দেশজুড়ে

এসিল্যান্ড একাই সর্বেসর্বা! গৌরীপুরে সরকারি গাছ বিক্রি নিয়ে ধুম্রজাল, জানে না বন বিভাগ!

আরিফ আহম্মেদ ॥ ময়মনসিংহের গৌরীপুর-কলতাপাড়া পাকা সড়কে তাতকুড়া বাজারে শতবর্ষী তিনটি সরকারি রেইন্ট্রি গাছ বিক্রি করা হলেও এ বিষয়ে এসিল্যান্ড ছাড়া জানেন না সংশ্লিষ্ট কোন কর্মকর্তা। পদাধিকার বলে উপজেলায় সরকারি গাছ বিক্রয় কমিটির সভাপতি- উপজেলা নির্বাহী অফিসার, কমিটির সদস্য- সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ও উপজেলা বন কর্মকর্তা। নিয়মানুযায়ী সরকারি কোন গাছ বিক্রি করতে হলে, বন বিভাগের মাধ্যমে গাছগুলো চিহ্নিত করণ ও মূল্য নির্ধারণ করতে হয়, তাতকুড়া বাজারের তিনটি রেইনট্রি গাছ বিক্রির এক্ষেত্রে কোন কিছুই করা হয়নি ব্যবসায়ীদের সাথে মৌখিক দরদামে তিনি গাছগুলো বিক্রি করে দিয়েছেন।

গৌরীপুর উপজেলা বন কর্মকর্তা লুৎফুর রহমান জানান- তাতকুড়া বাজারে গাছ বিক্রির বিষয়ে আমি কিছুই জানি না। আমাকে কেউ জানায়নি।
বিক্রয় কমিটির অন্য সদস্য গৌরীপুর উপজেলা সিনিয়র সহকারী প্রকৌশলী (এলজিইডি) আবু সালেহ মোহাম্মদ ওয়াহেদুল হক বলেন- গাছ বিক্রির ব্যাপারে আমি কিছু জানি না, তবে তাতকুড়া বাজারে রাস্তার উপর দুইটি রেইট্রি গাছ আছে, এগুলো কাটার ব্যাপারে পূর্বে আমি সুপারিশ করেছিলাম, এখন এগুলো (ঝুঁকিপূর্ণ) বাদ দিয়ে অন্যগাছগুলো কেন কাটা হলো তা আমার বোধগম্য নয়।

তবে গৌরীপুর সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুদ রানা দাবী করেন তিনি নিয়ম মেনেই গাছ বিক্রি করেছেন। ঝুঁকিপূর্ণ গাছগুলো জনস্বার্থে কাটা হয়েছে। এলাকার মানুষের দাবী অনুযায়ী রাস্তার একফুট ভিতরের গাছ না কেটে প্রায় ৫ ফুট দুরের গাছ কিভাবে ঝুঁকিপূর্ণ হলো, এ প্রশ্নের জবাবে তিনি বলেন- যে ব্যাক্তি গাছগুলো কিনেছে সে প্রতারণা করেছে, এটা অন্যায় করেছে সে। তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গাছ বিক্রির ব্যাপারে দরপত্র আহবান ও কবে, কোথায়, কখন টেন্ডার হয়েছে আর কারা কারা এতে অংশ গ্রহণ করেছে এ বিষয়ে কোন তথ্য দিতে রাজি হননি তিনি। এটা অফিসের গোপন তথ্য বলে দাবী করেন। তবে গাছগুলো তিনি ৫১ হাজার ৮৫০/- টাকায় বিক্রি করেছেন বলে জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গাছ ব্যবসায়ী জানান- বিক্রিয়কৃত তিনটি গাছের বর্তমান বাজার মূল্য নিম্নতম দুই লাখ টাকার বেশি।

ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক সরকার বলেন- এসিল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) ঝুঁকিপূর্ণ ও ঝড়ে ভেঙ্গে পড়া গাছ রেখে ব্যক্তিগত সুবিধা নিয়ে বিধি বহির্ভূতভাবে শতবর্ষী তিনটি বিশাল আকৃতির গাছ বিক্রি করে দিয়েছেন। এক সপ্তাহ ধরে কাঠুরিয়ার মাধ্যমে গাছগুলো কাটছেন স্থানীয় এক কাঠ ব্যবসায়ী। অনিয়মের বিষয়টি জানাজানি হলে শনিবার (১৩ জুন) তিনি গাছগুলো জব্দ করলেও পরবর্তীতে তাকে না জানিয়েই রাতের আঁধারে গাছগুলো নিয়ে যায় ব্যবসায়ীরা। নীতিমালা অনুযায়ী গাছগুলোর টেন্ডার হলে এর ৪০% অর্থ ইউনিয়ন পরিষদে জমা হতো।

তবে অনুসন্ধানে জানা যায়, কাউকে না জানিয়ে একা একা সরকারি গাছ বিক্রির ঘটনা গৌরীপুরে এটাই প্রথম নয়, এছাড়াও উপজেলার শাহগঞ্জ বাজারে একটি কাঁঠাল গাছ, পৌর এলাকার রিক্সাপট্রিতে ১টি রেইনট্রি, ঝলমল সিনেমা হলের পিছনে ১টি রেইনট্রি ও দাপুনিয়া মৌজায় ১টি রেইনট্রিসহ আরো ৪টি গাছ নিয়মবহির্ভূতভাবে বিক্রি করেছেন এসিল্যান্ড মোঃ মাসুদ রানার। এগুলো তিনি মোট কত টাকায় বিক্রি করেছেন- তা আর কেউ জানেন না!


তাতকুড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল লতিফ মেম্বার বলেন, গাছ কাটার তদারিক করতে আসা দু’ব্যক্তিকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তারা জানান, উপর থেকে ব্যবস্থা করে গাছ কাটার অনুমতি আনা হয়েছে। কার নির্দেশে কোন প্রক্রিয়ায় এ গাছগুলি কাটা হচ্ছে তদারকিকারী ব্যক্তিদের কাছ থেকে এ প্রশ্নের সঠিক উত্তর পাননি তারা।

গৌরীপুর উপজেলার নির্বাহী অফিসার সেজুঁতি ধর বলেন, তিনি গাছ কাটার বিষয়ে প্রথমে কিছু না জানলেও পরে খোঁজ নিয়েছেন। এসিল্যান্ড চালান রশিদের মাধ্যমে গাছ বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন। এছাড়া তিনি আর কিছু জানেন না।

ARIF

Recent Posts

ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের…

54 years ago

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে পাট বীজ বিতরণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র,…

54 years ago

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ "নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের…

54 years ago

বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন খাইরুল ইসলাম আল আমিন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম ক্যাটাগরীতে ২০২৩ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে প্রথম স্থান…

54 years ago

মুক্তাগাছায় আদালতের নির্দেশ ওপেক্ষা করে মারামারি

ময়মনসিংহ প্রতিনিধি:  আদালতের নির্দেশ ওপেক্ষা করে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রতিবেশীর কুড়ালের…

54 years ago

পুলিশের গাড়িতে গরুচোরের হামলা, গরুসহ চোর আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও…

54 years ago