|

করোনাভাইরাসে স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় বাংলাদেশীর মৃত্যু

প্রকাশিতঃ ১২:৫৬ অপরাহ্ন | এপ্রিল ০৬, ২০২০

করোনাভাইরাসে স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় বাংলাদেশীর মৃত্যু

হোসাইন ইকবাল, স্পেন থেকেঃ স্পেনে মৃতের সংখ্যা কমেছে গত ২৪ ঘন্টা ৬৩৭ জন মারা গেছেন, এর আগে গতকাল রোববার মারা গেছেন ৬৭৪ জন। এটি টানা চতুর্থ দিন যে মৃত্যুর সংখ্যা হ্রাস পেয়েছে, যা প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন সংখ্যা। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪০,৪৩৭ জন। মোট আক্রান্ত ১৩৫,০৩২ জন ও মৃত্যুবরণ করেছেন ১২, ১৬৯। বর্তমানে ইউরোপে সবচেয়ে বেশি আক্রান্তের দেশ স্পেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বার্সেলোনার সান্তাকলমায় আব্দুস শহীদ (৫৭) নামে আরেক বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন। রাজধানী মাদ্রিদের পর স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় এই প্রথম করোনাভাইরাসে কোন বাংলাদেশী মৃত্যুবরণ করলো। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, তিনি গত ১৬ দিন যাবত hospital mataróতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

করোনাভাইরাসে আক্রান্ত থাকার কারণে পরিবারের কেউ তার কাছে যেতে পারেনি এবং দেখাশোনা করতে পারেনি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আজ (৬ এপ্রিল) ফোন দিয়ে স্থানীয় সময় দুপুর ১২টায় তিনি মৃত্যুবরণ করেছেন বলে পরিবারকে জানান।

বর্তমানে তার মরদেহ মাতারো হাসপাতালে সংরক্ষিত আছে। আব্দুস শহীদের বাড়ি সিলেটের সুনামগঞ্জের চাতকে। মৃত্যুকালে তিনি তার ৩ মেয়ে, ২ ছেলে ও পরিবার রেখে যান।

তার পরিবার জানায়, তিনি হৃদরোগসহ ডায়াবেটিসে ভুগছিলেন। স্পেনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরুর দিকে তার শরীরে প্রাথমিক লক্ষণ দেখা দেয়। পরে হাপাতালে গেলে তাকে ডাক্তার পর্যবেক্ষণে রাখেন এবং এ সময় রক্ত পরীক্ষায় কভিড-১৯ ধরা পড়ে। এর মধ্যে তার অবস্থা অবনতির দিকে যায় এবং হাসপাতালে ভর্তির ১৬ দিন পর তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি সপরিবারে বার্সেলোনা শহরে বসবাস করছিলেন।

তার এ মৃত্যুতে বাংলা কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে আসে। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি বাংলাদেশিরা সমবেদনা জানান। এই নিয়ে স্পেনে মোট ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।

এর আগে, গত কাল (৫ এপ্রিল) ও ২৬ মার্চ মাদ্রিদ শহরেই করোনায় প্রাণ হারান আরো দুই বাংলাদেশি।তিন বাংলাদেশির মৃত্যুর ঘটনায় স্পেন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বাড়ছে।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৭৭ জন প্রবাসী বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে থেকে তিন জন মৃত্যুবরণ করেছেন।

দেখা হয়েছে: 113
ফেইসবুকে আমরা

সর্বাধিক পঠিত
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
মোবাইলঃ ০১৭৩৩-০২৮৯০০
প্রকাশকঃ উবায়দুল্লাহ রুমি
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১২-৬৭৮৫৫৮
ই-মেইলঃ [email protected]
অস্থায়ী কার্যালয়ঃ ১নং সি. কে ঘোষ রোড, ৩য় তলা, ময়মনসিংহ।
(৭১ টিভির আঞ্চলিক কার্যালয়)।

The use of this website without permission is illegal. The authorities are not responsible if any news published in this newspaper is defamatory of any person or organization. Author of all the writings and liabilities of the author