দেশজুড়ে

গঙ্গাচড়ায় পল্লী বিদ্যুতের এ কেমন ভেলকিবাজি

মোঃ সবুজ মিয়া, নিজস্ব প্রতিবেদক : রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় থাকা এলাকায় বিদ্যুৎ সরবরাহে চরম বিপর্যয় সৃষ্টি হয়েছে। তীব্র দাবদাহ, ভ্যাপসা গরম ও রৌদ্রের সাথে যেন পাল্লা দিয়ে চলছে লোডশেডিং। ফলে বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। নাম মাত্র আকাশে মেঘ হলেই ঘন্টার পর ঘন্টা বিদ্যুতের দেখা পায়না গ্রাহকরা। উপজেলার প্রায় ৬০ হাজার গ্রাহক বিদ্যুতের লুকোচুরি থেকে নিষ্কৃতি চায়।

কবে নাগাদ এই ভোগান্তির অবসান ঘটবে এটাই এখন জনমনে প্রশ্ন? উপজেলা জোনাল অফিসের অন্তর্গত ১১ টি ফিডারের মধ্যে সদর ফিডারে কিছুটা বিদ্যুৎ সরবরাহ করা হলেও অন্যান্য ফিডারের গ্রাহকদের যেন কোন মুল্যায়নই নেই পল্লী বিদ্যুৎ সমিতির কাছে। ফলে এসব ফিডারের গ্রাহকদের অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।

প্রায় কয়েক মাস ধরে লোডশেডিংয়ের কবলে পড়ে প্রায় ৬০ হাজার গ্রাহক চরম ভোগান্তির শিকার হচ্ছে। করোনা ক্লান্তিলগ্নে লোডশেডিংয়ে বিপাকে পড়েছে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সকল স্তরের শিক্ষার্থীরা এ নিয়ে বিদ্যুৎ অফিসে অফিযোগ নিয়ে ধরনা দিয়েও কোন ফল হচ্ছে না উপজেলা বাসীর। জানা যায়, বুড়িরহাট সাবষ্টেশনের আওতায় ৫টি ফিডার, পাগলাপীর ষ্টেশনের আওতায় ২টি ও রংপুর জোনের আওতায় ৪টি ফিডার নিয়ে মোট ১১টি ফিডারের মাধ্যমে গঙ্গাচড়া উপজেলার ৯টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এর মধ্যে বুড়িরহাট সাবষ্টেশনের ৫ টি ফিডারের আওতায় রয়েছে গঙ্গাচড়া সদর,লক্ষীটারি,গজঘন্টা, মর্ণেয়া,ও বেতগাড়ী ইউনিয়ন এছাড়া বাকী ইউনিয়নগুলির মধ্যে কোলকোন্দ, আলমবিদিতর,নোহালী ও বড়বিল (আংশিক) এই ইউনিয়নগুলো রয়েছে পাগলাপীর সাব ষ্টেশনের আওতায় ।

সর্বমোট ১১টি ফিডারের আওতায় রয়েছে প্রায় ৬০ হাজার গ্রাহক আবাসিক, বাণিজ্যিক, দাতব্য ছাড়াও রয়েছে সেচ সংযোগ। গত এক মাসের অধিক সময় ধরে বিদ্যুতের লোডশেডিং হওয়ায় সকল স্তরের গ্রাহক ভোগান্তির শিকার হচ্ছে। সম্প্রতি বিদ্যুতের লোডশেডিংয়ের ফলে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের পরিবারগুলো। তারা করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যখন কয়েকদিনের বাজার কিনে ফ্রিজে রাখছে ঠিক তখনি বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে বরফ গলে সব নষ্ট হয়ে যাচ্ছে প্রায়। সেই সাথে বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রাংশ লোডশেডিংয়ের কবলে পড়ে নষ্ট হচ্ছে সচরাচর এতে আর্থিক লোকসান গুণতে হচ্ছে করোনায় কর্মহীন হয়ে ঘরে বসে থাকা পরিবারগুলোকে ।

