রংপুর

গংগাচড়ার কৃষকরা জাম্বু ঘাস চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন

নিজস্ব প্রতিবেদকঃ রংপুরের গংগাচড়া উপজেলার শত শত কৃষক নেপিয়ার নামের হাইব্রিড ঘাস চাষ করে এখন সাবলম্বী। প্রথম দিকে রাস্তার ধারে, জমির আইলে বা পুকুরের পাড়ে দু-একজন এর চাষ শুরু করলেও অল্প সময়ে মধ্যে এর ব্যাপক উৎপাদন ও অধিক দাম পাওয়ায় বর্তমানে আবাদী জমিতেও ব্যাপকভাবে এর চাষ শুরু হয়েছে।

জানা যায়, প্রায় ৩০ বৎসর আগে বাংলাদেশ সরকার জার্মান থেকে এই ঘাসের চারা আমদানী করে। প্রথমে সাভার ডেইরী ফার্ম থেকে এই ঘাসের চারা বিতরণ করা হতো। পরবর্তীতে প্রায় বিশ বৎসর যাবৎ বিভিন্ন জেলা ও উপজেলা প্রাণী সম্পদ অফিস কর্তৃক কৃষকদেরকে ফ্রি চারা দেয়া হয়। প্রথমে কৃষকরা এর চাষে ততটা আগ্রহী না হলেও গত ৪/৫ বছর যাবৎ ভালো উৎপাদন ও অধিক দাম পাওয়ার কারণে কৃষকরা এর চাষে অধিক আগ্রহী হয়েছে।

এক বিঘা জমিতে বীজ, সার, তেল এসব নানান খরচ ও হাড় ভাঙা পরিশ্রম করে ধান, ভূট্টা বা অন্যান্য ফসল চাষ করে যে আয় হয় সেই জমিতে নেপিয়ার ঘাস চাষ করে প্রায় তিন গুন বেশি আয় হয়। এই ঘাস জমিতে লাগানোর তিন মাস পর তা বিক্রির উপযোগী হয়।

পরবর্তীতে গোড়া থেকে আবার বেড়ে ওঠে তখন প্রতি মাসে একবার বিক্রির উপযোগী হয়ে ওঠে। এর সেচ ও সার খরচ অনেক কম। এই ঘাস খাওয়াইলে গাভী অনেক বেশি দুধ দেয়, তাই বাজারেও এর চাহিদা রয়েছে অনেক।

উপজেলার সদর, ইউনিয়ন, বেতগাড়ী,মর্নেয়া,নোহালী, বড়োবিল, আলমবিদিতর, কোলকোন্দ,লক্ষীটারি, গজঘন্টা ইউনিয়নের প্রায় গ্রামের শত শত কৃষক বর্তমানে এই ঘাসের আবাদ করছে।

এ ব্যাপারে গংগাচড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুল আজীজ এর সাথে কথা বলে জানা যায়, উপজেলার প্রায় ১৫ একর এর বেশি জমিতে এই ঘাস চাষ করছে সাধারণ কৃষকরা। এরমধ্যে শতাধিক কৃষক শুধুমাত্র এই ঘাস চাষ করে আর্থিকভাবে সাবলম্বী হয়েছে। বর্তমানে উপজেলা জুড়ে আরও কয়েক একর জমি চাষের জন্য প্রচুর পরিমান চারা মজুদ রয়েছে।

তিনি আরও বলেন, কৃষকদেরকে উৎসাহ দেয়ার জন্য মাঝে মাঝে বিভিন্ন মিটিং ও প্রশিক্ষণে তিনি ঘাস চাষের পদ্ধতি তুলে ধরেন এতে করে কৃষকরা বর্তমানে অনেক আগ্রহ নিয়ে ঘাস চাষে এগিয়ে আসছে।

এছাড়াও তিনি জানান উপজেলা প্রাণী সম্পদের মাধ্যমে বর্তমানে উপজেলা চত্বরে ৫০ শতক জমিতে নেপিয়ার ঘাস কাটিং করা আছে এবং বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে তা বিনামূল্যে বিতরন করা হচ্ছে। এলাকার বিভিন্ন কৃষকের সাথে সরাসরি কথা বলে জানা গেছে তারা সবাই এই ঘাস চাষ করে আশানুরূপ ফল পেয়েছে, যা অন্য কোনো ফসল চাষ করে পায়নি।

প্রাণী অধিদপ্তরের পাশাপাশি গংগাচড়া উপজেলায় সমবায় অধিদপ্তর কর্তক চলমান উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ২০০ জন সুবিধাভোগীদের জাম্বু ঘাসের বীজ বিতরন করা হয়েছে।

উপজেলা সমবায় অফিসার আফতাবুজ্জামান জানান, জাম্বু ঘাষ নেপিয়ার এর চেয়ে বেশি পুষ্টি-গুন সম্পুর্ণ পশু খাদ্য হিসেবে ইতিমধ্যেই কৃষকদের মাঝে সারা ফেলেছে। নেপিয়ার ঘাসের পাশাপাশি কৃষকরা যদি জাম্বু ঘাষের চাষে এগিয়ে আসে তাহলে একদিকে যেমন পশু খাদ্য ব্যায় কমে আসবে অন্যদিকে কৃষকদের ঘাষ বাজারজাত করনের মাধ্যমে সংসারে বাড়তি আয় বৃদ্ধি পাবে।

উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত মহিলারা এই ঘাস চাষের মাধ্যমে নতুন স্বপ্ন দেখছে। সরকারী সহযোগীতা ও সহজশর্তে ঋণের সুবিধা পেলে এ ঘাস চাষ আরও সম্প্রসারিত হবে বলে জানান সংশ্লিষ্টরা।

KalerBangladesh

Recent Posts

ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের…

54 years ago

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে পাট বীজ বিতরণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র,…

54 years ago

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ "নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের…

54 years ago

বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন খাইরুল ইসলাম আল আমিন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম ক্যাটাগরীতে ২০২৩ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে প্রথম স্থান…

54 years ago

মুক্তাগাছায় আদালতের নির্দেশ ওপেক্ষা করে মারামারি

ময়মনসিংহ প্রতিনিধি:  আদালতের নির্দেশ ওপেক্ষা করে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রতিবেশীর কুড়ালের…

54 years ago

পুলিশের গাড়িতে গরুচোরের হামলা, গরুসহ চোর আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও…

54 years ago