গৌরীপুর পৌরসভার মেয়রকে গুলি করার প্রতিবাদে ব্যবসায়ীদের অর্ধ-দিবস হরতাল

গৌরীপুর প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার টানা তৃতীয়বারের মতো নির্বাচিত মেয়র সৈয়দ রফিকুল ইসলামের উপর গুলি বর্ষণের প্রতিবাদে সোমবার (৮ মার্চ) গৌরীপুরে ব্যবসায়ীরা অর্ধ-দিবস সকাল ৬ টা থেকে বেলা ২ টা পর্যন্ত হরতাল পালন করেছেন।

এ হরতালে গৌরীপুর পৌর শহরের কোন দোকান পাট খুলেনি। গৌরীপুর থেকে কোন বাস ছেড়ে যায়নি, শহরে কোন রিক্সা, অটো রিক্সা, সিএনজিও চলাচল করেনি।
এ হরতাল প্রসঙ্গে গৌরীপুর কাঁচা বাজার সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, পৌর মেয়রের উপর হামলার প্রতিবাদে সকল ব্যবসায়ী সমিতি আজকে সকাল ৬টা থেকে বেলা ২ টা পর্যন্ত আমরা হরতাল পালন করেছি।

অপরদিকে এ হরতালের কারণে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। দুরদুরান্ত থেকে আসা লোকজনের হরতালের খবর পূর্বে জানা না থাকায় গৌরীপুরে এসে ভোগান্তির শিকার হন। সাধারণ মানুষ পায়ে হেঁটে তাদের বিভিন্ন লক্ষে পৌঁছায়।
কয়েকজন পথচারী বলেন, হরতালে যানবাহন বন্ধ থাকায় আমরা সঠিক সময়ে গন্তব্যে যেতে পারছি না।
কয়েকজন দোকানী বলেন, আমরা দোকান খুলতে চেষ্টা করেছিলাম কিন্তু ব্যবসায়ী নেতারা নিষেধ করায় দোকান-পাট খুলিনি।
এ প্রসঙ্গে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, এ হরতালের বিষয়ে আমি জানি না, শুনেছি আমার উপর গুলি করার প্রতিবাদে ব্যবসায়ীরা অর্ধদিবস হরতাল দিয়েছেন।

হরতালের বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোন আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটেনি।

উল্লেখ্য, রবিবার (০৭ মার্চ) ঐতিহাসিক ৭ই মার্চ গৌরীপুর পৌর শহরে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে পৌরসভায় যান মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। দুপুর ১টার দিকে স্থানীয় এমপি পুত্র রাজীবের গাড়িবহর এসে দাঁড়ায়। ওই সময় দুপক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় মেয়র সৈয়দ রফিকুল ইসলাম ওই দিন তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে দাবী করে বলেন, তাকে হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষণ করা হয়েছে।

অন্যদিকে ০৭ মার্চ রাত ময়মনসিংহ প্রেসক্লাবে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এ ঘটনায় সংবাদ সম্মেলন করে বলেন, গৌরীপুরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে মেয়র।

ARIF

Recent Posts

ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের…

54 years ago

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে পাট বীজ বিতরণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র,…

54 years ago

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ "নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের…

54 years ago

বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন খাইরুল ইসলাম আল আমিন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম ক্যাটাগরীতে ২০২৩ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে প্রথম স্থান…

54 years ago

মুক্তাগাছায় আদালতের নির্দেশ ওপেক্ষা করে মারামারি

ময়মনসিংহ প্রতিনিধি:  আদালতের নির্দেশ ওপেক্ষা করে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রতিবেশীর কুড়ালের…

54 years ago

পুলিশের গাড়িতে গরুচোরের হামলা, গরুসহ চোর আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও…

54 years ago