আজকের আলোচিত খবর

ময়মনসিংহ সিটি মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরের খাদ্য বিতরণ

মোঃ কামাল, ময়মনসিংহঃ করোনার ভয়াবহতা দিন দিন বেড়েই চলছে দেশ জুড়ে, কর্মহীন ও বেকার হয়ে পড়ছে খেটে খাওয়া মানুষ গুলো দীর্ঘ মেয়াদী ছুটি থাকার কারণে কর্মহারা মানুষদের কোন প্রকার চিন্তা করতে মানা করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা।

তিনি দেশবাসীর জন্য বিশাল খাদ্য বান্ধব প্যাকেজ করেছেন। একটি মানুষও না খেয়ে থাকবে না। যেমন কথা তেমন কাজ, জন নেত্রী শেখ হাসিনার উন্নয়ন বাজেট এখন সিটি মেয়রের হাতে। মেয়র ইতোমধ্যেই ব্যপক হারে খাদ্য সামগ্রী বিতরণ করছেন নিজ হাতে আবার এই খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন তার বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলরবৃন্দ।

তারই ধারাবাহিকতায় দূর্যোগ এবং ত্রাণ মন্ত্রনালয়ের বরাদ্দকৃত খাদ্য ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটুর দিক নির্দেশনায় নগরীর ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শাহজাহান তার নিজ এলাকায় আজ সকালে প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন শম্ভুগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয় মাঠে।

এ সময় উপস্থিত ছিলেন ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহজাহান, ৩১,৩২ ও ৩৩ সংরক্ষিত মহিলা কাউন্সিলর কাকলী আক্তার, মোঃ জিয়াউল হক সদস্য মহানগর যুবলীগ, মোঃ নাছীর উদ্দিন রয়েল যুগ্ম আহ্বায়ক যুবলীগ ৩৩ নং ওয়ার্ড, আব্দুল মান্নান সাবেক মেম্বার, মিজানুর রহমান কৃষকলীগ ৩৩ নং ওয়ার্ড।

খাদ্য বিতরনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র টিটু বলেন, সরকার দেশের বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে একত্রে মিলেমিশে সাধারণ মানুষকে সাহায্য সহযোগিতা করা হয়েছে। কিন্তু এবার একটু ভিন্ন রকম প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা আমাদের করতে হচ্ছে। নিরাপদ দুরত্ব বজায় রেখে চলাচল করতে হচ্ছে। আপনারা শুধু সরকারের নির্দেশটুকু মেনে চলুন খাবারের কোন সংকট নেই।

সিটি কর্পোরেশনের অন্যান্য ওয়র্ডের তুলনায় আপনাদের এই ৩৩নং ওয়র্ডে খাদ্য দেয়া হয়েছে দ্বিগুন। তাই সকলেই দোয়া করবেন খুব দ্রুত যেন এই সংকট নিরসন করে স্বাভাবিক জীবনে আমার আবার আগের মতো ফিরে আসতে পারি।

অন্য দিকে তরুন প্রজন্মের অহংকার নগরী ৩৩নং ওয়ার্ড সফল কাউন্সিলর শাহজাহান বলেন, আমাদের এখন সবারই উচিত নিরাপদ দুরত্ব বজায় রেখে চলা সেই সাথে সরকারের নির্দেশ গুলো ঠিক ভাবে মেনে ঘরে থাকা। বিশ্বের বিভিন্ন দেশে তাকালে আমাদের চোখ বন্ধ হয়ে আসে যেমনি আক্রান্তের সংখ্যা তেমনি মৃতের সংখ্যা কম নয়।

এমটি যেন এই দেশে না হয় তারাই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আমাদের অভিভাবক নগর পিতা মেয়র ইকরামুল হক টিটু ভাইয়ের দিক নির্দেশনা মতেই আমি এই খাদ্য সামগ্রী বিতরণ করছি। নিন্ম আয়ের মানুষের মাঝে। এরপরও আমার এলাকায় যদি কেউ খাদ্য সংকটে পড়েন তবে আমাকে অবগত করলে আমি বাসায় এসে পৌছে দিয়ে যাবো। যথাসম্ভব তাদের খাদ্য সংকট নিরসন করতে চেষ্টা করবো।

KalerBangladesh

Recent Posts

ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের…

54 years ago

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে পাট বীজ বিতরণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র,…

54 years ago

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ "নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের…

54 years ago

বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন খাইরুল ইসলাম আল আমিন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম ক্যাটাগরীতে ২০২৩ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে প্রথম স্থান…

54 years ago

মুক্তাগাছায় আদালতের নির্দেশ ওপেক্ষা করে মারামারি

ময়মনসিংহ প্রতিনিধি:  আদালতের নির্দেশ ওপেক্ষা করে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে প্রতিবেশীর কুড়ালের…

54 years ago

পুলিশের গাড়িতে গরুচোরের হামলা, গরুসহ চোর আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও…

54 years ago