আরিফ আহম্মেদ, গৌরীপুর।
“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” শ্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে গৌরীপুর থানা পুলিশ ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রাটি গৌরীপুর থানার চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় হারুন পার্কে শেষ হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। বিশেষ অতিথির আসন গ্রহণ করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ।

Exif_JPEG_420
এছাড়াও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনিরুজ্জামান মজুমদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, যুগ্ম সম্পাদক আব্দুল মুন্নাফ, মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল ফারুক, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র-২ দিলুয়ারা আক্তার দিলু, সাবেক কাউন্সিলর শিউলী চৌধুরী, গৌরীপুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মোঃ ইউসুফ আলী, কমিউনিটি পুলিশিং ডৌহাখলা ইউনিয়নের সভাপতি জয়নাল আবেদীন, ভাংনামারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মইলাকান্দা ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মনোজ প্রমুখ।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন গৌরীপুর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ ও গৌরীপুর থানার এসআই নজরুল ইসলাম।