গৌরীপুরে করোনায় মোট আক্রান্ত ১১ জন, বেশিরভাগ মানুষ মানছেন না স্বাস্থ্যবিধি

আরিফ আহম্মেদ॥ করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে ময়মনসিংহ গৌরীপুরে ১৬ জুন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১১ জন। সর্বশেষ ১৫ জুন রাতে একইসাথে ৪ জন আক্রান্তের খবর নিশ্চিত করেন গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

এরপূর্বে আক্রান্ত ৭ জন বাহির থেকে সংক্রমিত হয়ে গৌরীপুরে এসেছিলেন। কিন্তু সোমবারে আক্রান্ত ব্যাক্তিরা নিজ এলাকাতেই অবস্থান করছিলেন। করোনায় আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার ইতিহাস পাওয়া যায়নি তাদের। যে কারণে আশংকা করা হচ্ছে গৌরীপুরে মহামারী আকারে ছড়িয়ে পরতে পারে করোনাভাইরাস। করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও কোন রকম স্বাস্থ্যবিধি মানছেন না গৌরীপুরের জনগণ।

প্রশাসনের পক্ষ থেকেও তেমন কোন উদ্যোগ চোখে পড়ে না কোথাও। ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বার বার তাগিদ দিলেও শতকরা ৮০ ভাগ মানুষই মাস্ক ব্যবহার করেন না গৌরীপুরে, যারা ব্যবহার করছেন তাদের অনেককেই দায়সারা ভাবে মাস্ক ঝুঁলিয়ে রাখতে দেখা যায়। মাস্ক ব্যবহার না করলে সরকারের পক্ষ থেকে জরিমানার নির্দেশনা থাকলেও গৌরীপুর উপজেলা প্রশাসন আজো কাউকে জরিমানা করেননি, চলেনি কোন অভিযান।

এভাবে চলতে থাকলে ঢাকা, নারায়নগঞ্জ, গাজিপুরের মতো গৌরীপুরেও করোনাভাইরাস মহামারী আকারে ছরিয়ে পরতে পারে বলে আশংকা করছেন গৌরীপুরের সচেতন মহল। রাত ১০/১১টা পর্যন্ত খোলা থাকে প্রায় সবধরণের দোকানপাঠ। নিয়মানুযায়ী দোকান বা মার্কেটের সামনে হাতধোয়ার ব্যবস্থা ও দূরত্ববজায় রাখার নির্দেশনা থাকলেও কেউ মানছেন না এসব স্বাস্থ্যবিধি। কোন কোন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে হাতধোয়ার পানি আর সাবান থাকলেও কখনো কাওকে হাতধুতে দেখা যায়নি।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রবিউল ইসলাম জানান- গৌরীপুরে ২৮৪ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা ময়মনসিংহে পাঠানো হয়েছে তমধ্যে ১৫ জুন পর্যন্ত ২৬৭ জনের রিপোর্ট আমরা হাতে পেয়েছি। এরমধ্যে ১১ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মাঝে রামগোপালপুর ইউনিয়নের ৩ জন, ডৌহাখলা ৩, সহনাটি ২, সিধলা ১, মইলাকান্দা ১ ও পৌরসভায় ১ জন। এদের মাঝে এখন পর্যন্ত ২ জন করোনাকে জয় করে সুস্থ্য হয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে সকলের স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। গৌরীপুরে বেশিরভাগ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। এ ব্যাপারে যথাযথ উদ্যোগ খুব জরুরী।

গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার সেজুতি ধর বলেন- এতোদিন গৌরীপুরে করোনাভাইরাসের প্রকোপ খুব একটা ছিলো না, এখন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আমরা আবারো কঠোর অবস্থানে যাব।

উল্লেখ্য, ১৬ জুন বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমনের ১০১ দিন পূর্ণ হয়েছে। এদিন পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৪৮১ জন, মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২৬২ জন ও মোট সুস্থ্য হয়েছেন ৩৬ হাজার ২৩৪ জন।

ARIF

Recent Posts

ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের…

54 years ago

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে পাট বীজ বিতরণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র,…

54 years ago

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ "নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের…

54 years ago

বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন খাইরুল ইসলাম আল আমিন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম ক্যাটাগরীতে ২০২৩ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে প্রথম স্থান…

54 years ago

মুক্তাগাছায় আদালতের নির্দেশ ওপেক্ষা করে মারামারি

ময়মনসিংহ প্রতিনিধি:  আদালতের নির্দেশ ওপেক্ষা করে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রতিবেশীর কুড়ালের…

54 years ago

পুলিশের গাড়িতে গরুচোরের হামলা, গরুসহ চোর আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও…

54 years ago