|

লক্ষীপুর শফিউল বারী’র পক্ষ থেকে ছাত্রদলের ত্রান বিতরণ

প্রকাশিতঃ ১১:২০ পূর্বাহ্ন | এপ্রিল ০৩, ২০২০

লক্ষীপুর শফিউল বারী'র পক্ষ থেকে ছাত্রদলের ত্রান বিতরণ

এমএইচ হাওলাদার কমলনগর থেকেঃ– করোনা সংক্রমন ঠেকাতে বিভিন্ন সামাজিক সহায়তায় অনেকে ব্যক্তিগতভাবে এগিয়েও আসছে। এবার সংকটময় পরিস্থিতিতে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছেন ছাত্রদলের নেতা রিপাদ প্রাণঘাতি করোনা ভাইরাস Covid19 সংক্রমণ রোধে‌‌ সামাজিক দূরত্ব বজায় রাখার সঠিক নিয়ম অনুসরণ করতে গিয়ে দেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সমাজের শ্রমজীবি দিনমজুর ও দৈনিক আয়ের উপর নির্ভরশীল অসহায় দুস্থ মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কমলনগর উপজেলা নেতা ওসমান গনি রিপাদ বৃহস্পতিবার(২রা এপ্রিল) মধ্যরাতে বাড়ি বাড়ি গিয়ে উপজেলার সাহেবের হাট,চর লরেন্স, চর কালকিনি,তোরাবগন্জ ইউনিয়নের শতাদিক পরিবারের মাঝে জরুরী নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন রিপাদ।এসময় ছাত্রনেতা রিপাদ বলেন, দেশের মানুষ আজ একটি ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করছেন। মানুষের পেটে খাবার নেই। আয় রোজগার করা

সকল পথ বন্ধ হয়ে গেছে দরিদ্র জনগোষ্ঠী’র।রামগতিও কমলনগর গনমানুষের নেতা স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটি সভপতি জননেতা শফিউল বারী বাবু ভাইয়ের নির্দেশে কমলনগর ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলা গরীব অসহায় ক্ষুধার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রীবিতরণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। মহান আল্লাহ যেন বাংলাদেশের মানুষের প্রতি গায়েবি সাহায্য দান করেন। বেশি বেশি করে সবাই আল্লাহ কে স্মরণ করুন ঘরে থাকুন নিরাপদ দুরত্ব বজায় রাখুন।

তিনি আরো বলেন,এলাকার দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রীসহ স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন সামগ্রী বিতরণ করে যাচ্ছি ইনশাআল্লাহ এই কার্যক্রম অব্যাহত থাকবে।এ সময় রিপাদ ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,সমাজের অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ান, সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন।

এসময় সাহেবের ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন চর লরেন্স ইউনিয়ন ছাত্রদলের নেতা শাকিল, তোরাবগন্জ ইউনিয়নের ছাত্রদলের নেতা ফুয়াদ, সোহেল আহমেদ হৃদয়, সুজন পাটওয়ারী, রাশেদ সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দেখা হয়েছে: 188
ফেইসবুকে আমরা

সর্বাধিক পঠিত
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
মোবাইলঃ ০১৭৩৩-০২৮৯০০
প্রকাশকঃ উবায়দুল্লাহ রুমি
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১২-৬৭৮৫৫৮
ই-মেইলঃ [email protected]
অস্থায়ী কার্যালয়ঃ ১নং সি. কে ঘোষ রোড, ৩য় তলা, ময়মনসিংহ।
(৭১ টিভির আঞ্চলিক কার্যালয়)।

The use of this website without permission is illegal. The authorities are not responsible if any news published in this newspaper is defamatory of any person or organization. Author of all the writings and liabilities of the author