|

ভিয়েতনাম মিশনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

প্রকাশিতঃ ১:২০ অপরাহ্ন | মার্চ ০৭, ২০২০

ভিয়েতনাম মিশনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

অনলাইন ডেক্সঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে স্মরণ করে বাংলাদেশ দূতাবাস, হ্যানয়, ভিয়েতনাম, চ্যান্সারি ভবনে ০৭ মার্চ ২০২০ তারিখে এক বিশেষ কর্মসূচী ও অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ, দোয়া ও মোনাজাত, আলোচনা এবং ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়। ভিয়েতনামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিগণ, স্থানীয় ভিয়েতনাম অতিথি, দূতাবাসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে চার্জ ডি এ্যাফেয়ার্স মো. আলী মহসীন রেজা সমবেত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন। আলোচনার শুরুতে চার্জ ডি এ্যাফেয়ার্স জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, বাঙ্গালী জাতি/বাংলাদেশ ও বঙ্গবন্ধু একাকার! বঙ্গবন্ধুই পেরেছিলেন এ জাতিকে সংঘবদ্ধ করতে, একতাবদ্ধ করতে।

বাঙ্গালীর মুক্তি আন্দোলনে তিনি বার বার কারাবরণ করেছেন। নিজ জীবন উপেক্ষা করে তিনি সকল সংগ্রাম পরিচালনা করেছেন। মহা-সংগ্রামী এ নেতার নেতৃত্ব মেনে নিয়ে সে দিনের আবাল, বৃদ্ধ, বনিতা সংঘবদ্ধ হয়েছিল। তাই ০৭ই মার্চ ১৯৭১ এর ভাষণ পুরো বাঙ্গালী জাতিকে স্বাধীনতার যে উদাত্ত আহ্বান জানিয়েছিলো।

তিনি বলেন, জাতির পিতার ৭ই মার্চের ভাষণ বাঙ্গালি জাতির মুক্তির সনদ-স্বাধীনতার প্রকৃত ঘোষণা। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে বিশ্ব-প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি দিয়ে ইউনেস্কো শুধু বঙ্গবন্ধুকেই সম্মান জানায়নি বরং পুরো বাঙ্গালী জাতিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

শেষে ৭ই মার্চের ভাষণের উপর নির্মিত ১টি প্রামাণ্য চিত্র প্রদর্শন, মহান এ ভাষণের বাংলা ও ইংরেজি কপি আগত অতিথিদের মধ্যে বিতরণ করা হয়।

দেখা হয়েছে: 377
ফেইসবুকে আমরা

সর্বাধিক পঠিত
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
মোবাইলঃ ০১৭৩৩-০২৮৯০০
প্রকাশকঃ উবায়দুল্লাহ রুমি
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১২-৬৭৮৫৫৮
ই-মেইলঃ [email protected]
অস্থায়ী কার্যালয়ঃ ১নং সি. কে ঘোষ রোড, ৩য় তলা, ময়মনসিংহ।
(৭১ টিভির আঞ্চলিক কার্যালয়)।

The use of this website without permission is illegal. The authorities are not responsible if any news published in this newspaper is defamatory of any person or organization. Author of all the writings and liabilities of the author