|

২০২২ সালে কক্সবাজারে চলবে রেল: রেলমন্ত্রী

প্রকাশিতঃ ৯:২১ অপরাহ্ন | সেপ্টেম্বর ১১, ২০২০

২০২২ সালে কক্সবাজারে চলবে রেল: রেলমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধিঃ সিডিউল মতো কাজ অগ্রসর হলে ২০২২ সালেই ঢাকা-কক্সবাজার রেল চলাচল শুরু হবে এবং সেই লক্ষ্যে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন।

তিনি বলেছেন, কক্সবাজার-দোহাজারী রেলপথ নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। যেসব অংশে জটিলতা রয়েছে তাও সহসা শেষ করে ক্ষতিপূরণ হস্তান্তর সম্পন্ন করা হবে। এ জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে। এরপর পুরোদমে কাজ চালিয়ে আগামী ২০২২ সালের জুন মাসেই সম্পন্ন হবে দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ কাজ। শিডিউল মতো কাজ অগ্রসর হলে ২০২২ সালেই ঢাকা-কক্সবাজার রেল চলাচল শুরু হবে এবং সেই লক্ষ্যে কাজ করছে সরকার।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে হিলটপ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত দোহাজারী-কক্সবাজার ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: আশরাফুল আফসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রেলপথ মন্ত্রী আরও বলেন, দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ শেষ হলে পাল্টে যাবে কক্সবাজারের চিত্র। যোগাযোগ ব্যবস্থায় আসবে পরিবর্তন। অর্থনৈতিক ক্ষেত্রেও বিপ্লব ঘটবে। পর্যটক বৃদ্ধির পাশাপাশি যাতায়াত সুবিধা ভোগ করতে পারবে সাধারণ মানুষও।

সভায় দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের পরিচালক মো: মফিজুর রহমান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শামীম হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন। এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রকল্প ও ভূমি অধিগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রেলপথ মন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন ২ দিনের সফরে শুক্রবার (১১ সেপ্টেম্বর) কক্সবাজার আসেন। বেসরকারি একটি বিমানযোগে বেলা ১১টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। বিকেলে ‌’দোহাজারী-কক্সবাজার ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্প’ এর ভূমি অধিগ্রহণ সংক্রান্ত মতবিনিময় সভা করেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ‘রেললাইন নির্মাণ প্রকল্প’ কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করে বিকেলে সড়কপথে চট্টগ্রাম সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে মন্ত্রীর।

দেখা হয়েছে: 198
ফেইসবুকে আমরা

সর্বাধিক পঠিত
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
মোবাইলঃ ০১৭৩৩-০২৮৯০০
প্রকাশকঃ উবায়দুল্লাহ রুমি
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১২-৬৭৮৫৫৮
ই-মেইলঃ [email protected]
অস্থায়ী কার্যালয়ঃ ১নং সি. কে ঘোষ রোড, ৩য় তলা, ময়মনসিংহ।
(৭১ টিভির আঞ্চলিক কার্যালয়)।

The use of this website without permission is illegal. The authorities are not responsible if any news published in this newspaper is defamatory of any person or organization. Author of all the writings and liabilities of the author