দেশজুড়ে

তানোরে প্রয়াত এমরান আলী মোল্লার স্বরনে শোক সভা দোয়া মাহফিল

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর তানোরের পোড়া মাটির সন্তান সর্ব সাধারনের জনপ্রিয় নেতা বিএনপির সাবেক সভাপতি দুইবারের পৌর মেয়র ও উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান জননেতা প্রয়াত এমরান আলী মোল্লার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার বিকেলের দিকে গোল্লাপাড়া বাজার¯ বরেদ্র ভবন সংলগ্ন উপজেলা ও পৌর বিএনপির আয়াজনে শোক সভা দোয়া মাহফিল ও কবর জিয়ারত করা হয়। প্রয়াত এমরান মোল্লার স্মৃতি চারন করে স্বাগত বক্তব্য রাখেন তাঁর অন্যতম সহপাঠী আয়োজিত সবার সভাপতি উপজেলা বিএনপির আহবায়ক তালন্দ ইউপির সাবেক চেয়ারম্যান আখেরজ্জামান হান্নান।

এতে প্রধান অথিতির বক্তব্য রাখেন প্রয়াত নেতার ভাগনা তানার পৌর মেয়র সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান। তিনি তরুণদের উদ্দেশ্য বলেন আমার মামা প্রয়াত এমরান আলী মোল্লা আমার রাজনৈতিক অভিভাবক ছিলেন। তার মত নেতা তানোর বাসী আর কখনোই পাবেনা। তিনি বিএনপির নিবেদিত প্রান ছিলেন।

তিনি শুধু বিএনপির না আপামর জনতার নেতা ছিলেন। এজন্যই তাকে স্থানীয় নির্বাচনে পরাজয় বরন করতে হয়নি। প্রথম ১৯৯৯ সালে তানোর পৌরসভার প্রথম ভোটেই বাজীমাত করে জয়লাভ করনে, ২০০৪ সাল পুনরায় মেয়র নির্বাচিত হন। ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করে পুনরায় দ্বিতীয় বারের মত নির্বাচিত হয়। চেয়ারম্যান থাকা কালীন নানা রোগে আক্রান্ত হয়ে ২০১৮ সালের এই দিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দেন। মামা বিএনপির চেয়ারম্যান হলেও তাঁর বাড়ি অফিস সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল।

নেতাকর্মীদের জন্য জীবন বাজী রেখে কাজ করেছেন। যেমন ভালোবাসা দিয়েছিলেন জনতাকে । জনতাও কোণ কার্পণ্য করেননি তাকে ভালোবাসা দিতে। উপজেলা যুবদলের সাধারন সম্পাদক শরিফ মুন্সী ও তানোর পৌর সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মাহবুর রহমানের পরিচালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন প্রয়াত নেতার ছোট ভাই পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, প্রয়াত নেতার মেজা ছেলে আব্দুল্লাহ আল মামুন, সাবেক পৌর সভাপতি আব্দুস সালাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক শরিয়তুল্লাহ, সিনিয়র নেতা আজাহার আলী মাস্টার, পাঁচদর ইউপি বিএনপির সভাপতি প্রভাষক মজিবুর রহমান, কামারগাঁ ইউপি বিএনপির সভাপতি প্রভাষক জাহিদ হাসন প্রমুখ। এসময় উপজেলা কৃষক দলের সভাপতি তোফাজ্জুল হোসেন তোফা, সাবেক ছাত্রদলের সাধারন সম্পাদক মাইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিন্নাহ ও বিএনপি, যুবদলেসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন শ্রণীপেশার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভা শেষে প্রয়াত নেতাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুণ্ডুমালা পৌর বিএনপির আহবায়ক বর্ষীয়ান নেতা মাওলানা আবুল কাশেম। মাগরিবের নামাজ পর এমরান মাল্লার কবর জিয়ারত করা হয়।

KalerBangladesh

Recent Posts

ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের…

54 years ago

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে পাট বীজ বিতরণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র,…

54 years ago

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ "নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের…

54 years ago

বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন খাইরুল ইসলাম আল আমিন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম ক্যাটাগরীতে ২০২৩ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে প্রথম স্থান…

54 years ago

মুক্তাগাছায় আদালতের নির্দেশ ওপেক্ষা করে মারামারি

ময়মনসিংহ প্রতিনিধি:  আদালতের নির্দেশ ওপেক্ষা করে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রতিবেশীর কুড়ালের…

54 years ago

পুলিশের গাড়িতে গরুচোরের হামলা, গরুসহ চোর আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও…

54 years ago