অপরাধ

গঙ্গাচড়ায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

গঙ্গাচড়া (রংপুর) প্রতনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চেংডোবা বাধের পাড় এলাকায় তিস্তা নদীর চড় থেকে দীর্ঘ দিন যাবদ শুকনো মৌসুম এলে বালু দস্যু বাহিনী কর্তৃক নির্বিচারে বালু উত্তোলন করা হয়।

স্হানীয় সূত্রে জানাযায়, শহর প্রতিরক্ষা বাঁধ কেটে রাস্তা তৈরি করে নদীর চর থেকে অবৈধভাবে বালু পরিবহন করে বিক্রি করছে স্থানীয় এলাকার বাসিন্ধা ইয়াছিন আলী (মাকরা) এবং তার দুই ছেলে মোঃ কামাল মিয়া, জামাল মিয়া।

তারা বছরের শুকনো মৌসুমের ৫ মাস সন্ধা থেকে ভোর অব্দী নির্বিচারে নিজেস্ব দুটি মাহিন্দ্র দিয়ে উপজেলাসহ রংপুর শহরের বিভিন্ন জায়গায় বালু পরিবহন করে থাকে । এ নিয়ে এলাকার বাসিন্দাদের মাঝে চাপা ক্ষোপ বিরাজ করছে দীর্ঘদিন যাবদ। এলাকার সচেতন মহলের সাথে বালু পরিবহন নিয়ে তার বিভিন্ন সময় ঝগড়া বিবাদ হয়েছে বলে জানাযায়। শনিবার সরজমিনে গিয়ে দেখা যায় দিনের বেলায় বালুদস্যু বাহিনীর বালু পরিবহনের দৃশ্য । সরকারি ছুটির দিনকে পুঁজি করে অবাধে বালু উত্তোলন করছে বালু দস্যুরা ।সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে এ সময় তারা ট্রলি ভর্তি বালু রেখে শুধু ইঞ্জিন নিয়ে পালিয়ে যায়।

বালু পরিবহনের ব্যাপারে কেউ বাধা দেন না কেন এমন প্রশ্নের উত্তরে শহর রক্ষা বাধের ধারে বসবাসকারী বাসিন্দাদের কাছে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন,মাঝে মধ্যেই প্রশাসনের লোক এসে বালু ভর্তি গাড়ী সহ আটক করে আবার অদৃশ্য কারণে ছেড়ে দিয়ে চলে যায় । আমরা কিছু বলতে গেলে বিভিন্ন প্রকার হুমকি দেন বালুদস্যু বাহিনী।

কোলকোন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব আলী রাজু”র কাছে বালু উত্তোলনের বিষয়টি তিনি অবগত কি না জানতে চাইলে তিনি বলেন, আমি কিছুদিন আগে বালু উত্তোলনের ঘটনা জেনেছি এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি। দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুধু তিস্তা নদী থেকে ছারাও উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ২০-২৫ টি স্পষ্টে শ্যালো মিশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে বালু ব্যাবসায়ীরা। দীর্ঘ দিন ধরে তিস্তা নদী, ঘাঘট, মানাস নদীসহ, নোহালী, আলমবিদিতর, মালিপের বাজার, গিড়িয়ারপার, কোলকোন্দ, গজঘন্টা, রাজবল্লভ, ধামুর, বড়বিল, মহিপুর সহ প্রায় বেশ কিছু পয়েন্টে স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে দীর্ঘদিন ধরেই । এতে পূর্বে বেশ কিছু পয়েন্টে উপজেলা ভূমি কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করেছেন তবে এসব পয়েন্টে কিছু দিন পর আবার সেই একই চিত্র চোখে পড়ে। জমি চাষের ট্রাক্টর এর সাথে বডি সংযোজন করে উপজেলা জুড়ে প্রতিদিন ৪০-৮০টি ট্রলিতে বালু পরিবহন করা হচ্ছে বলে জানান উপজেলার সচেতন মহল । এভাবে নদী থেকে বালু উত্তোলন প্রসঙ্গে রংপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকতার সাথে কথা হলে তিনি বলেন, বালু উত্তোলনের ফলে নদীর তলদেশে গর্তের সৃষ্টি হতে পারে এবং গ্রোয়েন বাধ দূর্বল হয়ে পড়ার আশঙ্কা থাকে।

বালুমহল আইনে ২০১০ বলা আছে, বিপণনের উদ্দেশ্যে কোন উন্মুক্ত স্থান,কৃষি জমি, চা-বাগানের ছঢ়া বা নদীর তলদেশ থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। এছাড়া সেতু, কালভাট, ড্যাম, ব্যারাজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেল লাইন ও অন্যান্য গুরুত্বপূর্ন সরকারি- বেসরকারি স্থাপনা বা আবাসিক এলাকা থেকে বালু উত্তোলন নিষিদ্ধ।

নদী থেকে বালু পরিবহণকারী অভিযুক্ত বালু ব্যাবসায়ী ইয়াছিন আলী সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, এখন আমার গাড়ী নষ্ট হয়েছে তাই আমার নাম ভাঙ্গিয়ে জৈনেক পুলক নামে ব্যক্তি বালু পরিবহন করে থাকেন। তিনি আরো জানান এখন নদীর পানি নেই তাই শুকনো মৌসুমে মাঝে মধ্যে বালু তোলা হয় এতে করে সাধারণ মানুষের উপকার হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

KalerBangladesh

Recent Posts

ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের…

54 years ago

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে পাট বীজ বিতরণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র,…

54 years ago

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ "নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের…

54 years ago

বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন খাইরুল ইসলাম আল আমিন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম ক্যাটাগরীতে ২০২৩ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে প্রথম স্থান…

54 years ago

মুক্তাগাছায় আদালতের নির্দেশ ওপেক্ষা করে মারামারি

ময়মনসিংহ প্রতিনিধি:  আদালতের নির্দেশ ওপেক্ষা করে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রতিবেশীর কুড়ালের…

54 years ago

পুলিশের গাড়িতে গরুচোরের হামলা, গরুসহ চোর আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও…

54 years ago