|

গিনেস বুকে বাংলাদেশের ফয়সাল-আলিফ দম্পতি

প্রকাশিতঃ ৭:২৮ অপরাহ্ন | নভেম্বর ১২, ২০২০

গিনেস বুকে বাংলাদেশের ফয়সাল-আলিফ দম্পতি

অনলাইন ডেস্ক: রকিং থাউজেন্ড; বিশ্বের সবচেয়ে বড় ব্যান্ড পারফরম্যান্স। এ বছর দুবাইয়ে আড়াই হাজার সংগীতশিল্পী নিয়ে এটি অনুষ্ঠিত হয়েছে। আর এতে অংশ নিয়ে গিনেস রেকর্ড বুকে স্থান করে নিয়েছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী আলিফ আলাউদ্দীন ও লিড গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ।

গত ৩০ অক্টোবর গ্লোবাল ভিলেজের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। বিশ্বের ৭৯ দেশের মধ্যে লাল-সবুজের প্রতিনিধিত্ব করেন তারা। এর আগে ২০১৫ সালে ইতালিতে এই আসরটি হয়েছিল। সেবার ১০০০ শিল্পী অংশ নেন। আর এবার এতে ছিলেন আড়াই হাজার পারফর্মার। যার ফলে পুরো আয়োজনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নেয়। গ্লোবাল ভিলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজনটি হয়েছে।

আলিফ ও ফয়সাল ইতোমধ্যে অনলাইনে তাদের সার্টিফিকেট পেয়েছেন।

আর্টসেল ব্যান্ডের গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ বলেন, ‘এ বছর ওরা (গ্লোবাল ভিলেজ) বড় আকারে আয়োজন করেছে। যখন তারা মেসেজটি পাঠালো, তখন আলিফও আমার সঙ্গে জয়েন করে। তারা আমাদের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে ভিডিও পাঠাতে বলে। এবার ৯৬০ জন গিটারিস্ট ও সাড়ে ৬শ’ কণ্ঠশিল্পী অংশ নিয়েছেন।’

আলিফ আলাউদ্দীন বলেন, ‘সমবেত সংগীতে খুবই গুরুত্বপূর্ণ দিক হলো, সবার কণ্ঠ ও সংগীত একসঙ্গে মিলতে হবে। এর প্রতিটি নোট স্ক্যান করা হয়। আমরা দেড় মাস চারটি গান টানা অনুশীলন করে গেছি। তারপর অনলাইনে ভিডিওটি পাঠাই। পুরো আয়োজনটিই হয়েছে অনলাইনে। ৭৯টি দেশের সঙ্গে বাংলাদেশের নাম দেখে খুবই ভালো লেগেছে।’

গানগুলো হলো, ‌উই ইউল রক ইউ, রকিং অলওভার দ্য ওয়ার্ল্ড, হোয়াট আ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড ও ইউ গেট হোয়াট ইউ গিভ।
আলিফ জানান, মেইলের মাধ্যমে গিনেস সার্টিফিকেট দু’টি তারা পেয়েছেন। শিগগিরই মূল কপিও হাতে পাবেন।
সূত্র : বাংলা ট্রিবিউন

দেখা হয়েছে: 514
ফেইসবুকে আমরা

সর্বাধিক পঠিত
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
মোবাইলঃ ০১৭৩৩-০২৮৯০০
প্রকাশকঃ উবায়দুল্লাহ রুমি
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১২-৬৭৮৫৫৮
ই-মেইলঃ [email protected]
অস্থায়ী কার্যালয়ঃ ১নং সি. কে ঘোষ রোড, ৩য় তলা, ময়মনসিংহ।
(৭১ টিভির আঞ্চলিক কার্যালয়)।

The use of this website without permission is illegal. The authorities are not responsible if any news published in this newspaper is defamatory of any person or organization. Author of all the writings and liabilities of the author