|

করোনা ভাইরাস ৩৩ জেলায় ছড়িয়ে পড়েছে

প্রকাশিতঃ ৩:১৫ অপরাহ্ন | এপ্রিল ১৪, ২০২০

অবশেষে বাংলাদেশে প্রবেশ করলো করোনাভাইরাস ৩ রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদকঃ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের থাবায় বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও থমকে গেছে। দিন দিন বেড়েই চলেছে করোনায় নতুন নতুন সংক্রমনের সংখ্যা। তবে অদৃশ্য এ ভাইরাসের মোকাবেলায় গত ২৫ মার্চ থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সেই সঙ্গে বিভিন্ন জেলাও লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

এখন পর্যন্ত কোন জেলায় কত জন করোনা রোগী শনাক্ত হয়েছে তার একটি তালিকা প্রকাশ করেছে আইইডিসিআর। তালিকার তথ্য মতে ১২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ঢাকা বিভাগের ঢাকা জেলায় ৩৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এর মধ্যে শুধু ঢাকা সিটিতেই ৩১৩ জন। এছাড়া গাজীপুরে ২৩ জন, কিশোরগঞ্জে ১০ জন, মাদারীপুরে ১৯ জন, মানিকগঞ্জে ৫ জন, নারায়ণগঞ্জে ১০৭ জন, মুন্সীগঞ্জে ১৪ জন, নরসিংদীতে ৪ জন, রাজবাড়ীতে ৬ জন, টাঙ্গাইলে ২ জন, শরীয়তপুরে একজন, গোপালগঞ্জে ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রামে ১২ জন, কক্সবাজারে একজন, কুমিল্লায় ৯ জন, ব্রাহ্মনবাড়িয়া ৬ জন, লক্ষীপুরে একজন, চাঁদপুরে ৬ জন।

সিলেট বিভাগের মৌলভীবাজার, হোবিগঞ্জে ও সিলেট জেলায় একজন করে করোনা রোগী সনাক্ত হয়েছে।

রংপুর বিভাগের রংপুরে ২ জন, গাইবান্ধায় ৬ জন, নীলফামারীতে ৩ জন, লালমনিরহাটে একজন ও ঠাকুরগাঁয়ে ৩ জন।

ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় ৫ জন, জামালপুরে ৬ জন, নেত্রকোনায় একজন ও শেরপুরে ২ জন।

বরিশাল বিভাগের বরগুনায় ৩ জন, পটুয়াখালীতে একজন ও ঝালকাঠিতে ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

দেশে সর্বোচ্চ সংখ্যক করোনা ভাইরাস সংক্রমিত রোগী ঢাকা শহরে ৩১৩ জন। এই শহরের ৭০টি এলাকায় কোভিড-১৯-এর রোগী পাওয়া গেছে। আক্রান্ত এলাকাগুলো হলো, আদাবর (১), আগারগাঁও (২), আশকোনা (১), আজিমপুর (২), বাবুবাজার (৩), বাড্ডা (৪), বেইলি রোড (৩), বনানী (৭), বংশাল (৭), বাসাবো (১২), বসুন্ধরা (৪), বেগুনবাড়ি (১), বেড়িবাধ (১), বসিলা (১), বুয়েট এলাকা (১), সেন্ট্রাল রোড (১), চকবাজার (৪), ঢাকেশ্বরী (১), ধানমন্ডি (১৪), ধোলাইখাল (১), দয়াগঞ্জ (১), ইস্কাটন (১), গেন্ডারিয়া (৩), গ্রীন রোড (৫), গুলিস্তান (২), গুলশান (৪), হাতিরঝিল (১), হাতিরপুল (২), হাজারীবাগ (৮), ইসলামপুর (২), জেলগেট (১) যাত্রাবাড়ি (১১), ঝিগাতলা (৩), কামরাঙ্গির চর (১), কাজী পাড়া (১) , কদমতলী (১), কোতোয়ালি (২), লালবাগ (১১), লক্ষীবাজার (২), মালিবাগ (২), মানিকদি (১), মীর হাজারীবাগ (২), মিরপুর-১ (৫), মিরপুর -৬ (২), মিরপুর -১০ (৫), মিরপুর-১১ (১০), মিরপুর -১২ (৮), মিরপুর -১৩ (২), মিটফোর্ড (১), মগবাজার (৪), মহাখালী (৭), মোহাম্মদপুর (১২), মুগদা (১), নবাবপুর (১) নারিন্দা (২), নিকুঞ্জ (১), পীর বাগ (২), পুরান পল্টন (২), রাজারবাগ (২), রামপুরা (১), সায়েদাবাদ (১), শাহ আলী বাগ (২), শাহবাগ (২), শান্তিনগর (৫), সোয়ারি ঘাট (৩), সিদ্ধেশ্বরী (১) শনির আখরা (১), সুত্রাপুর (২) তেজগাঁও (৩), টোলারবাগ (১৯), উর্দু রোড (১), উত্তরা (১৭), ওয়ারী (১৬)।

দেখা হয়েছে: 199
ফেইসবুকে আমরা

সর্বাধিক পঠিত
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
মোবাইলঃ ০১৭৩৩-০২৮৯০০
প্রকাশকঃ উবায়দুল্লাহ রুমি
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১২-৬৭৮৫৫৮
ই-মেইলঃ [email protected]
অস্থায়ী কার্যালয়ঃ ১নং সি. কে ঘোষ রোড, ৩য় তলা, ময়মনসিংহ।
(৭১ টিভির আঞ্চলিক কার্যালয়)।

The use of this website without permission is illegal. The authorities are not responsible if any news published in this newspaper is defamatory of any person or organization. Author of all the writings and liabilities of the author