ময়মনসিংহ

শুভ্র হত্যাকান্ডে গৌরীপুর পৌর মেয়র, ইউপি চেয়ারম্যানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা, অজ্ঞাত আরো ৮

গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা মাসুদুর রহমান শুভ্র (৩২) হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গৌরীপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম (৫৫), বিএনপির যুগ্ম আহবায়ক ১নং মইলাকান্দা ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ (৩৮) সহ স্থানীয় ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার রাত ১০ টার দিকে নিহত শুভ্র’র ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে গৌরীপুর থানায় এ হত্যা মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত আরও ৮ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিন জানান, সন্দেহভাজন হিসেবে আটক মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ এবং তার ৩ সহযোগী পশ্চিম কাউরাট গ্রামের জাহাঙ্গীর আলম (৩২), রাসেল (৩২) ও মজিবুর (৩০) কে এ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলখানায় প্রেরণ করা হয়েছে।

এ মামলার অন্য আসামিরা হলেন রিয়াদের ছোট ভাই কার্জন (৩২), পৌর মেয়রের ছোট ভাই সৈয়দ তৌফিকুল ইসলাম (৪৮) ও মাজাহারুল ইসলাম জুয়েল (৩৮), গৌরীপুর পৌরসভার উত্তর বাজার এলাকার সাকিব আহম্মেদ রেজা (৩৩), পশ্চিম ভালুকার রিফাত (৩২), উপজেলার লামাপাড়া গ্রামের মোজাম্মেল (৩০), নন্দুরা গ্রামের সুমন (৩০), পশ্চিম কাউরাট গ্রামের চৌকিদার খাইরুল (৩০) ও হানিফ (৩০)।

ওসি বোরহান উদ্দিন আরও জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াদুজ্জামান রিয়াদ শুভ্র হত্যাকান্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

উল্লেখ্য, শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর গৌরীপুর পৌর শহরে পানমহাল এলাকায় শুভ্রকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিবার ভোরে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক (একাংশ) ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ ও তার তিন সহযোগী ১নং মইলাকান্দা ইউনিয়নের পশ্চিম কাউরাট গ্রামের চান মিয়ার ছেলে রাসেল মিয়া (৩২), ইউনুছ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩২) ও আব্দুল খালেকের ছেলে মজিবুর রহমান (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজাহারে প্রকাশ, মাসুদুর রহমান শুভ্র আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এলক্ষ্যে এলাকায় উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহন ও সমাজসেবার মাধ্যমে শুভ্র অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠেছিলেন। এ জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিপক্ষ সৈয়দ রফিকুল ইসলামের হুকুমে পরিকল্পিতভাবে শুভ্রকে হত্যা করে বিএনপির ক্যাডার রিয়াদুজ্জামান রিয়াদ গংরা।

এদিকে শুভ্র হত্যাকান্ডের পরদিন রবিবার প্রতিবাদে উত্তাল হয়ে উঠে গৌরীপুর। প্রধান অভিযুক্ত বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান রিয়াদের বাসভবন ও কাউরাট গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর শেষে অগ্নিসংযোগ করে ভিক্ষুব্ধরা।
এছাড়া অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয় পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের বাসভবন, স’মিল ও ব্যবসা প্রতিষ্ঠানে। আগুনে পুড়িয়ে দেয়া হয় মেয়রের ব্যক্তিগত পাজারো গাড়ি ও ৩টি মোটরসাইকেল। অপরদিকে বালুয়াপাড়া এলাকায় রিয়াদের শশুড় মৃত নুরুল ইসলামের বাসায় অগ্নিসংযোগ ও ভাংচুর করে বিক্ষুব্ধরা।

ARIF

Recent Posts

ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের…

54 years ago

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে পাট বীজ বিতরণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র,…

54 years ago

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ "নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের…

54 years ago

বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন খাইরুল ইসলাম আল আমিন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম ক্যাটাগরীতে ২০২৩ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে প্রথম স্থান…

54 years ago

মুক্তাগাছায় আদালতের নির্দেশ ওপেক্ষা করে মারামারি

ময়মনসিংহ প্রতিনিধি:  আদালতের নির্দেশ ওপেক্ষা করে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রতিবেশীর কুড়ালের…

54 years ago

পুলিশের গাড়িতে গরুচোরের হামলা, গরুসহ চোর আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও…

54 years ago