আজকের আলোচিত খবর

ঢাকা প্রতিদিনের সম্পাদককে হুমকির প্রতিবাদে ঈশ্বরগঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ দৈনিক ঢাকা প্রতিদিনের সম্পাদক মনজুরুল বারী নয়নকে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দৈনিক ঢাকা প্রতিদিনের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রতিনিধি উবায়দুল্লাহ রুমির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, একজন কাস্টমস কর্মকর্তা হয়ে রাতারাতি কিভাবে ২শ কোটি টাকার মালিক হলেন ড. তাজুল ইসলাম। তার কাছে লাইসেন্সকৃত অস্ত্রও রয়েছে। একজন সরকারি কর্মকর্তা কিভাবে এ অস্ত্র পেলেন তা খতিয়ে দেখতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন নেতৃবৃন্দ। পাশাপাশি তার সম্পদের হিসাব খতিয়ে দেখতে দুদক কর্মকর্তাদের আহ্বান জানানো হয়। অবিলম্বে ওই কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

বক্তারা আরো বলেন, কাস্টমস কর্মকর্তা ড. তাজুলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি নিয়ে মনুজুরুল বারী নয়ন সংবাদ প্রকাশ করায় তার অফিসে গিয়ে অস্ত্রের ভয়ভীতি দেখানো হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে হেয় করা হয়েছে। একজন সাংবাদিককে অস্ত্রের ভয় দেখানো ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ডের ঘটনায় তথ্য প্রযুক্তি আইনে মামলা করার দাবি জানান সাংবাদিক নেতারা।

দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তা ড. তাজুলের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক ঢাকা প্রতিদিনের ময়মনসিংহ ব্যুরো প্রধান আব্দুল আজিজ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, আমাদের সময় প্রতিনিধি রতন ভৌমিক, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি রুহুল আমিন রিপন, ঢাকা প্রতিদিন নান্দাইল প্রতিনিধি গোলাম মোস্তফা, বাংলাদেশের খবর প্রতিনিধি জাহিদ হাসান, আজকের পত্রিকা প্রতিনিধি মহিউদ্দিন রানা, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি রেজাউল করিম রাজু, আজকের বিজনেস প্রতিনিধি শাহরিয়ার রশিদ রিয়াদ, আমাদের অর্থনীতি প্রতিনিধি হোসাইন মোহাম্মদ তারেক, ময়মনসিংহ প্রতিদিন প্রতিনিধি ইশতিয়াক আহমেদ, পর্যবেক্ষন প্রতিনিধি এহসানুল হক, রূপসাঞ্চল প্রতিনিধি জাকির মোল্লা, বাংলাদেশ পরিক্রমা প্রতিনিধি এশতামুল হক প্রমূখ।

এছাড়াও হুমায়ুন কবীর, নোমান আহমেদ, রুবেল মিয়া, বাবলু মিয়া, হাবিব মিয়া, কামাল হোসেন, উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর ‘নামে-বেনামে শত কোটি টাকার মালিক কাস্টমস কর্মকর্তা ড. তাজুল ইসলাম’ শিরোনামে দৈনিক ঢাকা প্রতিদিনে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর থেকেই দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তা ড. তাজুল ইসলামসহ তার ক্যাডার বাহিনীরা নানাভাবে ঢাকা প্রতিদিনের সম্পাদক মনজুরুল বারী নয়নকে প্রাণনাশের হুমিক প্রদান ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটিয়ে সুনাম ক্ষুণ্নের অপচেষ্টা চালিয়ে আসছে।

KalerBangladesh

Recent Posts

ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের…

54 years ago

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে পাট বীজ বিতরণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র,…

54 years ago

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ "নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের…

54 years ago

বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন খাইরুল ইসলাম আল আমিন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম ক্যাটাগরীতে ২০২৩ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে প্রথম স্থান…

54 years ago

মুক্তাগাছায় আদালতের নির্দেশ ওপেক্ষা করে মারামারি

ময়মনসিংহ প্রতিনিধি:  আদালতের নির্দেশ ওপেক্ষা করে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রতিবেশীর কুড়ালের…

54 years ago

পুলিশের গাড়িতে গরুচোরের হামলা, গরুসহ চোর আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও…

54 years ago