আজকের আলোচিত খবর

ঈশ্বরগঞ্জে যুবলীগ নেতা মাহবুবের ঈদ সামগ্রী বিতরণ

মোঃ আতাউর রহমান, ঈশ্বরগঞ্জ ময়মনসিংহঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইমাম মুয়াজ্জিন ও কর্মহীন হয়ে পড়া মধ্যবিত্ত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে যুবলীগ নেতা মাহবুবুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে ওই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।
জানা যায়, করোনা ভাইরাস ইস্যুতে উপজেলার মানুষকে করোনামুক্ত রাখার জন্য সরকারের নির্দেশনায় প্রশাসন বেশ কিছু যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে। সব ধরনের জনসমাগম বন্ধ রাখার জন্য গণপরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন পেশার কর্মজীবী মানুষ এখন কর্মহীন হয়ে পড়েছেন। ঘর থেকে তারা কেউ বের হতে পারছে না। এরই মধ্যে বেশি সমস্যায় পড়েছেন ইমাম মুয়াজ্জিন ও কর্মহীন মধ্যবিত্ত পরিবারগুলো। ঠিক এই মুহুর্তে তাদের পাশে ঈদ সামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন ময়মনসিংহ জেলা যুবলীগ সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাহবুব। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, পেঁয়াজ, তেল, সেমাই, চিনি, দুধ ও সাবান।
ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল হেকিম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আবদুল মতিন, কৃষকলীগ সভাপতি আব্দুল হান্নান ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও সরিষা ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হানিফা, পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম সুমন, সাধারণ সম্পাদক এ কে এম অমিত উল্লাহ, স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক শহিদুল ইসলাম মাসুদ, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রবি, মুখলেসুর রহমান মানিক, নিপুন চন্দ্র বিশ্বাস, শ্রমিক লীগের আহ্বায়ক হেলাল সরদার, ছাত্রলীগ নেতা রানা আহমেদ, ইমরান হাসান সেজান, পিয়েল প্রমুখ।
মাহবুবুর রহমান জানান, সরকারি ত্রান ও ব্যক্তিগত উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করলেও পাচ্ছেন না ইমাম মুয়াজ্জিন ও কর্মহীন মধ্যবিত্তরা। লোকচক্ষুর ভয়ে তারা লাইনে দাঁড়িয়ে কোথাও ত্রাণ আনতে যেতে পারছেন না। আত্মসম্মানবোধ তাদেরকে বাধা দেয়। ঘরের মধ্যে তারা না খেয়ে থাকলেও বের হচ্ছেন না। তাই ইমাম মুয়াজ্জিন ও কর্মহীন মধ্যবিত্তদের ঘরে ঘরে ঈদ সামগ্রী পৌঁছে দিবেন বলে জানান তিনি।
KalerBangladesh

Recent Posts

ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের…

54 years ago

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে পাট বীজ বিতরণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র,…

54 years ago

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ "নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের…

54 years ago

বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন খাইরুল ইসলাম আল আমিন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম ক্যাটাগরীতে ২০২৩ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে প্রথম স্থান…

54 years ago

মুক্তাগাছায় আদালতের নির্দেশ ওপেক্ষা করে মারামারি

ময়মনসিংহ প্রতিনিধি:  আদালতের নির্দেশ ওপেক্ষা করে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রতিবেশীর কুড়ালের…

54 years ago

পুলিশের গাড়িতে গরুচোরের হামলা, গরুসহ চোর আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও…

54 years ago