অপরাধ

পাওনা টাকা চাওয়ায় দোকানে হামলা-ভাংচুর-লুটপাট

মোঃ কামাল, ময়মনসিংহঃ ময়মনসিংহ ফুলাবাড়ীয়া উপজেলার নয়াবিলায় পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে খোড়ার মোড় নামক ঔষধের দোকানে হামলা-ভাংচুর-লুটপাটের ঘটনা ঘটেছে। এলাকায় চরম আতংক অবস্থা বিরাজ করছে। এই ঘটনায় ফুলবাড়ীয়া থানায় ১৮ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন হামলার স্বীকার শরিফুল আলম ওরফে সোহাগ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার বলেন, অভিযোগ পেয়েছি ঘটনা তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে। দোষী যেই হোক আইনের আওতায় আনা হবে।

অভিযোগে জানা যায়, ঔষধ ব্যবসায়ী শরিফুলের কাছ থেকে একই এলাকার আব্দুস সালাম ১০ মাস পূর্বে ১০ হাজার টাকা ধার নেয়। সম্প্রতী পাওনা টাকা চাইলে বিবাদী দেই দিচ্ছি বলে কালক্ষেপন করে আসছিলো। এরই জেরে গত ১৭ মে বিকেল ৫টার দিকে বিবাদী উল্লেখিত ১৮ জন সহ অজ্ঞাত আরও ৫ থেকে ৭ জন দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়।

বাদী শরিফুল অভিযোগে আরও জানান, হামলাকারীরা আমার ঔষধের দোকানে প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে, আমি বাধা দিলে আমাকে হত্যার উদ্দেশ্যে উদ্ধত হলে আমি কৌশলে সড়ে পরি। এ সময় উল্লেখিত বিবাদীরা আমার দোকানে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতিসাধন করে।

এ হামলার সময় নেতৃত্ব দেয় নয়াবিলা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মোঃ আশরাব আলী (৪২), মোঃ মহিবুল্লাহ (৩৫), তাজুল ইসলাম (৪০), উভয় পিতা আব্দুল মোতালেব, মোঃ আব্দুস সালাম (৪২), মোঃ ফরিদ মিয়া (২৭), মোঃ কাজল মিয়া (২০), শহীদ মিয়া (৪০), রাশেদ মিয়া (৩৫), দেলোয়ার হোসেন (১৮), আমিরুল ইসলাম (৩২), মোবারক হোসেন (২৬), জুয়েল মিয়া (২২), আব্দুর রহিম (৪৮), মোঃ হাশেম আলী (২৩), টিটু মিয়া (২২), আলম মিয়া (২০), রাসেল মিয়া (২৩), নাঈম মিয়া (২২)।

অভিযোগকারী আশরাফ জানান, হামলাকারীরা আমার দোকানে ভাংচুর ও লুটপাট চালিয়ে হুমকি প্রদান করে যে, এ বিষয়ে থানা-পুলিশ করিলে আমাকে খুন করে গুম করবে। আমি দীর্ঘদিন যাবৎ নয়াবিলায় সুনামের সহিত ঔষধের ব্যবসা করে আসছি । বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

KalerBangladesh

Recent Posts

ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের…

54 years ago

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে পাট বীজ বিতরণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র,…

54 years ago

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ "নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের…

54 years ago

বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন খাইরুল ইসলাম আল আমিন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম ক্যাটাগরীতে ২০২৩ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে প্রথম স্থান…

54 years ago

মুক্তাগাছায় আদালতের নির্দেশ ওপেক্ষা করে মারামারি

ময়মনসিংহ প্রতিনিধি:  আদালতের নির্দেশ ওপেক্ষা করে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রতিবেশীর কুড়ালের…

54 years ago

পুলিশের গাড়িতে গরুচোরের হামলা, গরুসহ চোর আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও…

54 years ago