দেশজুড়ে

শরিয়তপুরে কর্মহীন ১৪ হাজার পরিবার পেল খাদ্য সামগ্রী

শরিয়তপুর প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশে চলমান সাধারণ ছুটি ঘোষণায় স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন। ফলে কর্মজীবীরা হয়ে পড়েছেন কর্মহীন। তাই এ কর্মহীনতা যেন তাদেরকে ফেলে দিয়েছে কঠিন সংকটে। এমন সংকটাপন্ন অবস্থায় যেন কেউ খাদ্য সংকটে না ভুগে তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন শরিয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন।

এমন সংকটে যেন কেউ খাদ্য অভাব এবং অনাহারে না থাকে, তা নিশ্চিতকরনে পালং- জাজিরায় আওয়ামীলীগের দলীয় অঙ্গসংগঠনের সকলকে এমন নির্দেশনা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন।

এর আগে, করোনা ভাইরাস মোকাবেলায় তার নির্বাচনী আসনের প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণসহ জীবাণুনাশক হ্যান্ড স্যানেটাইজার ও সাবান বিতরণ করে ক্ষমতাসীন দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। তবে, সাংসদের এমন সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন পালং- জাজিরার সুবিধাভোগী সাধারণ জনগণ।

খাদ্য সামগ্রী বণ্টনের বিষয়ে শরিয়তপুর সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা শুরু থেকেই স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছি। শুরুর দিকে আমরা রাস্তাঘাট, বাড়িঘর, বাজারে জীবাণুনাশক স্প্রে করা ছাড়াও হ্যান্ড স্যানেটাইজার ও সাবান বিতরণ করেছি সাধারণদের মাঝে।

এছাড়া আমরা সবার বাড়ি বাড়ি গিয়ে খোজ নিচ্ছি এবং খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। এ পর্যন্ত আমরা শরিয়তপুর সদর উপজেলায় মাননীয় সংসদ সদস্যের নিজস্ব তহবিল থেকে প্রায় ৬ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছি এবং আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। তবে এ সংকটাপন্ন পরিস্থিতি লাঘব করতে আমরা ওয়ান স্টপ সার্ভিস চালু করেছি। আমাদের দেয়া নির্দিষ্ট নাম্বারে ফোন দিলেই আমরা যেকোনো সময় খাদ্য সামগ্রী পৌঁছে দিব।

জনসাধারণের কথা মাথায় রেখে ০১৭৩১৮৫০৯৩৪ এবং ০১৭৩৬৫৪৪০৮০ এই নাম্বারে কল দিলে তার পরিচয় গোপন রেখে শরিয়তপুর পালং- জাজিরার যেকোনো স্থানে খাবার পৌঁছে দেওয়া ছাড়াও জনসাধারণদের মাঝে হ্যান্ড গ্লাভস ও মাস্ক দেয়ার কথা জানান সংশ্লিষ্টরা।

জাজিরা থানায় খাদ্য সামগ্রী বণ্টনে দায়িত্বে থাকা বাবুল আকন্দ বলেন, আমরা এ পর্যন্ত মাননীয় সংসদ সদস্যের নির্দেশ মোতাবেক তার নিজস্ব তহবিল থেকে ৮ হাজার পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। আমরা এরই মধ্যে আমাদের হটলাইন নাম্বার চালু করেছি। বিগত কয়েকদিনে খাদ্য সহায়তার জন্য আসা ফোনের সবাইকেই আমরা খাদ্য পৌঁছে দিতে সক্ষম হয়েছি।

KalerBangladesh

Recent Posts

ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের…

54 years ago

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে পাট বীজ বিতরণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র,…

54 years ago

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ "নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের…

54 years ago

বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন খাইরুল ইসলাম আল আমিন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম ক্যাটাগরীতে ২০২৩ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে প্রথম স্থান…

54 years ago

মুক্তাগাছায় আদালতের নির্দেশ ওপেক্ষা করে মারামারি

ময়মনসিংহ প্রতিনিধি:  আদালতের নির্দেশ ওপেক্ষা করে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রতিবেশীর কুড়ালের…

54 years ago

পুলিশের গাড়িতে গরুচোরের হামলা, গরুসহ চোর আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও…

54 years ago