অপরাধ

ভূমিহীনদের ঘর দেয়ার তালিকায় অনিয়মে ইউএনও বরাবর অভিযোগ

সারোয়ার হোসেন, তানোর প্রতিনিধিঃ রাজশাহীর তানোর পৌরসভায় অসহায় ভূমিহীনদের মাঝে আশা সরকারি বাড়ি ঘর দেয়ার তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ উঠেছে পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের বিরুদ্ধে।

মেয়র ও কাউন্সিলরদের বিরুদ্ধে এমন তালিকা প্রণয়নে অনিয়ম করা হয়েছে বলে তানোর পৌরসভার সাবেক কাউন্সিলর পিয়ারুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বরাবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিযোগ করেন।

এতে করে অসহায় ভূমিহীনদের নামে তালিকা না করে মেয়র কাউন্সিলররা মিলেমিশে অর্থের বিনিময়ে নিজেদের আত্মীয় স্বজনদের নামে বাড়ি ঘর দেয়ার তালিকা তৈরি করার কথা জনসাধারণের মধ্যে ফাঁস হয়ে পড়ায় পৌরবাসীর মধ্যে দেখা দিয়েছে চাঞ্চল্যকর অবস্থা। বিরাজ করছে চাপা ক্ষোভ ও উত্তেজনা। বিষয়টি নিয়ে স্থানীয় এমপি ও প্রশাসনের উদ্ধোর্তন কর্মকর্তার জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন পৌরবাসী।

সাবেক কাউন্সিলর পিয়ারুল হকের অভিযোগ টি হুবুহু দেয়া হলো।

বরাবর,
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানোর, রাজশাহী।

বিষয়: ভূমিহীনদের ঘর দেওয়ার তালিকা প্রসঙ্গে।

জনাব,
বিনীত নিবেদন এই যে, সরকারি ভাবে ভূমিহীনদের ঘর দেওয়ার তালিকার দায়িত্ব জনপ্রতিনিধিদের নিকট দেওয়া হয়েছে, তা সঠিক করা হয়নাই। তানোর পৌরসভার ১নং ওয়ার্ড (হরিদেবপুর, সুমাসপুর, বেলপুকুরিয়া) যে তালিকা করা হয়েছে, তা স্বজন প্রীতি ও অর্থের বিনিময়ে। হরিদেবপুর গ্রামে একই পরিবার থেকে দুই জন, কারো সেমি পাকা বাড়ি আছে, আবার গত বরাদ্দে কেউ ঘর পেয়েছে এ ধরনের তালিকা করা হয়েছে। এমনকি বেলপুকুরিয়া গ্রামে অনেক ভূমিহীন/অসহায় আছে। অথচ ওই গ্রাম থেকে এক জনেরও ভূমিহীন/অসহায়দের তালিকায় নাম দেওয়া হয়নি। এমতাবস্থায় ব্যাপক সমালোচনা এবং সরকারের মান ক্ষুণ্ণ করা হইতেছে।

অতএব, মহাদয়, আপনার দৃষ্টি আকর্ষণ করিতেছি যে, পুনরায় তদন্ত করিয়া সরকারি বিধি মোতাবেক প্রকৃত পাওয়ার যোগ্য ব্যক্তিকে বরাদ্দ দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়ে সাবেক কাউন্সিলর পিয়ারুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তা বারবার অভিযোগটি করেন।

তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান সব অভিযোগ অস্বীকার করে বলেন, এরকম কোন অনিয়ম হয়নি যা হয়েছে সবকিছু নিয়ম মতোই হয়েছে বলে তিনি আর কোন মন্তব্য করতে চান না বলে জানান।

অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুশান্ত কুমার মাহাতো বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

KalerBangladesh

Recent Posts

ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের…

54 years ago

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে পাট বীজ বিতরণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র,…

54 years ago

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ "নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের…

54 years ago

বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন খাইরুল ইসলাম আল আমিন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম ক্যাটাগরীতে ২০২৩ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে প্রথম স্থান…

54 years ago

মুক্তাগাছায় আদালতের নির্দেশ ওপেক্ষা করে মারামারি

ময়মনসিংহ প্রতিনিধি:  আদালতের নির্দেশ ওপেক্ষা করে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রতিবেশীর কুড়ালের…

54 years ago

পুলিশের গাড়িতে গরুচোরের হামলা, গরুসহ চোর আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও…

54 years ago