আজকের আলোচিত খবর

লকডাউনে জনসচেতনতা মূলক ভিডিও নিয়ে তানভীর

আফজালুর ফেরদৌস রুমনঃ করোনা মোকাবেলার অংশ হিসেবে এখন লকডাউনে সারাবিশ্ব। বাংলাদেশও তার ব্যতিক্রম না। ভাইরাসের এই ভয়ানক থাবা থেকে বাচার জন্য সবাই বাসায় বসেই দিন কাটাচ্ছেন। তবে সাধারন মানুষকে এই পরিস্থিতিতে নানা বিষয় নিয়ে সচেতন করার প্রয়াস হিসেবে অনেক শিল্পীরা ঘরে বসেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নানা রকম ভাবে হাজির হচ্ছেন।

কেউ আবৃত্তি, কেউ গান, কেউবা তাদের বক্তব্য তুলে ধরছেন ভক্তদের সামনে। এরই ধারাবাহিকতায় একটি জনসচেতনতা মূলক ভিডিও নিয়ে হাজির হলেন নির্মাতা রানা বর্তমান। তার নির্দেশনায় একটি ঘরবন্দি পরিবেশনা থেকে ‘চার দেয়াল’ নামক একটি অনুপ্রেরণামূলক ও জনসচেতনতামূলক শর্টফিল্মে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর, মুনীরা বেগম মেমী, জান্নাত জিম। উল্লেখ্য এই শর্টফিল্মের চিত্রনাট্য, পরিচালনা ও সম্পাদনা করেছেন নির্মাতা রানা বর্তমান নিজেই।

লকডাউনে বাসায় বসেই একই নির্মাতার ‘হোম কোয়ারেন্টাইন’ নামক আরেকটি শর্টফিল্মে কাজ করেছেন তানভীর। এবার হাজির হচ্ছেন ‘চার দেয়াল’ নিয়ে। করোনা পরিস্থিতি নিয়ে নিজের এবং মিডিয়ার নানা সংকট নিয়ে কথা বলেছেন তানভীর।

লকডাউন মেনে পরিবারের সবাইকে নিয়ে বাসায় থাকছেন তিনি। এরই মাঝে শিল্পী হিসেবে দেশের সাধারন মানুষের কাছে সচেতনতামূলক এই কাজটির অংশ হতে পেরে উচ্ছ্বসিত তিনি। এই কাজটি নিয়ে তানভীর বলেন- এটা আমাদের কাছে কোন যুদ্ধের থেকে কম না। আর এই যুদ্ধে সাধারন যোদ্ধা হিসেবে আমাদের আসল কাজ বাসায় থাকা। করোনা যুদ্ধ মোকাবিলায় আমি এবং আমরা মানুষকে সচেতন করতে সামান্য চেষ্টা থেকেই ‘চার দেয়াল’ নামক শর্টফিল্মে কাজ করলাম। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন নানা রকম গুজব ছড়াচ্ছেন। না জনেই ভয় পেয়ে হাসপাতাল নির্মানে বা লাশ দাফন দিতে রাজি হচ্ছেন না।

এছাড়া অনেকেই স্বাভাবিক জ্বর, ঠান্ডা, হাচি-কাশি হলেও ঘাবড়ে যাচ্ছেন। অহেতুক আতংক আর ভয়ে দিন পার করছেন এসব স্বাভাবিক অসুখ-বিসুখেও। এরকম নানা সেন্সিটিভ ইস্যু নিয়ে আমাদের এই ফিল্ম। যার যার বাসায় বসে নিজে নিজেই কাজটা করেছি। আশাকরি আমাদের এই ছোট্ট প্রচেস্টা অনেকের কাছে কিছুটা হলেও সচেতনা এনে দিবে। তানভীর এই ফিল্মটি ছাড়াও অনলাইনে আরো কিছু কাজ করছেন যা শ্রীঘই প্রচার করা হবে বলে জানিয়েছেন। বাসায় থেকেই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া চাওয়ার কথাও স্মরণ করিয়ে দিলেন ছোট পর্দার এই আলোচিত অভিনেতা।

উল্লেখ্য এই লকডাউনে বিভিন্ন চ্যানেলে আগে শ্যুটিং করে রাখা বেশকিছু সিরিয়াল প্রচারিত হচ্ছে তানভীরের। তার অভিনীত নাগরিক টেলিভিশনে গোল্লাছুট এবং বাউন্ডুলে, এনটিভিতে পরের মেয়ে, আরটিভিতে তোলপাড় ধারাবাহিকগুলো বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

KalerBangladesh

Recent Posts

ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের…

54 years ago

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে পাট বীজ বিতরণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র,…

54 years ago

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ "নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের…

54 years ago

বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন খাইরুল ইসলাম আল আমিন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম ক্যাটাগরীতে ২০২৩ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে প্রথম স্থান…

54 years ago

মুক্তাগাছায় আদালতের নির্দেশ ওপেক্ষা করে মারামারি

ময়মনসিংহ প্রতিনিধি:  আদালতের নির্দেশ ওপেক্ষা করে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রতিবেশীর কুড়ালের…

54 years ago

পুলিশের গাড়িতে গরুচোরের হামলা, গরুসহ চোর আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও…

54 years ago