আজকের আলোচিত খবর

সহপাঠী হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি।
ময়মনসিংহের গৌরীপুরে সোনার দরদামের জেরে দূর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত কলেজ ছাত্র জহিরুল ইসলাম মিঠুর খুনি ডেভিড রকিকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তার সহপাঠীরা। বৃহস্পতিবার ( ১৫ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের মধ্য বাজার ধান মহাল এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিহত মিঠু গৌরীপুর সরকারি কলেজে সমাজ কর্ম বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিল।

এসময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত আমার ভাই মরলো কেন, জবাব চাই, জবাব চাই, ডেভিড রকি ফাঁসি চাই লেখা প্লে কার্ড, ফেস্টুন ছিল।

মানববন্ধনে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন- তিনদিন অতিবাহিত হলেও মিঠুর খুনিকে আজও গ্রেফতার করতে পারেনি পুলিশ। হত্যাকারী ডেভিড রকি এর আগেও একটি খুনের মামলার আসামি ছিল, সে হত্যার আজও বিচার হয়নি।

মিঠুর সহপাঠী শরীফ আহমেদ লাবীব বলেন- মিঠু অনেক মেধাবী ও বন্ধু সুলভ ছিল। সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে মিঠুকে হত্যা করা হয়েছে, এ ঘটনায় আমরা হতভম্ব ও বাকরুদ্ধ। কিছুতেই তা মেনে নিতে পারছি না। হত্যাকারী ডেভিড রকিকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

আরেক সহপাঠী উদয় বলেন- মিঠু হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। হত্যাকারী ডেভিড রকির ফাঁসির দাবি জানাই আমরা।

মিঠুর বড় ভাই সাখাওয়াত হোসেন বলেন- মিঠু নিরীহ প্রকৃতির মেধাবী ছাত্র ছিল। তাঁর এ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না আমরা। মিঠু হত্যার মামলাটি দ্রুত বিচার ট্রাইবুন্যালে নিয়ে বিচারের দাবি জানান তিনি।

মানববন্ধনে সাবেক ছাত্র লীগ নেতা উমর ফারুক স্বাধীন, মিঠুর মামাতো ভাই রোবেল, গৌরীপুর সরকারি কলেজের শিক্ষার্থী ও মিঠুর সহপাঠী বৃন্ত, হাসান, বাবু, রিফাত, সুজন, তরুণ, জাকির প্রমুখ বক্তব্য রাখেন। এতে শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

জানা যায়, নিহত মিঠু বোকাইনগর গ্রামে মোখলেছুর রহমানের ছেলে। গত মঙ্গলবার সন্ধ্যায় গৌরীপুর পৌর শহরের পাট বাজার মোড়ে টিপু সুলতানের সোনার দোকানে হত্যাকারী ডেভিড রকির বড় ভাই সেন্টু গয়না বানাতে এসে দরদাম নিয়ে বাগবিতণ্ডা হয়। এঘটনার জেরে রকি মিঠুকে ছুরিকাঘাতে হত্যা করে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন- মিঠু হত্যার ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ARIF

Recent Posts

ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের…

54 years ago

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে পাট বীজ বিতরণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র,…

54 years ago

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ "নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের…

54 years ago

বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন খাইরুল ইসলাম আল আমিন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম ক্যাটাগরীতে ২০২৩ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে প্রথম স্থান…

54 years ago

মুক্তাগাছায় আদালতের নির্দেশ ওপেক্ষা করে মারামারি

ময়মনসিংহ প্রতিনিধি:  আদালতের নির্দেশ ওপেক্ষা করে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রতিবেশীর কুড়ালের…

54 years ago

পুলিশের গাড়িতে গরুচোরের হামলা, গরুসহ চোর আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও…

54 years ago