|

গৌরীপুরে নীতিমালার তোয়াক্কা না করে সেচ সংযোগ স্থাপনের অভিযোগে আদালতে মামলা

প্রকাশিতঃ ৩:১৮ অপরাহ্ন | মার্চ ০১, ২০২১

গৌরীপুর প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বড়ইকান্দা গ্রামে নলকূপ স্থাপনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলা দায়ের করেছেন এক ব্যক্তি, যার মামলা নং- ০৬/২০২১সন।  

মামলার বিবরণে জানা গেছে, এ উপজেলার বড়ইকান্দা গ্রামে বিআরডিবি’র মাধ্যমে ঋণ নিয়ে ১৯৯০ সালে বিএডিসি’র গভীর সেচ প্রকল্পের স্কীম চালু করেন বড়ইকান্দা কৃষক সমবায় সমিতি লি., যার হিসাব নং-৪২০/২৪৮৩। কয়েকবছর বন্ধ থাকার পর ২০১৭ ইং সালে উল্লেখিত সমবায় সমিতির ব্যবস্থাপক নাজিম উদ্দিন নিজ উদ্যোগে বিদুৎ সংযোগের মাধ্যমে পুণরায় সেচ স্কীমটি চালু করেন। দীর্ঘদিন বন্ধ থাকার জন্য বিআরডিবি’র সমিতির ঋণ পরিশোধ করতে পারেননি তিনি। নব উদ্যোমে চালুর পর ঋণের টাকা পরিশোধের উদ্যোগ নেয়া হলেও বাঁধা হয়ে দাঁড়ায় একই গ্রামের মকবুল হোসেনের ছেলে হাবিবুর রহমান। তিনি একটি অগভীর সেচ লাইসেন্স নিয়ে গভীর সেচ প্রকল্পের স্কীম চালু করে, যার হিসাব নং- ৪২/২০১৯-২০। কেএসএস ব্যবস্থাপক এর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সেচ কমিটি ০৯ ডিসেম্বর ২০২০ইং তারিখের সভায় অভিযুক্ত সেচ লাইসেন্সটি স্থগিত রাখে এবং সভার সিদ্ধান্ত মোতাবেক বিদ্যুৎতের সংযোগ বন্ধ রাখতে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ডেপুটি জেনারেল ম্যানেজার বরাবর উক্ত স্থগিতাদেশের কপি প্রেরণ করা হলেও অদৃশ্য কারণে গত ৭ জানুয়ারী বিদ্যুৎ সংযোগটি চালু করে দেয় কর্তৃপক্ষ।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতিতে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) মোঃ আফজাল হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি হাবিবুর রহমানের ফাইলটি প্রতিবেদককে দেখান। ফাইলটিতে দেখা যায় উপজেলা সেচ কমিটি থেকে পুনরায় বিদ্যুৎ সংযোগের জন্য কোন কাগজপত্র নাই।  
বড়ইকান্দা কৃষক সমবায় সমিতি লি. এর ব্যবস্থাপক ও মামলার বাদী নাজিম উদ্দিন অভিযোগ করে বলেন, বাংলাদেশ সরকারের গেজেটের বিধি অনুযায়ী একটি গভীর নলকূপ থেকে আরেকটি নলকূপের দূরত্ব থাকতে হবে ৫০০ মিটার। হাবিবুর রহমানকে অবৈধভাবে সেচ কমিটি এই লাইসেন্স প্রদান করেছে।
এ বিষয়ে অভিযুক্ত সেচযন্ত্রের মালিক হাবিবুর রহমান বলেন, উপজেলা সেচ কমিটি দু’পক্ষকে একত্র করে আলাদা আলাদা ভাবে ক্ষেতে পানি দেয়ার নির্দেশ দেন। মামলার বিষয়ে তিনি বলেন, সেচ কমিটির নির্দেশ না মেনে তিনি আদালতে মামলা করেছেন।

এ প্রসঙ্গে বিএডিসি ঈশ্বরগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী ও গৌরীপুর উপজেলা সেচ কমিটির সদস্য-সচিব মোঃ তানভীর হাসানের সাথে কথা বলতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার সাথে সাথেই মোবাইল কল কেটে দিয়ে প্রায় ৩০ মিনিট পর আবার তিনি ফোন দিয়ে প্রতিবেদককে তার সাথে দেখা করার জন্যে বলেন। পরে লাইসেন্সের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, নীতিমালা অনুযায়ী হাবিবুর রহমানকে সেচ লাইসেন্স দেয়া হয়েছে।  

গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সেচ কমিটির সভাপতি হাসান মারুফ অভিযোগের বিষয়ে বলেন, দু’পক্ষকে একত্রিত করে বিষয়টির মীমাংসা করে দেয়া হয়েছে। মামলার বিষয়টি তার একান্ত ব্যক্তিগত।

দেখা হয়েছে: 268
ফেইসবুকে আমরা

সর্বাধিক পঠিত
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
মোবাইলঃ ০১৭৩৩-০২৮৯০০
প্রকাশকঃ উবায়দুল্লাহ রুমি
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১২-৬৭৮৫৫৮
ই-মেইলঃ [email protected]
অস্থায়ী কার্যালয়ঃ ১নং সি. কে ঘোষ রোড, ৩য় তলা, ময়মনসিংহ।
(৭১ টিভির আঞ্চলিক কার্যালয়)।

The use of this website without permission is illegal. The authorities are not responsible if any news published in this newspaper is defamatory of any person or organization. Author of all the writings and liabilities of the author