দেশজুড়ে

নির্মাণ হচ্ছে গৌরীপুর প্রেসক্লাবের আধুনিক চার তলা ভবন

গৌরীপুর প্রতিনিধিঃ ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর প্রেসক্লাবের নতুন ৪ তলা ভবন নির্মাণের লক্ষ্যে রবিবার (১৩ জুন) প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
বিশেষ অতিথির আসন অলংকৃত করেন- উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ ও গৌরীপুর পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।

গৌরীপুর প্রেসক্লাবের আহবায়ক ও ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য এইচ এম খায়রুল বাসারের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টির সঞ্চালনায় মতবিনিমিয় সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি ম. নুরুল ইসলাম, বেগ ফারুক আহাম্মদ, সদস্য সচিব মশিউর রহমান কাউসার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মুকতাদির শাহীন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।

মতবিনিময় সভায় প্রেসক্লাবের আহবায়ক এইচএম খায়রুল বাসার তাঁর স্বাগত বক্তব্যে বলেন, জমিদার আমলে নির্মিত পরিত্যক্ত জরাজীর্ণ ভবনে ১৯৮১ সনে গৌরীপুর প্রেসক্লাব স্থাপিত হয়। প্রায় ১২ বছর আগে গৌরীপুর পৌরসভা এ ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। যেকোন সময় এ ভবনটি ধ্বসে পড়ে প্রাণহানি ঘটতে পারে। বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে এ ভবনে স্থানীয় সাংবাদিকরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাই প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ জরুরী বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, প্রেসক্লাব ভবন নির্মাণকল্পে ইতোমধ্যে জেলা পরিষদ থেকে ৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ ৪ তলা ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করতে প্রায় ১ কোটি টাকার প্রয়োজন। এ ভবন নির্মাণকল্পে জনপ্রতিনিধি, প্রসাশনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়িক, সমাজ সেবক, বিত্তশালীসহ বিভিন্ন শ্রেণি পেশাজীবি মানুষের আর্থিক সহযোগিতা কামনা করেন খায়রুল বাসার।

বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি বলেন, সকলের সম্মিলিত সহযোগিতা ছাড়া প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ সম্ভব নয়। এক্ষেত্রে জনপ্রতিনিধিদের পাশাপাশি বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। এসময় নতুন ভবন নির্মাণে সাধ্যমত আর্থিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, পরিকল্পনা অনুযায়ী প্রেসক্লাবের ৪ তলা নতুন ভবন নির্মাণ কাজ সম্পন্ন হলে, এটি বাংলাদেশের একটি মডেল প্রেসক্লাবে পরিণত হবে। ভবন নির্মাণকল্পে প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

গৌরীপুর পৌরসভার জননন্দিত মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ বর্তমান প্রেক্ষাপটে জরুরী একটি বিষয়। এক্ষেত্রে তিনি সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

নতুন ভবনটি নির্মাণ হবে বর্তমান ভবনের পাশের জমিতে। ইতোমধ্যে ডিজাইনসন অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ARIF

Recent Posts

ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের…

54 years ago

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে পাট বীজ বিতরণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র,…

54 years ago

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ "নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের…

54 years ago

বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন খাইরুল ইসলাম আল আমিন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম ক্যাটাগরীতে ২০২৩ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে প্রথম স্থান…

54 years ago

মুক্তাগাছায় আদালতের নির্দেশ ওপেক্ষা করে মারামারি

ময়মনসিংহ প্রতিনিধি:  আদালতের নির্দেশ ওপেক্ষা করে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রতিবেশীর কুড়ালের…

54 years ago

পুলিশের গাড়িতে গরুচোরের হামলা, গরুসহ চোর আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও…

54 years ago