আজকের আলোচিত খবর

মসিকে সান্ধ্যকালীন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদকঃ পহেলা ফেব্রুয়ারি থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) উদ্যোগে সান্ধ্যকালীন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়ন উপলে নগরীর ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা হয়েছে। শনিবার বিকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ সাহাব উদ্দিন মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়েছে।

সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ হোসেন ডনের সভাপতিত্বে সভায় প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক হাসান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শীতল সরকার, সংরতি মহিলা কাউন্সিলর হামিদা পারভীন, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মহাব্বত আলী, পন্ডিবাড়ি মন্দির কমিটির সভাপতি দীফক মজুমদার, দশভুজা বাড়ির মন্দিরের চেতন পাল, জেলা পুজা উদযাপন কমিটির সদস্য রিপন চক্রবর্তী, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালি মন্দির কমিটির সভাপতি সুশান্ত কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক মানিক চন্দ্র দে, অরুন কুমার রায় সহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।

সভায় আসিফ হোসেন ডন বলেন, সিটি কর্পোরেশনের কার্যক্রমকে জনগণের মাঝে তুলে ধরে, রাত্রিকালীন বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগীতা করুন। নিজে পরিস্কার থাকুন অন্য কেউ পরিস্কার পরিচ্ছন্ন থাকতে উদ্বুদ্ধ করুন। তিনি আরো বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে মডেল সিটি করতে মেয়র ইকরামূল হক টিটুর উদ্যোগকে সাফল্য করতে সহযোগীতা করুন। বর্তমানে বজ্য ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। নগরী অনেকটা পরিচ্ছন্ন হয়েছে।

রাত্রীকালীন বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়ন সঠিকভাবে করা হলে ময়মনসিংহ একটি পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়ে উঠবে। তিনি আরো বলেন, নগরীর ৮ নং ওয়ার্ড ময়মনসিংহের প্রাণ কেন্দ্র। এই ওয়ার্ডে কাঁচা বাজার, মাছ বাজার, পিয়াজ মহালসহ একাধিক বাজার রয়েছে। তাই এই ওয়ার্ডকে পরিচ্ছন্ন রাখতে বিশেষ গুরুত্ব দেয়া হবে। এ জন্য ব্যবসায়ীদের আরো বেশি এগিয়ে আসতে হবে। বাসাবাড়ি বা গৃহস্থালির রান্না বান্না কাজের ময়লা আগের ন্যায় ভ্যান গাড়িতে করে দিনের বেলা নেয়া হবে।

যে সব অঞ্চলে ভ্যানে করে গৃহস্থালি কােেজর ময়লা নিতে ভ্যানজনিত সমস্যা বা ভ্যানের ঘাটতি রয়েছে, ঐ অঞ্চলে ভ্যানের সংখ্যা বাড়ানো হবে।

তিনি বলেন, এই শহরটিকে যাতে প্রতিদিন ভোরবেলা একটি পরিচ্ছন্ন শহর দেখা যায় সেই ল্েয রাত্রীকালীন বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা নিজ নিজ প্রতিষ্ঠান, হোটেল ও দোকানে একটি ঝুড়িতে বা কাটুর্নে রেখে দিন। রাত ১০টার পর প্রতিটি দোকান, হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে সিটি কর্পোরেশনের লোকজন গাড়িযোগে নিয়ে যাবে।

উল্লেখ্য সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ প্রাথমিকভাবে পাইলট প্রকল্পের আওতায় সিটির ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডকে রাত্রীকালীন বর্জ্য ব্যবস্থাপনার আওতায় নিয়েছে।

KalerBangladesh

Recent Posts

ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের…

54 years ago

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে পাট বীজ বিতরণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র,…

54 years ago

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ "নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের…

54 years ago

বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন খাইরুল ইসলাম আল আমিন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম ক্যাটাগরীতে ২০২৩ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে প্রথম স্থান…

54 years ago

মুক্তাগাছায় আদালতের নির্দেশ ওপেক্ষা করে মারামারি

ময়মনসিংহ প্রতিনিধি:  আদালতের নির্দেশ ওপেক্ষা করে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রতিবেশীর কুড়ালের…

54 years ago

পুলিশের গাড়িতে গরুচোরের হামলা, গরুসহ চোর আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও…

54 years ago