বিনোদন

ক্যাসিনো সিনেমায় মুনিম

আফজালুর ফেরদৌস রুমনঃ মিডিয়াতে মডেলিং এবং স্ট্যাইলিংয়ের মাধ্যমে কাজ করে সুনাম অর্জন করার পর অভিনয় মাধ্যমেও আগেই নাম লিখিয়েছেন মুনিম এহসান। কিছু নাটক এবং ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় আসেন মুনিম। এরই ধারাবাহিকতায় এবার বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে তার।

সবকিছু ঠিক থাকলে এবছরেই সিনেমার রুপালী পর্দায় দেখা যাবে মুনিম এহসানকে। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এখন পুরোদস্তুর অভিনয়ে মনোযোগী হতে চান মুনিম। পাশাপাশি মডেলিংও চালিয়ে যেতে চান তিনি। মুনিম জানান, অভিনয়ের প্রতি এক ধরনের ভালোলাগা জন্ম নিলেও মডেলিং বা স্ট্যাইলিং টা আমার প্যাশন তাই এই ক্ষেত্রে কাজ করবো নিয়মিতভাবে।

এনটিভির ধারাবাহিক নাটক ‘মায়া’য় প্রধান নেগেটিভ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তারপর মাঝে অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন। বিরতির পরে অভিনয়ের প্ল্যাটফর্মে ফিরছেন তিনি বেশ জোরালোভাবেই। বিশ্ব সংস্কৃতির অন্যতম বড় মাধ্যম এখন অনলাইন ওয়েব সিরিজ। হলিউড, বলিউডে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে বিনোদনের নতুন এই মাধ্যম। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও এর আচ এসে পড়েছে বেশ ভালোভাবেই। দেশের নামীদামী অভিনেতা-অভিনেত্রী বা পরিচালকদের নাম বেশ জোরেসোরেই এখন উচ্চারিত হচ্ছে এই মাধ্যমে।

করোনা পরিস্থিতিতে এমন ওয়েব সিরিজ একটা শ্রেনীর কাছে জনপ্রিয়তার সবচেয়ে বড় মাধ্যম হিসেবে আলোচিত হয়েছে। এই নতুন ট্রেন্ড সম্পর্কে মুনিম বলেন, ‘এটা যুগের চাহিদা। এখন সবার হাতেই স্মার্টফোন আর ইন্টারনেটের কল্যাণে সারা দুনিয়া হাতের মুঠোয়। আর টেলিভিশনে নাটক দেখতে বসলে বিজ্ঞাপনের যন্ত্রণা তো আছেই তাই সবাই অনলাইন প্ল্যাটফর্মে ঝুঁকছে। আর সিরিজ গুলোর ভিন্নধর্মী কন্টেন্ট নিয়ে সহজেই সাধারণ দর্শকদের কাছে পৌছানো যায়। তাই এই ক্ষেত্রে এখন অনেক কাজ হচ্ছে। উল্লেখ্য ‘ওয়েডিং বেলস’ নামক একটি সিরিজে তার অভিনয় বেশ আলোচিত হয়েছিলো। কি ধরনের চরিত্রে কাজ করতে চান তা জানতে চাইলে মুনিম বলেন ‘আমার মনে হয় আমাকে রোমান্টিক চরিত্রে বেশি মানাবে। তবে অভিনেতা হিসেবে সব ধরনের চরিত্রেই কাজ করার ইচ্ছা আছে।

এই সময়ের অন্যতম দক্ষ এবং জনপ্রিয় পরিচালক সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ নামক সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখতে যাচ্ছেন মুনিম। প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করার সুযোগ এবং অভিজ্ঞতা নিয়ে জানতে চাইলে তিনি বলেন- ছুটিতে থাইল্যান্ডে অবস্থান করার সময় পরিচালক নিজেই তাকে কল করে ‘ক্যাসিনো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য অফার দেন। অফার পেয়ে দেরী না করে সাথে সাথেই সম্মতি জানিয়েছিলেন তিনি।

