|

ঢাকার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে র‍্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ্ আল মামুন

প্রকাশিতঃ ৩:২৬ অপরাহ্ন | অক্টোবর ২৫, ২০২০

ঢাকার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে র‍্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ কামাল, ময়মনসিংহ থেকেঃ সনাতনধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজা। এই উৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর অন্য ইউনিটের তুলনায় র‍্যাব একটু ভিন্ন এবং গোয়েন্দা নজরদারী আর কৌশল প্রয়োগ করা হয়েছে অন্য বছরের হিসেবে অনেকাংশে বেশি।

এই র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বাহিনীটির বর্তমান মহাপরিচালক ডিজি সৎ মানুষের প্রতিকৃতি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন তার যোগদানের পর থেকেই র‍্যাবে  আমূল পরির্বতন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে পুরোদমে কাজ করছে। যার ফল ভোগ করছে দেশবাসী।

শনিবার ঢাকার রমনা উত্তরা, মতিঝিল, গুলশান, বারিধারাসহ ঢাকার বেশ কিছু স্থানে তিনি পূজো মন্ডপ পরির্দশন করেন এবং ঢাকার রমনা কালী মন্দিরে ধর্মীয় আলোচনা ও ভক্তিমূলক সংগীতানুষ্ঠানে যোগদান করেন।

ঢাকার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে র‍্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ্ আল মামুন

সংগীতানুষ্ঠানে অতিথি হিসেবে যোগদেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ মামুন-অর-রশিদ রবিবার ঢাকার বিভিন্ন স্থানে পূজো মন্ডপ পরিদর্শন করেন এবং পূজো মন্ডপ এলাকার আইনশৃঙ্খলা অটুট রাখার জন্য র‍্যাবের সদস্যদের যার যার দায়িত্বরত এলাকার প্রত্যেকটি স্থানে সর্তক অবস্থানে থাকার জন্য নির্দেশনা প্রদান করেন ।

র‍্যাব ডিজির সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ঢাকার বাহিরেও প্রত্যেকটি কোম্পানীর অধিনায়কদের একই নির্দেশনা দিয়েছি। যাতে কোন অঞ্চলেই কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। তিনি আরও জানান, মাদক-সন্ত্রাস-জঙ্গীবাদ, মানবপাচারকারী, প্রতারক ও ভেজাল খাদ্য সামগ্রীর বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং চলবে এই অভিযানে দেশবাসী আমাদের সাধুবাদ জানিয়ে ব্যাপকভাবে উৎসাহিত করেছেন।

ঢাকার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে র‍্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ্ আল মামুন

এদিকে, র‍্যাব ডিজি’র নির্দেশনামতে র‍্যাব-১৪’র অধিনায়ক লেঃ কর্নেল ইফতেখার উদ্দিন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে অত্র র্যািব-১৪’ আওতাধীন সমস্ত এলাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে করেছেন সাংবাদিক সম্মেলন। প্রতিদিনই টহল দিচ্ছেন র‍্যাব-১৪’র আলাদা আলাদা ইউনিট।

এছাড়াও বিভিন্ন পূজো মন্ডপে নারী-পুরুষ র‍্যাব সদস্যরা ছদ্মবেশে দায়িত্ব পালন করছে। অপরদিকে, দূর্গা বির্শজনের (দশমীতে) প্রতিটি ঘাটে র‍্যাবের সদস্যরা নিরাপত্তার চাদরে ঢেকে রাখবেন বলে জানান র‍্যাব-১৪’র অধিনায়ক লেঃ কর্নেল ইফতেখার উদ্দিন।

দেখা হয়েছে: 618
ফেইসবুকে আমরা

সর্বাধিক পঠিত
এ সম্পর্কিত আরও পড়ুন
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
মোবাইলঃ ০১৭৩৩-০২৮৯০০
প্রকাশকঃ উবায়দুল্লাহ রুমি
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১২-৬৭৮৫৫৮
ই-মেইলঃ [email protected]
অস্থায়ী কার্যালয়ঃ ১নং সি. কে ঘোষ রোড, ৩য় তলা, ময়মনসিংহ।
(৭১ টিভির আঞ্চলিক কার্যালয়)।

The use of this website without permission is illegal. The authorities are not responsible if any news published in this newspaper is defamatory of any person or organization. Author of all the writings and liabilities of the author