আজকের আলোচিত খবর

কিশোরগঞ্জে একদিনেই ২৪ করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিনিধিঃ জেলায় একদিনেই ২৪ করোনা রোগী শনাক্ত হয়েছে, তার মধ‌্যে ১৬ জনই স্বাস্থ্য বিভাগের। সব মিলিয়ে এ পর্যন্ত জেলায় মোট ৭৬ জন করোনায় আক্রান্ত হলেন। এমন অবস্থায় কিশোরগঞ্জ জেলাকে সংক্রমণের নতুন হটস্পট বা অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ‌্য অধিদপ্তর।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত একদিনে জেলায় আরও নতুন ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে আবার আটজন চিকিৎসক রয়েছেন। অন্য আটজন করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারি ও স্বাস্থ্যকর্মী। ভৈরবের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তাও করোনাভাইরাসের শিকার হয়েছেন। নতুন আক্রান্ত ২৪ জনের মধ্যে ২০ জন পুরুষ ও চারজন নারী রয়েছেন।

তাছাড়া সবমিলিয়ে জেলায় মোট ১৯ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভৈরব থানার বেশ কয়েকজন পুলিশ সদস্যও করোনায় আক্রান্ত। একের পর এক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হওয়ায় হাসপাতালগুলোর চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর মধ্যে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গত ১৪এপ্রিল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ সদর, ইটনা, কটিয়াদী, তাড়াইল ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও করোনা হানা দিয়েছে। তাই জেলাজুড়ে জরুরি স্বাস্থ্যসেবাও ধীরে ধীরে সীমিত হয়ে পড়েছে। সাধারণ রোগীদের চিকিৎসা একেবারে সঙ্কুচিত হয়ে পড়েছে।

উপজেলাওয়ারী হিসেবে এ পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলায় আটজন, করিমগঞ্জ উপজেলায় ১৬ জন, ভৈরব উপজেলায় ১৫ জন, তাড়াইল উপজেলায় ১১ জন, ইটনা উপজেলায় পাঁচজন, বাজিতপুরে দুইজন, পাকুন্দিয়া উপজেলায় তিনজন, কুলিয়ারচরে সাতজন, কটিয়াদীতে দুইজন, মিঠামইনে তিনজন, অষ্টগ্রামে একজন, হোসেনপুরে দুইজন ও নিকলীতে একজনের মাঝে করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়,করোনা আক্রান্তদের মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০জন, রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে দুইজন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুইজন, ময়মনসিংহের এসকে হাসপাতালে একজনের চিকিৎসা হচ্ছে। বাকিরা নিজ নিজ বাসাবাড়িতে আইসোলেশনে রয়েছেন। তাঁদের শারীরিক অবস্থা বর্তমানে ভাল আছে।

শুক্রবার (১৭ এপ্রিল) পর্যন্ত মোট ৩৭৪ জনের কোভিড-১৯ নমুনা পাঠানো হয়েছিল। তাদের মধ্যে মোট ৭৬ জনের করোনা পজেটিভ এবং বাকি ২৯৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। শনিবার (১৮ এপ্রিল) নতুন করে ১২৫ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছে।

KalerBangladesh

Recent Posts

ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের…

54 years ago

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে পাট বীজ বিতরণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র,…

54 years ago

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ "নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের…

54 years ago

বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন খাইরুল ইসলাম আল আমিন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম ক্যাটাগরীতে ২০২৩ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে প্রথম স্থান…

54 years ago

মুক্তাগাছায় আদালতের নির্দেশ ওপেক্ষা করে মারামারি

ময়মনসিংহ প্রতিনিধি:  আদালতের নির্দেশ ওপেক্ষা করে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রতিবেশীর কুড়ালের…

54 years ago

পুলিশের গাড়িতে গরুচোরের হামলা, গরুসহ চোর আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও…

54 years ago