আন্তর্জাতিক

মিনেসোটায় মসজিদে মাইকে আজান দিয়ে ‘ইতিহাস’ সৃষ্টি

অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ শহর হিসেবে প্রথমবারের মত মিনেসোটায় মাইকে আজান প্রচার করে নতুন ‘ইতিহাস’ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সেখানের একটি মসজিদে ছাদে থাকা স্পিকারের মাধ্যমে এই আজান দেয়া হয়। জন পরিসরে এভাবে আজান দিতে দেখেনি কেউ।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বের অধিকাংশ দেশের মত যুক্তরাষ্ট্রেও মসজিদে নামাজ আদায় বন্ধ রয়েছে। মুসলিমদের জন্য সবচাইতে পবিত্র এই মাসে মসজিদে এসে নামাজ আদায় করা বন্ধ। এমনকি শুক্রবার জুম’আর নামাজ আদায় করাও নিষেধ।

এমন অবস্থায় রমজান মাস জুড়ে দিনে পাঁচবার মসজিদের এই স্পিকার থেকে আজান শোনার মাধ্যমে এই এলাকায় থাকা হাজারো মুসলিম নিজেদের মধ্যে থাকা ভ্রাতৃত্ব বোধকে অনুভব করবেন বলে জানান ‘দার-আল-হিজরা’ মসজিদের পরিচালনা পরিষদে থাকা আব্দিসআলম আদম।

মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়ার বেশ কিছু দেশে ৫ বার নামাজের জন্য আহ্বান করে মাইকে আজান দেয়াটা বেশ স্বাভাবিক ঘটনা হলেও যুক্তরাষ্ট্র এবং পাশ্চাত্যের অধিকাংশ দেশে মাইকে এভাবে আজান দিতে দেখা যায়না। বরং সেখানে অভ্যন্তরীণ ভাবে বা বদ্ধ পরিবেশে আজান দেয়া হয়। কোন কোন ক্ষেত্রে শহর থেকে দূরবর্তী স্থানে ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করলে সেখানেও অনুষ্ঠান চলকালে নামাজের পূর্বে আজান দেয়া হয় স্পিকারে। কিন্তু পাশ্চাত্যের এই দেশগুলোর কোন গুরুত্বপূর্ণ শহরে এভাবে আজান দিতে দেখেনি কেউ।

ইমাম আব্দিসআলম আদম বলেন, এটি বেশ উৎসাহ উদ্দীপক আমাদের জন্য। কেউ কেউ বিষয়টিকে ঐতিহাসিক বলছে। হয়ত তারা তাদের জীবদ্দশায় এমন কিছু দেখতে পাবে বলে আশাই করেনি।

নামাজের আহ্বান জানিয়ে এই আজান প্রচার হলে তা কয়েক হাজার মানুষ শুনতে পাবেন। এ প্রসঙ্গে আমেরিকান ইসলামিক রিলেশন কাউন্সিল মিনেসোটার নির্বাহী পরিচালক জিলানি হুসেইস জানান, মিনেপলিসের সেডার-রিভারসাইডের নিকটবর্তী অঞ্চলে এই আজান শোনা যাবে। বেশ কয়েক বছর ধরেই এভাবে আজান দেয়ার বিষয়ে ভাবা হচ্ছিল।

চলতি বছর করোনা ভাইরাসের প্রভাবে মসজিদগুলোতে যাতায়াত বন্ধ হয়ে গেলে অন্ততপক্ষে কিছু করার মাধ্যমে মানুষ মসজিদের আধ্যাত্মিকতার সঙ্গে সম্পৃক্ত থাকতে চেয়েছে। আর সেই চাওয়া থেকেই এই মসজিদে স্পিকারে আজান প্রচার।

এই আজান শুনে কেউ মসজিদে যাবে না। পরস্পর পরস্পরকে দেখতে না পেলেও এই আজানের মাধ্যমে আধ্যাত্মিকভাবে কমিউনিটির সবাই কাছাকাছি থাকবে বলে জানান তিনি। আল-জাজিরা।

KalerBangladesh

Recent Posts

ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের…

54 years ago

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে পাট বীজ বিতরণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র,…

54 years ago

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ "নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের…

54 years ago

বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন খাইরুল ইসলাম আল আমিন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম ক্যাটাগরীতে ২০২৩ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে প্রথম স্থান…

54 years ago

মুক্তাগাছায় আদালতের নির্দেশ ওপেক্ষা করে মারামারি

ময়মনসিংহ প্রতিনিধি:  আদালতের নির্দেশ ওপেক্ষা করে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রতিবেশীর কুড়ালের…

54 years ago

পুলিশের গাড়িতে গরুচোরের হামলা, গরুসহ চোর আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও…

54 years ago