|

ভূমি জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশিতঃ ৮:১৯ অপরাহ্ন | সেপ্টেম্বর ০৫, ২০২০

শতকোটি টাকার ভূমি জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন

ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকায় ভূয়া ভোটার আইডি ব্যবহার করে শতকোটি টাকার ভূমি জালিয়াতি ও আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কয়েকটি অসহায় ভূক্তভোগী পরিবার। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে একঘন্টা ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়েছে।

এ সময় ক্ষতিগ্রস্ত ও ভূক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার বাসিল গ্রামের মো. আব্দুল বারেকের ছেলে ইলিয়াস আহাম্মেদ। তিনি লিখিত বক্তব্যে বলেন, ভূয়া ভোটার আইডি ও ভূয়া কাগজপত্র ব্যবহার করে বাশিল মৌজার সাবেক ৩৪০, ৩৩৯, ৭৪ ও ৬০ দাগে এবং বিআরএস ৩৫৮৭, ৩৫৮৮, ৩৪৬৫, ৩৪৬৮, ৪১২, ৪৭৫ ও ৪৮১ নম্বর দাগে আমার শারীরিক প্রতিবন্ধী বাবা, চাচা ও ফুফুদের সাড়ে ৪ একর জমি কৌশলে নিজ নামে লিখিয়ে নেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপি‘র যুগ্ম আহবায়ক মো. ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু।

পরে ওই জমি উপজেলা ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তার সাথে মোটা অংকের টাকার বিনিময়ে নিজ নামে নামজারি ও জমাখারিজ (নং-২১৫, ২৪০, ২০৬২) করে নেয়। নামজারিকৃত সেই জমি মর্গেজ দিয়ে শতকোটি টাকা ব্যাংক লোন করেন ওই বিএনপি নেতা ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু।

পরে তিনি ভালুকা সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখকের সহযোগীতায় সাব রেজিস্টার জাহাঙ্গীর আলমকে ম্যানেজ করে ভূয়া ভোটার আইডি ব্যবহার করে ১১৫৯ ও ৬৫২৯ নম্বর দলিলের আমমোক্তা দলিল করান সালমা আক্তারের নামে। পরে ২৪২১, ২৪২২ ও ৬৬৫৯ দলিল মূলে সালমা আক্তারের কাছ থেকে ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু নিজ নামে লিখে নেন। যার মাঝে সরকারী রাস্তা, সরকারী প্রাথমিক বিদ্যালয় ও জামে মসজিদের জমিও রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভূক্তভোগী সহিদ সেখ, আব্দুল বারেক, আব্দুর রাজ্জাক, লেবু সেখ, এমদাত সেখ, শিখা আক্তার, বাসির সেখ, আশ্রাব উদ্দিন, আজিজুল, রেজত আলী, মুঞ্জুরুল ইসলাম, আবুল কালম, মোহাম্মদ আলী ও নুরুল ইসলাম প্রমূখ

দেখা হয়েছে: 220
ফেইসবুকে আমরা

সর্বাধিক পঠিত
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
মোবাইলঃ ০১৭৩৩-০২৮৯০০
প্রকাশকঃ উবায়দুল্লাহ রুমি
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১২-৬৭৮৫৫৮
ই-মেইলঃ [email protected]
অস্থায়ী কার্যালয়ঃ ১নং সি. কে ঘোষ রোড, ৩য় তলা, ময়মনসিংহ।
(৭১ টিভির আঞ্চলিক কার্যালয়)।

The use of this website without permission is illegal. The authorities are not responsible if any news published in this newspaper is defamatory of any person or organization. Author of all the writings and liabilities of the author