|

রংপুরে সাংবাদিক বাঁধনের উপর সন্ত্রাসী হামলা: ২৪ ঘন্টার আল্টিমেটাম

প্রকাশিতঃ ১০:১৮ অপরাহ্ন | অগাস্ট ০৯, ২০২০

রংপুরে সাংবাদিক বাঁধনের উপর সন্ত্রাসী হামলা

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুরঃ রংপুর রিপোর্টাস ক্লাবের সদস্য, বাংলা টিভির রংপুর প্রতিনিধি রাফাত হোসেন বাঁধন, তার পিতা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেনের ওপর সন্ত্রাসী হামলা, দোকান ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদ এবং জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার এবং সাংবাদিকদের নিরাপত্বা নিশ্চিতের দাবিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে স্মারকলিপি দিয়েছে রংপুরের সাংবাদিক সমাজ।

রবিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা: আব্দুল আলীম মাহমুদকে স্বারকলিপি দেয়া হয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন, জয়যাত্রা টিভির বিশেষ প্রতিনিধি ও রংপুর রিপোর্টার্স ক্লাবের সাবেক সহ-সভাপতি চঞ্চল মাহমুদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রংপুর জেলা কমিটির সভাপতি, মোহনা টিভির রংপুর বিভাগীয় প্রতিনিধি শফিউল করিম শফিক, সাধারণ সম্পাদক ও নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান রেজাউল করিম মানিক, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার সরকার মাজহারুল মান্নান, রিপোটার্স ক্লাবের সাবেক সহ-সভাপতি কামরুল ইসলাম চুন্নু, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, দৈনিক লাখোকন্ঠের রংপুর ব্যুরো প্রধান শীতুজ্জামান শীতু, দৈনিক সাইফ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও রংপুর মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবি হায়াত মাহমুদ মানিক, রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মিলন আল মামুন, জাতীয় সাংবাদিক সোসাইটি রংপুর জেলা কমিটির কোষাধ্যক্ষ নুর হাসান চান, তাজহাট থানা প্রেসক্লাবের সদস্য সচিব হারুন উর রশিদ সোহেল, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের কোষাধ্যক্ষ ইমরোজ হোসেন ইমু, দপ্তর সম্পাদক মেজবাহুল হিমেল, রংপুর টাইমর্সের সম্পাদক রবিউল হাসান, এনপি নিউজের সম্পাদক আল আমিন সুমন, প্রথম খবরের সিটি রিপোর্টার জাহিদ হোসেন, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের সহ-সভাপতি সাদ্দাম হোসেন ডেমি, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, দপ্তর সম্পাদক একেএম সুমন, রংপুরের খবরের প্রতিনিধি জাহিদ হাসান, দৈনিক পরিবেশের ফটো সাংবাদিক রাশেদ হোসেন রাব্বী, রংপুর সংবাদ ও মায়াবাজারের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনসহ রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

স্বারকলিপিতে বলা হয়, শনিবার রাত পৌনে ৮ টার দিকে রংপুর মহানগরীর পীরজাবাদ জুগিপাড়া ৩ নং চেক পোস্ট এলাকায় অবস্থিত নিজ ব্যবসা প্রতিষ্ঠান বাঁধন ট্রেডার্সের বাকিতে ক্রয়কৃত মালামালের পাওনা টাকা চাওয়ায় বাংলা টিভির রংপুর প্রতিনিধি, রিপোর্টার্স ক্লাবের সদস্য রাফাত হোসেন বাঁধন এবং তার পিতা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেনের ওপর বর্বোরোচিত সন্ত্রাসী হামলা হয়। এসময় বাঁধন ট্রেডার্সে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়।

স্থানীয় ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলে এলাহী ফুলু, তার পুত্র শাওন ও সজলসহ প্রায় ৩০/৩৫ জন সশস্ত্র সন্ত্রাসী তাদের ওপর হামলা করে চাপাতি দিয়ে কুপিয়ে তাদেরকে গুরুতর জখম করে। হামলার পর যথাসময়ে তাদের হাসপাতালেও আনতে দেয়নি কাউন্সিলর ও তার সন্ত্রাসী বাহিনী।

অনেক সময় পর তাদেরকে পুলিশের সহায়তায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা যখন হাসাপাতলে চিকিৎসাধীন তখন ওই সন্ত্রাসীরা দোকানে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় বাঁধন ট্রেডার্সের নগদ ২ লাখ টাকা, গ্যাস সিল্ডিন্ডার, ভাইবার মেশিসনহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ওই সন্ত্রাসীরা।

শুধু তাই নয়, আবারও পাওনা টাকা চাইলে সন্ত্রাসীরা বাঁধনকে স্বপরিবারে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। তারা বলেন, একজন জনপ্রতিনিধি একটি ব্যবসা প্রতিষ্ঠানে লাখ লাখ টাকার মালামাল বাকিতে ক্রয় করবেন। সেই পাওনা টাকা চাইতে গেলে সাংবাদিক এবং সাংবাদিকের পিতার ওপর সশস্ত্র হামলা করবেন, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করবেন, অগ্নিসংযোগ করবেন, লুটপাট করবেন এটা কোনভাবেই বরদাশত যোগ্য নয়। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। নইলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারিও দেয়া হয়েছে।

দেখা হয়েছে: 230
ফেইসবুকে আমরা

সর্বাধিক পঠিত
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
মোবাইলঃ ০১৭৩৩-০২৮৯০০
প্রকাশকঃ উবায়দুল্লাহ রুমি
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১২-৬৭৮৫৫৮
ই-মেইলঃ [email protected]
অস্থায়ী কার্যালয়ঃ ১নং সি. কে ঘোষ রোড, ৩য় তলা, ময়মনসিংহ।
(৭১ টিভির আঞ্চলিক কার্যালয়)।

The use of this website without permission is illegal. The authorities are not responsible if any news published in this newspaper is defamatory of any person or organization. Author of all the writings and liabilities of the author