বিনোদন

শর্টফিল্ম ‘স্ট্রাগল’ নিয়ে অর্নব খান

আফজালুর ফেরদৌস রুমনঃ করোনা পরিস্থিতিতে বদলে যাচ্ছে বিনোদনের সংজ্ঞা। একথা মানতেই হবে যে, বিনোদন দুনিয়ার হালচাল বদলে যাচ্ছে রাতারাতি। করোনা মহামারিতে এই বদলে যাওয়ার রীতিতে লেগেছে নতুন এক হাওয়া। বেশিরভাগ মানুষই এখন ঘরবন্দী বা ঘরেই বেশিরভাগ সময় কাটাচ্ছেন।

মানসিক সুস্থতার জন্য টেলিভিশন এবং অনলাইন প্ল্যাটফর্ম তাদের কাছে বিনোদিত হবার মূল জায়গা। এবং এই সুযোগে ওটিটি প্ল্যাটফর্মগুলো যেন জেগে উঠেছে সজোরে। বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শকদের থেকেও সাড়াও মিলছে। ঘরে থাকা মানুষদের চোখ হাতে রাখা মুঠোফোন কিংবা ঘরের স্মার্ট টিভিতে বা বেডসাইড টেবিলে রাখা ল্যাপটপে।

ইচ্ছে হলেই যখন তখন সবাই ঢুঁ মেরে আসছেন ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজন, ডিজনি প্লাস, হইচই বা বায়োস্কোপ থেকে। আমাদের দেশের অবস্থাও এখন এরকম।

এই পরিস্থিতিতে কিছুদিন আগে লকডাউন তুলে নেয়া হলে সব নিয়ম-নীতি মেনে সচেতন থেকে অল্প হলেও শুরু হয়েছে শ্যুটিং। সামাজিক দুরত্বের ব্যাপারটি মাথায় রেখেই কিছু নাটক এবং শর্টফিল্মের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় পরিচালক এইচকেআর ( হৃদয় খান রাহিম) নির্মান করেছেন শর্টফিল্ম ‘স্ট্রাগল’। মিডিয়াতে একজন অভিনেতার নানা রকম স্ট্রাগল এবং সেই সময়টাতে তার নিজের এবং চারপাশের কিছু বিষয় নিয়েই এই শর্টফিল্মের গল্প। এতে স্ট্রাগলিং এক অভিনেতার চরিত্রে অভিনয় করেছেন অর্নব খান। এর আগে কিছু টিভিসি, চলচ্চিত্রেও দেখা মিলেছে এই সময়ের প্রতিভাবান এই অভিনেতার।

অভিনয়শিল্পী হিসেবে নিজের দক্ষতা এবং চরিত্রের সাথে মিশে যাওয়ার ডেডিকেশন থেকেই থিয়েটারেও যোগ দিয়েছিলেন তিনি। এখনো সেই চর্চাটা ধরে রেখেছেন। কারন থিয়েটার মানেই অন্যরকম একটা ভালোবাসা বলে জানান তিনি। তবে তার ভালোবাসার আরেকটি জায়গা হলো উপস্থাপনা। ইতিমধ্যে বেশ কয়েকটি ইভেন্টে সঞ্চালকের ভূমিকায় তার দক্ষতার প্রমান দিয়েছেন অর্নব।

‘স্ট্রাগল’ শর্টফিল্মে কাজ করার অনুভূতি জানতে চাইলে তিনি জানান, গল্পটাই আমাকে আর্কষন করেছে বেশি। তাই রাজি হয়ে যাই। আমরা সকল স্বাস্থ্যবিধি মেনে শ্যুটিংটা করেছি। বসুন্ধরা আবাসিক এলাকায় একটি শ্যুটিং হাউজে এবং কিছু অংশ আউটডোরে শ্যুট করা হয়েছে। তবে শ্যুটিং এর ২য় দিনেই বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যু আমাকে ব্যক্তিগত ভাবে বেশ বড়সড় একটি মানসিক ধাক্কা দিয়েছে।

পছন্দের অভিনেতার এভাবে চলে যাওয়াটা মেনে নেয়া কষ্টের। সেই ধারাবাহিকতায় আমার অভিনীত অংশটুকু আমি সুশান্ত সিং রাজপুতকে উৎসর্গ করতে চাই। হোক সেটা যেমনই তবে আমার তরফ থেকে প্রিয় অভিনেতাকে সম্মান জানানোর জন্য এই ছোট্ট একটা চেস্টা। এবং পরিচালক যথেষ্ট যত্ন নিয়ে কাজটি করেছেন, আমরা বাকিরাও নিজেদের সেরাটা দেবার চেস্টা করেছি। তাই ধারনা করছি ‘স্ট্রাগল’ শর্টফিল্মটি দর্শকদের ভালো লাগবে।

উল্লেখ্য ১১ মিনিট ১৭ সেকেন্ডের ‘স্ট্রাগল’ আগামী সপ্তাহে ‘এসএ৩৬০’ প্রোডাকশনের ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে রিলিজ দেয়া হবে।

KalerBangladesh

Recent Posts

ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের…

54 years ago

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে পাট বীজ বিতরণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র,…

54 years ago

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ "নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের…

54 years ago

বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন খাইরুল ইসলাম আল আমিন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম ক্যাটাগরীতে ২০২৩ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে প্রথম স্থান…

54 years ago

মুক্তাগাছায় আদালতের নির্দেশ ওপেক্ষা করে মারামারি

ময়মনসিংহ প্রতিনিধি:  আদালতের নির্দেশ ওপেক্ষা করে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রতিবেশীর কুড়ালের…

54 years ago

পুলিশের গাড়িতে গরুচোরের হামলা, গরুসহ চোর আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও…

54 years ago