বানিজ্যিক ধারার সিনেমার মধ্য দিয়েই সিনেমায় অভিনয় করার ইচ্ছা ছিলো তার। গল্প এবং তার চরিত্র জানার পরে আরো বেশি ইন্টারেস্ট গ্রো করে তাই সুযোগ পাবার পরে রাজী হয়ে যান। সিনেমায় অভিনয় করা বেশ কষ্টকর তা শ্যুটিং করার সময়ই টের পেয়ে যান মুনিম। সহ অভিনেতা নিরব হোসেন তাকে এক্ষেত্রে অনেক সাপোর্ট দিয়েছেন বলে জানিয়েছেন মুনিম। সিনেমার নায়িকা বুবলী এবং আরেকজন অভিনেতা তাসকিন রহমান সহ পুরো টিমই তাকে প্রচুর সহযোগিতা করেছেন এজন্য তিনি কৃতজ্ঞ। বিশেষ করে পরিচালক সৈকত নাসিরের প্রতিও কৃতজ্ঞতা জানান মুনিম।

নিজের অভিনয় দক্ষতা নিয়ে অকপটেই মুনিম বলেন- আমি এখনো অভিনয় শিখছি। প্রতিনিয়ত নিজেকে অভিনয় শিল্পী হিসেবে যোগ্য করে তুলতে চেস্টা করে যাচ্ছি। করোনার কারনে এতোদিন বাসায় থাকার কারনে আয়নার সামনে দাড়িয়েও প্রাকটিস করেছি। প্রচুর নামকরা দেশ বিদেশের সিনেমা দেখেছি। অনেক কিছু শিখে ফেলেছি তা বলবো না, তবে আগের থেকে ইম্প্রুভ করেছি সেটা দাবী করতেই পারি।

তবে মনে একটা কষ্ট আছে সেটা হলো আমার বাবা-মা আমার চলচ্চিত্রে অভিনয়ের যে স্বপ্ন ছিলো সেটা জানতো তবে সেটা সত্যি হয়েছে কিন্তু তারা সাথে নাই। এটা নিয়ে কিছুটা খারাপ লাগা থাকলেও নিয়তি হিসেবে মেনে নিয়েছে মুনিম। ক্যাসিনো একটি অসাধারণ সিনেমা হয়েছে উল্লেখ করে মুনিম বলেন- দর্শকেরা হতাশ হবেনা একথা বলা যায় নিঃসন্দেহে। ক্যাসিনো’র গল্প, মেকিং সবমিলিয়ে একটি সময়োপযোগী সিনেমা হতে যাচ্ছে। তাই অনেক বেশি আশাবাদী আমি সিনেমাটি নিয়ে।

প্রাণ পিনাট বার, আরএফএল টুল, সেভেন আপ, এয়ারটেল সহ বেশ কিছু দেশসেরা পণ্যের বিজ্ঞাপনে দেখা গেছে মুনিমকে। এছাড়া ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করার দরুন তার স্ট্যাইলিং এর মাঝেও খুঁজে পাওয়া যায় ভিন্নতা। একজন মডেল বা স্ট্যাইলিং মেন্টর হিসেবে নিজের দক্ষতা এবং পরিশ্রম দিয়ে নিজেকে প্রমাণ করার পর এবার অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করার এই প্রয়াস সফল হোক এমনটাই কামনা রইলো মুনিম এহসানের জন্য। তার ডেডিকেশন এবং কাজের প্রতি তার ভালোবাসা তাকে নিয়ে যাক সফলতার শিখরে৷

KalerBangladesh

Recent Posts

ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের…

54 years ago

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে পাট বীজ বিতরণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র,…

54 years ago

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ "নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের…

54 years ago

বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন খাইরুল ইসলাম আল আমিন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম ক্যাটাগরীতে ২০২৩ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে প্রথম স্থান…

54 years ago

মুক্তাগাছায় আদালতের নির্দেশ ওপেক্ষা করে মারামারি

ময়মনসিংহ প্রতিনিধি:  আদালতের নির্দেশ ওপেক্ষা করে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রতিবেশীর কুড়ালের…

54 years ago

পুলিশের গাড়িতে গরুচোরের হামলা, গরুসহ চোর আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও…

54 years ago