দেশজুড়ে

রিকশা চালিয়ে এসএসসি পাস করলেন দুই ভাই

খুলনা প্রতিনিধি : দুই ভাই নাইমুর রহমান ও ফাহিমুর রহমান। গরিব ঘরে জন্ম নিলেও ছোটবেলা থেকেই প্রচণ্ড ঝোঁক রয়েছে পড়ালেখার প্রতি। কিন্তু বাবা চলে যাওয়ায় হুমকির মুখে পড়ে তাদের লেখাপড়া। কিন্তু অধিক আগ্রহ থাকায় রিকশা চালানো শুরু করেন দুই ভাই। এতে যা আয় হতো তা দিয়েই সংসার চালানোর পাশাপাশি লেখাপড়ার খরচ চলতো। অবশেষে এসএসসি পাস করেছেন তারা।

রোববার সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পরীক্ষায় বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৪ ও জিপিএ-৩ পেয়েছেন নাইমুর ও ফাহিমুর। নগরীর আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে পাস করেছেন নাইমুর আর ছোট ভাই ফাহিমুর পাস করেছেন মহসিন মাধ্যমিক বালক বিদ্যালয় থেকে।

মেধাবী এ দুই ভাইয়ের বাড়ি খুলনা মহানগরীর দৌলতপুর এলাকার কারিকর পাড়ায়। মা মুন্নী বেগম অন্যের বাসায় কাজ করেন। তাদের দুই বোনও রয়েছে। এক বোনের বিয়ে হয়েছে। আরেক বোন তৃতীয় শ্রেণিতে পড়ে।

নাইমুর রহমান জানান, বাবা অনেক ঋণ করে বাড়ি ছেড়ে চলে যান। এরপর আর কোনো খবর নেননি। মাঝেমধ্যে মোবাইলে কথা হলেও বাড়িতে আসেন না। বাবা চলে যাওয়ার পর মা অন্যের বাসায় কাজ শুরু করেন। কিন্তু তা দিয়ে পাঁচজনের সংসার চলে না। তাই বাধ্য হয়ে তিন ভাই-বোনের লেখাপড়া চালিয়ে নিতে দুই ভাইকেই বেছে নিতে হয় রিকশা চালানোর পথ।

তিনি আরো জানান, রিকশা চালিয়ে ক্লান্ত শরীরে আর পড়া সম্ভব হতো না। স্কুলে যা পড়তাম তাই ছিল মূল পড়া। কোচিং করার কথা কল্পনাও করতে পারিনি। তবে লেখাপড়ায় সহায়তায় এক হৃদয়বান বড় ভাই এগিয়ে আসেন। তিনি বিনামূল্যে পড়িয়েছেন।

অদম্য মেধাবী এ কিশোর জানান, এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় টাকার অভাবে দুই ভাইকে সমস্যায় পড়তে হয়েছে। পরে সমস্যার কথা শুনে ফরম পূরণের টাকা দিয়ে সাহায্য করেন ওই বড় ভাই।

ফাহিম জানান, কষ্ট হলেও পড়ালেখা চালিয়ে গেছেন তারা। এতে উৎসাহ দিয়েছেন তাদের মা। বর্তমানে দুই ভাই অটোরিকশা চালাচ্ছেন।

নাইমুর ও ফাহিমুরকে ফ্রি পড়াতেন খুলনার ৬ নম্বর ওয়ার্ডের যুবলীগের কর্মী জাফরি বিশ্বাস। তিনি বলেন, আমি গর্বিত। এমন একটি ছেলেকে নির্বাচন করেছিলাম। একদিন এ ছেলের রিকশায় চড়ে পাবলা থেকে খালিশপুর যাচ্ছিলাম। যেতে যেতে তার কথা শুনে চোখে পানি ধরে রাখতে পারিনি। ভাড়াও দিয়েছিলাম দ্বিগুণ। সঙ্গে সঙ্গে তাকে পড়ানোর দায়িত্ব নিয়েছি। সেই থেকে পরীক্ষা পর্যন্ত আমি তাকে ফ্রি পড়িয়েছি। আর ফরম পূরণের সময় তাদের সহায়তা করেছি।

খুলনার বিএল কলেজের ছাত্রলীগ নেতা মো. মেহেদী হাসান রাসেল বলেন, অনেকের সহায়তায় দুই ভাই এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছে। আওয়ামী লীগের শীর্ষ এক নেতা দুইজনের কলেজে ভর্তির দায়িত্ব নিয়েছেন।

Syed Torikullah

Recent Posts

ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের…

54 years ago

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে পাট বীজ বিতরণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র,…

54 years ago

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ "নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের…

54 years ago

বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন খাইরুল ইসলাম আল আমিন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম ক্যাটাগরীতে ২০২৩ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে প্রথম স্থান…

54 years ago

মুক্তাগাছায় আদালতের নির্দেশ ওপেক্ষা করে মারামারি

ময়মনসিংহ প্রতিনিধি:  আদালতের নির্দেশ ওপেক্ষা করে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রতিবেশীর কুড়ালের…

54 years ago

পুলিশের গাড়িতে গরুচোরের হামলা, গরুসহ চোর আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও…

54 years ago