|

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিতে পুলিশের মাস্ক বিতরণ

প্রকাশিতঃ ৮:১০ অপরাহ্ন | জুন ০৮, ২০২০

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিতে পুলিশের মাস্ক বিতরণ

মোঃ কামাল, ময়মনসিংহঃ করোনাভাইরাসের হটসপট এখন ময়মনসিংহ। গণপরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ময়মনসিংহের পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানের নির্দেশনায় ০৮ জুন ময়মনসিংহের মাসকান্দা বাসস্ট্যান্ড, নতুন বাজার, টাউন হল মোড়, টাঙ্গাইল বাসস্ট্যান্ড, পাটগুদাম মোড়ে মাইকিং এবং যাদের মাস্ক নেই তাদের মাস্ক বিতরণ করা হয়েছে ।

স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে জেলা পুলিশের নিয়মিত মনিটরিং ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। এসময়ে যারা মাস্ক আনতে ভুলে গেছেন তাদেরকে পুলিশ সুপারের পক্ষ হতে মাস্ক প্রদান করা হয়। একটি নিরাপদ ময়মনসিংহ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, জয়িতা শিল্পী, আল আমিন, হাফিজুর রহমান উপস্থিত থেকে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে নগরীতে এ কার্যক্রম পরিচালনা করেন। এসময় কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, জেলা ট্রাফিক বিভাগের ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান ও জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

সাধারণ ছুটির শেষ দিন গত ৩০মে ময়মনসিংহ বিভাগে করোনায় আক্রান্ত এক হাজার ছাড়িয়ে ছিলো, আর এক সপ্তাহ পার হতেই আরো নতুন ৫শত যোগ হয়ে আক্রান্তের সংখ্যা দেড় হাজার অতিক্রম করেছে এবং ১৮জনের মৃত্যুবরণ করেছে। এপর্যন্ত ময়মনসিংহ বিভাগের চার জেলায় ২০ সহস্রাধিক নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। অকারণে ঘোরাঘুরি, শপিংসহ সবকিছু খুলে দেয়ার প্রেক্ষিতে অবাধ চলাচলের প্রভাব পড়তে শুরু করেছে বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ জানান।

এনিয়ে বিভাগে সর্বমোট মারা গেছেন ১৮ জন। এরমধ্যে ময়মনসিংহ জেলায় ৯ জন, জামালপুর জেলায় ৪ জন এবং নেত্রকোনা জেলায় ৩ জন ও শেরপুর জেলায় ২ জন।

দেখা হয়েছে: 361
ফেইসবুকে আমরা

সর্বাধিক পঠিত
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
মোবাইলঃ ০১৭৩৩-০২৮৯০০
প্রকাশকঃ উবায়দুল্লাহ রুমি
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১২-৬৭৮৫৫৮
ই-মেইলঃ [email protected]
অস্থায়ী কার্যালয়ঃ ১নং সি. কে ঘোষ রোড, ৩য় তলা, ময়মনসিংহ।
(৭১ টিভির আঞ্চলিক কার্যালয়)।

The use of this website without permission is illegal. The authorities are not responsible if any news published in this newspaper is defamatory of any person or organization. Author of all the writings and liabilities of the author