আজকের আলোচিত খবর

লক্ষ্মীপুরে পুলিশ-সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে তালা ভেঙে রুবেল নামে এক নির্মাণ শ্রমিকের মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে পোদ্দার বাজার পুলিশ ক্যাম্পের দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে।

মোটরসাইকেল উদ্ধারের জন্য ওই ভুক্তভোগী পুলিশ ক্যাম্পে গেলে পুলিশ প্রথমে তার কাছে ২০ হাজার টাকা দাবী করে। পরে টাকা দিতে ব্যর্থ হওয়ায় মোটরসাইকেল নেয়ার বিষয়টি অস্বীকার করে উল্টো ওই নির্মাণ শ্রমিককে এখন প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ভাবে হয়রাণির অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে।

শনিবার (২৫জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বরপাড়া তালীমুল কোরআন মডেল মাদ্রাসা প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে পুলিশের বিরুদ্ধে এসব অভিযোগ করেন ভুক্তভোগী নির্মাণ শ্রমিক রুবেল ও স্থানীয় ইউপি সদস্য হারুনুর রশিদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুবেল জানান, গত ২৪ জুন রাত ৮টার দিকে তার ছোট ভাই সোহেল তার ব্যবহৃত মোটরসাইকেল (টিভিএস) নিয়ে উত্তর বশিকপুর এলাকায় অসুস্থ খালাকে দেখতে যায়। এসময় মোটরসাইকেলটি বাড়ির পাশের দোকানের সামনে তালাবদ্ধ করে রেখে যায় সোহেল। কিছুক্ষণ পর পোদ্দার বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ও এএসআই মোনায়েম হোসেন ঘটনাস্থল থেকে স্থানীয়দের উপস্থিতিতেই তালা ভেঙে মোটরসাইকেলটি নিয়ে যায়।

খবর পেয়ে রুবেল পরের দিন নিজের মোটরসাইকেলটি আনতে দত্তপাড়া ইউপি সদস্য হারুনুর রশিদকে নিয়ে ওই পুলিশ ক্যাম্পে যায়। ক্যাম্প ইনচার্জ মোয়াজ্জেম হোসেন মোটরসাইকেল ফেরৎ দিতে ২০ হাজার টাকা দাবী করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে রুবেলকে মোটরসাইকেল ফেরত না দিয়ে ক্যাম্প থেকে বের করে দেয়।

পরে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিনের কাছে লিখিত অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে এসআই মোয়াজ্জেম নির্মাণ শ্রমিক রুবেলকে প্রাণনাশের হুমকি দেয় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে আরো জানান, ঘটনার পর থেকে পোদ্দার বাজার পুলিশ ক্যাম্পের ওই দুই সদস্য তাকে বিভিন্ন মামলায় জড়ানোসহ প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। এ অবস্থায় পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সুবিচারের দাবী জানান তিনি।

এদিকে সংবাদ সম্মেলন শেষে পরে একই দাবীতে মানববন্ধনও করেন স্থানীয়রা। এতে জেলায় কর্মকরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

KalerBangladesh

Recent Posts

ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের…

54 years ago

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে পাট বীজ বিতরণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র,…

54 years ago

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ "নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের…

54 years ago

বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন খাইরুল ইসলাম আল আমিন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম ক্যাটাগরীতে ২০২৩ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে প্রথম স্থান…

54 years ago

মুক্তাগাছায় আদালতের নির্দেশ ওপেক্ষা করে মারামারি

ময়মনসিংহ প্রতিনিধি:  আদালতের নির্দেশ ওপেক্ষা করে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রতিবেশীর কুড়ালের…

54 years ago

পুলিশের গাড়িতে গরুচোরের হামলা, গরুসহ চোর আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও…

54 years ago