|

ঈশ্বরগঞ্জে সহকারী শিক্ষক সমাজ উপজেলা কমিটি গঠিত মাসুম সভাপতি রতন সম্পাদক

প্রকাশিতঃ ৪:৩৯ অপরাহ্ন | জুন ২২, ২০২১

ঈশ্বরগঞ্জে সহকারী শিক্ষক সমাজ উপজেলা কমিটি গঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এতে বড়হিত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশার মাসুমকে সভাপতি ও আলাদিয়ার আলগী ইমান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম রতনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

জানা যায়, ১২ জুন উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে পৌর অডিটোরিয়ামে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। ১৩জুন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক এনএ সিদ্দিকী রবিউল উক্ত কমিটির অনুমোদন প্রদান করেন।

কমিটির অপরাপর কর্মকর্তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি দক্ষিন ভাটিরচরনওপাড়া সপ্রাবির মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জের শামছুন্নাহার, সহ-সভাপতি বৈরাটির শাহ আলম, দক্ষিন দত্তগ্রামের মঞ্জুরুল হক, গিরিধরপুরের উসমান গণি, খালবলার মাহমুদা আক্তার, দরুন বড়ভাগের আইরিন সুলতানা, সিনিয়র যুগ্ম সম্পাদক ভালুকবেড়ের নূরুল হক, দরগাপাড়ার সুরাইয়া নাসরিন, যুগ্ম সম্পাদক তারাটি গদুর ভিটার আমিনুল ইসলাম, বালিহাটার আবিদ হাসান ইউনুছ, আঠারোবাড়ির রৌশন জাহান, বিলরাউলের জাহাঙ্গীর আলম, গাবরবোয়ালীর চন্দ্র শেখর সরকার, সাংগঠনিক সম্পাদক ফতেহনগরের মিজানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক রাউলের চরের জিয়াউর রহমান, ভাটিরচরনওপাড়ার উজ্জ্বল আচার্য্য, মহিলা বিষয়ক সম্পাদক বড়হিতের মাকসুদা পারভিন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক চরজিতরের কুলসুম আক্তার, অর্থ সম্পাদক ধীতপুরের আনিসুজ্জামান, সহ-অর্থ সম্পাদক ফতেহনগরের বোরহান উদ্দিন, দপ্তর সম্পাদক সাটিহারির জহিরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক শ্রীপুর জিতরের দ্বীন ইসলাম, আইন বিষয়ক সম্পাদক বালিহাটার তৌহিদুল আলম, সহ-আইন বিষয়ক সম্পাদক পাড়া পাচাশীর মাহবুবুর রহমান, শিক্ষা ও সাহিত্য সম্পাদক চরশংকরের মশিউর রহমান, সহ-শিক্ষা ও সাহিত্য সম্পাদক দূর্গাপুরের মতিউর রহমান, সাংস্কৃতিক ও বিনোদন সম্পাদক আলাদিয়ার আলগীর শামীমা সুলতানা, সহ- সাংস্কৃতিক ও বিনোদন সম্পাদক পাড়া বাশাটির মোহাম্মদ আলী, মিডিয়া সম্পাদক নিজসরিষার নজরুল ইসলাম, সহ-মিডিয়া সম্পাদক সহিলাটীর শফিউল বাশার, সমবায় ও সমাজ কল্যাণ সম্পাদক নিজতুলন্দরের নজরুল ইসলাম তালুকদার, সহ-সমবায় ও সমাজ কল্যাণ সম্পাদক বিল খেরুয়ার মোখলেছুর রহমান, ক্রিড়া সম্পাদক খানপুরের আতাউর রহমান, সহ-ক্রিড়া সম্পাদক তারাটি গদুরভিটার সারোয়ার আলম, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন সম্পাদক নারায়নপুরের হেদায়েত উল্লাহ, সহ-প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন সম্পাদক পাইভাকুরীর আজিজুল হক, কাব স্কাউট সম্পাদক মরিচারচরের দেলোয়ার হোসেন, সহ-কাব স্কাউট সম্পাদক রুকনপুরের আসানুজ্জামান, ধর্মীয় সম্পাদক সাখুয়ার এবিএম সাইদুর রহমান, সহ-ধর্মীয় সম্পাদক দত্তগ্রামের সাজ্জাদুল ইসলাম, কার্যকরী সদস্য তাহেরপুরের আব্দুর রহিম, ধনিয়া কান্দির আক্তার হোসেন আকন্দ, পাড়া বাশাটির আব্দুল ওয়াদুদ, তারুন্দিয়ার আবু ইসহাক, চরনিখলা মডেলের সুমিতা রাণী মৈত্র, পস্তাইলের তাসলিমা খানম ও কুমারুলীর মাসুমা নাসরিন।

দেখা হয়েছে: 231
ফেইসবুকে আমরা

সর্বাধিক পঠিত
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
মোবাইলঃ ০১৭৩৩-০২৮৯০০
প্রকাশকঃ উবায়দুল্লাহ রুমি
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১২-৬৭৮৫৫৮
ই-মেইলঃ [email protected]
অস্থায়ী কার্যালয়ঃ ১নং সি. কে ঘোষ রোড, ৩য় তলা, ময়মনসিংহ।
(৭১ টিভির আঞ্চলিক কার্যালয়)।

The use of this website without permission is illegal. The authorities are not responsible if any news published in this newspaper is defamatory of any person or organization. Author of all the writings and liabilities of the author