|

করোনা মোকাবেলায় ময়না-জাহাঙ্গীরের ছুটে চলা

প্রকাশিতঃ ১১:৩৫ পূর্বাহ্ন | এপ্রিল ২৩, ২০২০

করোনা মোকাবেলায় ময়না-জাহাঙ্গীরের ছুটে চলা

সারোয়ার হোসেন, তানোরঃ রাজশাহী-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর বিশস্ত্ব দুই প্রতিনিধি তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সাধারণ মানুষের কাছেও আস্থা ও ভরসার প্রতিক হয়ে উঠেছে।

স্থানীয় সাংসদের নির্দেশে করোনা ভাইরাস দুর্যোগে তারা মানবতার রানার হয়ে সাধারণ মানুষের সেবায় দিনরাত অবিরাম ছুটে চলেছেন। তানোর ও গোদাগাড়ী উপজেলার একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত সবপ্রান্তেই তাদের সরব উপস্থিতি করোনা প্রতিরোধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ ও সাহসী করে তুলেছে।

স্থানীয় সাংসদের নিজস্ব তহবিল পাশাপাশি তারাও তাদের নিজস্ব তহবিল থেকে নিম্ন আয়ের কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা দেবার পাশাপাশি সাধারণ মানুষকে সামাজিক দুরুত্ব বজায় রেখে নিজে নিরাপদ থেকে অন্যকে নিরাপদ রাখতে কি করনীয় সেই সম্পর্কে সাধারণ মানুষদের মধ্যে জনসচেতনা সৃস্টির লক্ষ্য নিরলসভাবে কাজ করে চলেছেন এবং সবাইকে এগিয়ে আশার আহবান জানিয়েছেন।

স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও তার বিশ্বস্ত দুই সৈনিক ময়না এবং জাহাঙ্গীর করোনা প্রতিরোধ ও পরিস্থিতি মোকাবেলায় যেভাবে নিরলস কাজ করে যাচ্ছেন তাতে তাদের ১০ ভাগের একভাগ কাজ যদি অন্য জনপ্রতিনিধিরা করতেন, তাহলে করোনা প্রতিরোধ ও পরিস্থিতি মোকাবেলা করা অনেকটা সহজ হতো আবার নিম্ন আয়ের কর্মহীন মানুষের খাবারের কোনে সমস্যা হতো না।

জানা গেছে, স্থানীয় সাংসদের হটলাইনে তানোর- গোদাগাড়ীর কোনো মানুষ খাবার নিয়ে ফোন দেয়া মাত্র কখানো তারা নিজে অথবা তাদের প্রতিনিধির মাধ্যমে তাদের কাছে খাবার পৌচ্ছে দেয়া হচ্ছ।

সংশ্লিস্ট সুত্র জানায়, তানোর উপজেলায় ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন পরিষদ, গোদাগাড়ী উপজেলায় ২টি পৌরসভা ও ৯ টি ইউনিয়ন পরিষদ রয়েছে। অথচ স্থানীয় সাংসদ এবং তানোর ও গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান ব্যতিত অন্যদের তেমন তৎপরতা নাই। ফলে এসব জনপ্রতিনিধিদের বিরুদ্ধে জনমনে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

দেখা হয়েছে: 154
ফেইসবুকে আমরা

সর্বাধিক পঠিত
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
মোবাইলঃ ০১৭৩৩-০২৮৯০০
প্রকাশকঃ উবায়দুল্লাহ রুমি
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১২-৬৭৮৫৫৮
ই-মেইলঃ [email protected]
অস্থায়ী কার্যালয়ঃ ১নং সি. কে ঘোষ রোড, ৩য় তলা, ময়মনসিংহ।
(৭১ টিভির আঞ্চলিক কার্যালয়)।

The use of this website without permission is illegal. The authorities are not responsible if any news published in this newspaper is defamatory of any person or organization. Author of all the writings and liabilities of the author