কর্মহীন অসহায়দের পাশে ওসি বোরহান

আতাউর রহমান, ঈশ্বরগঞ্জঃ ময়মনসিংহের গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন খাঁন করোনা ভাইরাস প্রতিরোধে থেমে নেই । করোনা প্রাদুর্ভাবের বিশ্বব্যাপী এ যুদ্ধে দেশের দুর্যোগকালীন সময়ে সবোর্চ্চ ঝুঁকি নিয়েই সকল শ্রেনী পেশার জনসাধারণকে সচেতন করতে উপজেলার প্রতিটি এলাকায় চষে বেড়াচ্ছেন তিনি। সেই সাথে গ্রামের অসহায় ও কর্মহীনদের খোঁজ খবর নিচ্ছেন প্রতিনিয়ত। অন্যদিকে নিজ উদ্যোগে রোজাদার ও অনাহারি মানুষের জন্য ইফতার সামগ্রী তৈরী করে নিজেই বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন।

জানা যায়, বাংলাদেশ পুলিশের সুনাম রক্ষায় দিন-রাত নিরলসভাবে কাজ করে পুলিশের ভাবমূর্তিকে সাধারণ মানুষের কাছে প্রশংসিত করে যাচ্ছেন এই কর্মকর্তা। বাংলাদেশে করোনা প্রাদুরভাব শুরু থেকেই গৌরীপুরের জনগনকে সচেতন ও ঘরমুখি করতে দিন-রাত ছুটে চলেছেন উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।

এদিকে করোনা মোকাবেলায় দেশে যখন ধান কাটার শ্রমিক সংকটে থাকায় কৃষকের মাথায় হাত পড়ে। ঠিক তখনি অসহায় হতদরিদ্র কৃষকের পাশে দাঁড়িয়েছেন এই মানবিক পুলিশ কর্মকর্তা। স্থানীয় এমপির সহযোগিতায় দরিদ্র কৃষকের ফসলের মাঠে গিয়ে ছাত্রলীগকে সঙ্গে নিয়ে কেটে দিয়েছেন ধান। সেই সাথে কর্মহীন অসহায়দের বাড়ি পৌঁছে দিয়ে আসছেন খাদ্যসামগ্রী। অন্যদিকে নিজ উদ্যোগে রোজদারদের জন্য ইফতার সামগ্রী তৈরী করে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন এই পুলিশ অফিসার।

জানা যায়, নরসিংদী জেলার মাধবদী উপজেলার কৃতি সন্তান বোরহান উদ্দিন খান ময়মনসিংহ রেঞ্জে যোগদান করার পর ঈশ্বরগঞ্জ থানা, নেত্রকোনা সদর থানায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি গৌরীপুর থানায় সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন তিনি। গৌরীপুর উপজেলায় যোগদানের পর থেকে মাদক, চোরা কারবারি, চুরি, ছিনতাই, ডাকাত নির্মুলে ব্যাপক ভূমিকা পালন করে আসছেন। ইতিমধ্যে উপজেলা এলাকায় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেন তিনি। পুলিশের এই কর্মকর্তা ময়মনসিংহ বিভাগে ৬ বার ও জেলায় ১২ বার শ্রেষ্ট ওসি নির্বাচিত হয়েছেন।

এবিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন খান জানান, করোনা শুরু হওয়ার পর থেকে সাধারন মানুষকে সচেতন করতে উপজেলার প্রতিটি এলাকার হাট বাজারে মাইকিং করা হচ্ছে। তাদেরকে সতর্ক করার জন্য সব ধরনের কাজ করে যাচ্ছি। সেই সাথে গ্রামের অসহায় ও কর্মহীনদের খোঁজ খবর নেওয়া হচ্ছে প্রতিদিন। কর্মহীন অসহায়দের মাঝে আমি আমার সাধ্য মতো খাদ্যসামগ্রী থানা চত্বর ও সাধারন মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। এটি আমার একটি ক্ষুদ্র আয়োজন। তবে অসহায়দের সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

KalerBangladesh

Recent Posts

ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের…

54 years ago

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে পাট বীজ বিতরণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র,…

54 years ago

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ "নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের…

54 years ago

বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন খাইরুল ইসলাম আল আমিন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম ক্যাটাগরীতে ২০২৩ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে প্রথম স্থান…

54 years ago

মুক্তাগাছায় আদালতের নির্দেশ ওপেক্ষা করে মারামারি

ময়মনসিংহ প্রতিনিধি:  আদালতের নির্দেশ ওপেক্ষা করে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রতিবেশীর কুড়ালের…

54 years ago

পুলিশের গাড়িতে গরুচোরের হামলা, গরুসহ চোর আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও…

54 years ago