোন ব্যক্তি যদি থাকেন যার ঘরে খাবার নাই কিংবা তারা কাহার নিকট বলতে পারছেন না, ফোন করুন, খাবার পৌঁছে যাবে আপনার ঘরে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নের জন্য এ সেবাটি চালু হলো। আমরা সকলের কাছে সেবাটি পৌঁছে দিবো ইনশাআল্লাহ। ভুল হলে সহযোগিতা করে শুধরে দিবেন- এটা আমাদের প্রত্যাশা। সহায়তা নিতে বিব্রতবোধ করছেন, তাদের নাম ঠিকানা মোবাইল নম্বর অনুগ্রহ করে ফেসবুক আইডির কমেন্টবক্স কিংবা ০১৪০৪৪০৯২০৬ ফোন নম্বরে যোগাযোগ করার অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ।পরিচয় গোপন রেখে প্রধানমন্ত্রীর সহায়তা আপনার বাসায় পৌঁছে দেব।

এদিকে বেশ কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্থানে সহাস্রাধিক অসহায়, কর্মহীন পরিবারের মাঝে জেলা প্রাশসান ও জেলা পুলিশের পকৃষ থেকে ত্রাণ পৌঁছে দেয়া হয়েছে। এভাবে অনেক পরিবারের মাঝে কর্মকর্তারা ত্রাণসামগ্রী পৌঁছে দিয়ে অসহায় পরিবারে মাঝে হাসি ফুটিয়েছেন। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি সহায়তায় উপজেলার কয়েক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয় ।

অন্যদিকে ময়মনসিংহ বিভাগীয় নগরীতে অঘোষিত লকডাউন থাকায় ফুটপাতে থাকা ভাসমানদের আহার যুগিয়ে চলছেন জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান। রান্না করা খাবার প্যাকেট নিয়ে নগরীর বিভিন্ন স্থান ঘুরে ঘুরে ভাসমান অনহারী মানুষের মুখে নিয়মিত আহার তুলে দিচ্ছেন তিনি।

ইতিমধ্যে পুলিশ সুপার আহমার উজ্জামানের মানবিকতার খবর জেলার সকলস্তরে ব্যাপকভাবে সারা ফেলেছে। পুলিশ সুপারের ফেইসবুকে আবেদন করে, ৬ সদস্যের পরিবার নিয়ে না খেয়ে থাকা এবং স্বামীহারা নারীর পরিবার মানবেতর জীবন যাপন করছে। এমন খবরে তাৎণিক জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শাহ কামাল আকন্দের মাধ্যমে অসহায় পরিবারদের খুঁজে খুঁজে ১০ দিনের খাবার তাদের তুলে দেয়ায়া হয়।

ময়মনসিংহ সদর উপজেলা ও নগরীর বেশ কয়েকজন উপকার ভুগী জানিয়েছেন, জেলা প্রশাসকের নিজস্ব ফেসবুক আইডিতে নাম, ঠিকানা দেওয়ার ১ দিন পরে ত্রান সামগ্রী নিয়ে হাজির ।

এছাড়াও জেলা পুলিশ সুপারের মোবাইল ফোনে কল দিয়ে নাম ঠিকানা দেওয়ার কিছুক্ষন পর খাদ্যসামগ্রী নিয়ে বাড়িতে এসে দিয়ে যান জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শাহ কামাল আকন্দ।

এমন দৃশ্য দেখে অনেকে আনন্দে কান্না করতাও দেখা গেছে। সরকারি কর্মকর্তাদের এমন মানবিকতা দেখে আমাদের চোখে পানি এসে যায়। ত্রাণ পেয়ে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা প্রশাসকক ড. মিজানুর রহমান ও জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুল রহমান, সদর এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শাহ কামাল আকন্দের জন্য বিশেষ দোয়া করেন।

KalerBangladesh

Recent Posts

ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের…

54 years ago

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে পাট বীজ বিতরণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র,…

54 years ago

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ "নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের…

54 years ago

বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন খাইরুল ইসলাম আল আমিন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম ক্যাটাগরীতে ২০২৩ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে প্রথম স্থান…

54 years ago

মুক্তাগাছায় আদালতের নির্দেশ ওপেক্ষা করে মারামারি

ময়মনসিংহ প্রতিনিধি:  আদালতের নির্দেশ ওপেক্ষা করে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রতিবেশীর কুড়ালের…

54 years ago

পুলিশের গাড়িতে গরুচোরের হামলা, গরুসহ চোর আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও…

54 years ago