গৌরীপুরে উত্তোলনের পরও বিতরণ হয়নি ভিজিডি’র চাল

গৌরীপুর প্রতিনিধিঃ তিনমাস পেরিয়ে গেলেও ময়মনসিংহ গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট কর্মসূচীর আওতায় (ভিজিডি) চাল দরিদ্রদের বিতরণ করা হয়নি। রোজা ও লকডাউনে মানবেতর জীবনযাপন করছেন সুবিধা ভোগীরা।

২০২১-২০২২ অর্থ বছরে ভাংনামারী ইউনিয়নের ২৫৯ জন সুবিধাভোগীর মাঝে ২০২১ সালের জানুয়ারী, ফেব্রুয়ারি, মার্চ মাসের চাল ও কার্ড আজও বিতরণ করা হয়নি ইউনিয়ন পরিষদ থেকে।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে সরেজমিনে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে কথা হয় ভিজিডির তালিকাভুক্ত সুবিধা ভোগীদের সাথে। নাওভাঙ্গা গ্রামের আছমা আক্তার, শামছুন নাহার, শারমিন ও নাপ্তের আলগী গ্রামের মনোয়ারা খাতুন এবং বারুয়ামারী গ্রামের সাবিকুন্নাহারসহ একাধিক নারী জানান, আমরা কার্ডও পাইনি, বরাদ্দকৃত তিন মাসের চালও পাইনি। তারা আরও জানান- রোজার মাস তার উপর আবার করোনার লকডাউনে কাজকাম বন্ধ, চালগুলো পাইলে এখন খুব উপকার হইতো।

এসময় উল্লিখিত ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় পরিষদে তালা ঝুলছে, বন্ধ রয়েছে চেয়ারম্যান, সচিব ও উদ্যোক্তার কক্ষ। জানা যায়, চেয়ারম্যান সাহেব দীর্ঘদিন যাবত পরিষদে আসেন না। যে কারণে ইউপি সদস্যরাসহ অন্যান্য স্টাফরাও ঠিক মতো কার্যালয়ে আসেন না।

ভাংনামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজ নূর খোকা সাংবাদিকদের জানান, ইউনিয়ন পরিষদ থেকে যাচাই করে যে তালিকা দেয়া হয়েছিলো উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটাকে কম্পিউটারে এমন ভাবে কাটাছেঁড়া করেছেন, যাছাইকৃত তালিকার সাথে যার কোন মিল নেই। ইউএনও স্যার বিষয়টি অবগত আছেন, স্যারের সাথে পরামর্শ করে ২/৩ দিনের মধ্যে চাল বিতরণের ব্যবস্থা করা হবে।

অভিযোগের বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ জানান, চেয়ারম্যান সাহেবের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। উনার গাফিলতিতে কার্ড ও চাল বিতরণ দেরি হচ্ছে, তালিকা অনুমোদন হওয়ার সাথে সাথে নতুন কার্ড চেয়ারম্যান সাহেবকে বুঝিয়ে দেয়া হয়েছে।

গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান সাহেব স্ব-শরীরে উপস্থিত হয়ে ভিজিডি’র চাল উত্তোলন করে নিয়ে গেছেন।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, চাল ও কার্ড বিতরণের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

ARIF

Recent Posts

ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের…

54 years ago

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে পাট বীজ বিতরণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র,…

54 years ago

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ "নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের…

54 years ago

বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন খাইরুল ইসলাম আল আমিন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম ক্যাটাগরীতে ২০২৩ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে প্রথম স্থান…

54 years ago

মুক্তাগাছায় আদালতের নির্দেশ ওপেক্ষা করে মারামারি

ময়মনসিংহ প্রতিনিধি:  আদালতের নির্দেশ ওপেক্ষা করে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রতিবেশীর কুড়ালের…

54 years ago

পুলিশের গাড়িতে গরুচোরের হামলা, গরুসহ চোর আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও…

54 years ago