আজকের আলোচিত খবর

এক জুয়েলকে বাঁচাতে বরিশাল বিভাগের ১৬ পৌর মেয়রের স্মারকলিপি প্রদান

খোকন হাওলাদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক জুয়েলকে ষড়যন্ত্রমূলক ভাবে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার বরিশাল বিভাগের ১৬টি পৌরসভার মেয়র স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বাউফলের পৌর মেয়র জুয়েলকে মামলা থেকে অব্যাহতির দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে তারা দাবি করেছেন জিয়াউল হক জুয়েলকে ষড়যন্ত্রমূলকভাবে একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। যা বরিশাল বিভাগের ১৭টি পৌরসভার মেয়রকে উদ্বিগ্ন করেছে। তাই এই ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত এবং হতাশ হয়েছি।

এতে আরও বলা হয়েছে, জিয়াউল হক জুয়েল রাজনীতি ও জনসেবায় সুনাম কুড়িয়েছেন। বাউফল পৌরসভার মেয়র পদে তিনি ২০১২ সালে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। জনগণের মাঝে তার ভিত্তি অত্যন্ত মজবুত। যা প্রতিপক্ষ রাজনীতিক মহলে ঈর্ষার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ‘গত ২৪ মে ঈদের আগের দিন বাউফল পৌর এলাকার জেলা পরিষদ ডাক-বাংলোর গেটের দক্ষিণ পাশে ডিজিটাল ব্যানার ও তোরণ স্থাপন করা নিয়ে আওয়ামী লীগের স্থানীয় দুটি রাজনৈতিক পক্ষের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়। এ ঘটনা শোনার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ দুই পক্ষকে ডেকে নিয়ে থানায় যায় এবং সমস্যা সমাধানের জন্য বৈঠকে বসে।

বৈঠকে বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক জুয়েলও উপস্থিত ছিলেন। এ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৫০ ফুট দূরত্ব বজায় রেখে জেলা পরিষদ ডাক-বাংলো এলাকায় আলাদাভাবে ব্যানার ও তোরণ স্থাপন কাজ শুরু করে দুই পক্ষ। আর এ নিয়ে পুনরায় দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব দেখা হয়। এক পর্যায় তা সংঘর্ষে গড়ায়। এতে দলের একজন নিরীহ কর্মী তাপস কুমার দাস আহত হয়ে শেবাচিম হাসপাতালে মারা যান।

দাবি করা হয়েছে, সংঘর্ষের সময় বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক জুয়েল থানার অভ্যন্তরেই ছিলেন। যার একাধিক প্রমাণ রয়েছে। অথচ তাকে ষড়যন্ত্রমূলকভাবে ওই মামলায় আসামি করা হয়েছে। হীন রাজনৈতিক ফায়দা হাসিল করতেই তাকে মামলায় আসামি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে স্মারকলিপিতে। তাই ষড়যন্ত্রমূলক এই মামলা থেকে তাকে অব্যাহতি দেয়ার দাবিও করেন পৌর মেয়রগণ।

স্মারকলিপি প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদীর পৌর মেয়র মো. হারিছুর রহমান, কলাপাড়ার পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, বাকেরগঞ্জের পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া, উজিরপুরের পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী, মেহেন্দিগঞ্জের পৌর মেয়র কামাল উদ্দিন খান, পটুয়াখালীর মেয়র মহিউদ্দিন আহমেদ প্রমুখ।

KalerBangladesh

Recent Posts

ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের…

54 years ago

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে পাট বীজ বিতরণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র,…

54 years ago

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ "নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের…

54 years ago

বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন খাইরুল ইসলাম আল আমিন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম ক্যাটাগরীতে ২০২৩ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে প্রথম স্থান…

54 years ago

মুক্তাগাছায় আদালতের নির্দেশ ওপেক্ষা করে মারামারি

ময়মনসিংহ প্রতিনিধি:  আদালতের নির্দেশ ওপেক্ষা করে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রতিবেশীর কুড়ালের…

54 years ago

পুলিশের গাড়িতে গরুচোরের হামলা, গরুসহ চোর আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও…

54 years ago