উপজেলার সদর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মানিক মিয়া বলেন, বিদ্যুতের লোডশেডিংয়ের ফলে আমরা দৃর্বিসহ জীবন যাপন করছি। ফ্রিজ ও পানির মোটর চালাতে না পেরে প্রায়ই অন্যত্র থেকে পানি এনে বাসার প্রাত্যহিক কাজ করতে হচ্ছে। ঘন ঘন বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে ছোট আকারের ব্যবসা প্রতিষ্ঠানগুলো একপ্রকার অচল হয়ে পড়েছে। উপজেলার বড়বিল ইউনিয়নের বাসিন্দা সাজেদ মিয়া বলেন, বিদ্যুতের লোডশেডিংয়ের ফলে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আকাশে একটু মেঘ হলেই বিদ্যুৎ থাকছে না। উপজেলা সদরে বিদ্যুৎ থাকলেও আমরা মফ:স্বল এলাকার গ্রাহকরা খুব কমই বিদ্যুৎ পেয়ে থাকি। যেন তারা আমাদের সাথে বিমাতা সুলভ আচরণ করেন।

তিনি আরো বলেন উপজেলার বিভিন্ন এলাকার ছোট কল-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান , বিপনী বিতান ও কম্পিউটার ব্যবসায়ীরা চরম ক্ষতির সন্মূখীন হচ্ছে। উপজেলার মধ্যে বসবাসকারী বিভিন্ন এলাকার অভিভাবকের সাথে কথা বললে তারা জানান, প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় বিশেষ করে মাগরিবের পর আমাদের কোমলমতি শিশুদের লেখা পড়ায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে গঙ্গাচড়া উপজেলার পল্লীবিদ্যুৎ অফিসের ডিজিএম মো: নুরুজ্জামান বলেন, গঙ্গাচড়া উপজেলার বুড়িরহাট টু গঙ্গাচড়া মেইন লাইনে বিদ্যুতের খুঁটি পরিবর্তনের কাজ চলছে।

এছাড়া বিদ্যুৎ লাইনের নিচে যত্রতত্র গাছ থাকায় একটু বাতাস হলেই তা তারের উপরে পরছে এতে করে লাইন ফল্ট হচ্ছে আবার অনেকেই একটু সমস্যা হলেই ফোন দিয়ে লাইন বন্ধ করার জন্য অনুরোধ করেন যার ফলে এ বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। অনেক সময় লাইন ফল্টের কারণে বাধ্য হয়ে এলাকাভেদে বারবার লোডশেডিং দিয়ে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। ঝড় বিহীন আকাশ স্বাভাবিক থাকলে লোডশেডিং থাকবে না এমটিই জানান তিনি। এদিকে পল্লী বিদ্যুৎ অফিসের এমন বক্তব্য ৬০ হাজারের অধিক গ্রাহক মানতে নারাজ। পল্লী বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষের এ দায়সারা বক্তব্য অনেকটা অরণ্য রোদনের মতো।

কবে নাগাদ যে লোডশেডিং বিহীন বিদ্যুৎ সরবাহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়বে, গ্রাহকগণ এ নিয়েই উদ্বেগ আর উৎকন্ঠায় সময় কাটাচ্ছেন।তাদের দাবী অতি দ্রুত সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন পল্লীবিদ্যুত কর্তৃপক্ষ ।

Syed Torikullah

Recent Posts

ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের…

54 years ago

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে পাট বীজ বিতরণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র,…

54 years ago

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ "নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের…

54 years ago

বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন খাইরুল ইসলাম আল আমিন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম ক্যাটাগরীতে ২০২৩ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে প্রথম স্থান…

54 years ago

মুক্তাগাছায় আদালতের নির্দেশ ওপেক্ষা করে মারামারি

ময়মনসিংহ প্রতিনিধি:  আদালতের নির্দেশ ওপেক্ষা করে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রতিবেশীর কুড়ালের…

54 years ago

পুলিশের গাড়িতে গরুচোরের হামলা, গরুসহ চোর আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও…

54 years ago