গৌরীপুর প্রতিনিধি।
বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ময়মনসিংহের গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
“আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন” এই প্রতিপাদ্যকে নিয়ে গৌরীপুর ডায়াবেটিস সমিতির আয়োজনে বৃহস্পতিবার সকালে গৌরীপুর নওয়াব অালী মেমোরিয়াল ডায়াবেটিস ও চক্ষু হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নওয়াব অালী মেমোরিয়াল ডায়াবেটিক ও চক্ষু হাসপাতালে ফিরে আসে।
দিবসটি উপলক্ষে ডায়াবেটিস রোগ ও পরবর্তী জটিলতার সম্পর্কে হাসপাতাল হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নওয়াব অালী মেমোরিয়াল ডায়াবেটিস ও চক্ষু হাসপাতালের পরিচালক চক্ষুবিজ্ঞান ইন্সিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডাঃ সাহাব উদ্দিনের সভাপতিত্বে গৌরীপুর এস,এস,একাডেমির অধ্যক্ষ সুজাউর রহমার খান পরাগের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মতিউর রহমান।
বক্তব্যে প্রধান অতিথি বলেন- আমাদের প্রত্যেকেরই উচিত ডায়াবেটিস সম্পর্কে জানা এবং আশপাশের সকলকে জানানো। ডায়াবেটিস এমন একটি রোগ যার কারণে অনেক সময় মানুষ অন্ধ হয়ে যায়। শরীর দুর্বল হয়ে যায়, হার্ট, কিডনি, লিভারসহ রোগীরা বিভিন্ন জটিলতায় ভোগেন। তবে সবাই সচেতন হলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।
ডাঃ সাহাব উদ্দিন জানান, নিয়মিত হাঁটা ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে ডায়াবেটিস মুক্ত থাকা যায়। সারাদিন কোনো কাজ না করে শুধু সকাল বেলা ২০ মিনিট হাঁটলে ডায়াবেটিস মুক্ত থাকা যাবে না, তাই নিয়ম মেনে চললে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব।তাই আমাদের প্রত্যেকেরই উচিত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সঠিক চিকিৎসার ব্যবস্থা করা।
দিবসটি উপলক্ষে গৌরীপুর ডায়বেটিস সমিতির পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধি করে আতঙ্ক রোধ করার ওপর গুরুত্বারোপ, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও স্বাস্থ্যসেবা সহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয় ।
অনুষ্ঠানে অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন, গৌরীপুর ডায়াবেটিক সমিতির সভাপতি মোঃ শাহজাহান সরকার, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, সাবেক কমিশনার আবুল কাশেম, সাবেক পুলিশ কর্মকর্তা মোঃ ইব্রাহিম মিয়া, ফজলুল হক অধ্যাপক মোঃ মোয়াজ্জেম হোসেন সেলিম, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলী হায়দার রবিন, সাংবাদিক ফারুক আহাম্মদ প্রমুখ।