|

সাইপ্রাসে করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি এবং প্রবাসীদের দিনকাল

প্রকাশিতঃ ১২:৫৯ অপরাহ্ন | এপ্রিল ২৩, ২০২০

সাইপ্রাসে করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি এবং প্রবাসীদের দিনকাল

মোঃ মোস্তাইন বিল্লাহ, সাইপ্রাসঃ ইউরোপের ছোট্ট দ্বীপ রাস্ট্র সাইপ্রাসে করোনাভাইরাসের ফলে আজ স্থবির হয়ে পড়েছে জনজীবন। সংকট এবং উদ্বেগের সাথে কাটছে বাংলাদেশী প্রবাসীদের সময়।তবে সরকারের নিয়ন্ত্রিত পদক্ষেপ এবং জনসাধারণের সচেতনতায় সন্তোষজনক পর্যায়ে দিন দিন কমে আসছে করোনাভাইরাস রোগীর সংখ্যা।

২২ শে এপ্রিল (বুধবার) করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছয় জন এবং মারা গেছে একজন। মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সাতশত নব্বইজন। এ পর্যন্ত মোট মারা গেছে তেরজন এবং সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন আটানব্বইজন।

স্বাস্থ্যমন্ত্রণালয় সূত্রে আজ সন্ধায় জানানো হয়েছে যে, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছয়জন সনাক্ত করা হয়েছে মোট এক হাজার চারশত একচল্লিশটি পরীক্ষার মাধ্যমে।এবং একজন মারা গেছে ৭৮ বছরের বৃদ্ধ ( পুরুষ)। মোট মারা গেছে তেরজন, এর মধ্যে নয়জন পুরুষ এবং চারজন ছিল মহিলা। এবং মোট আটানব্বইজন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।

২১ শে এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল বারজন, ২০শে এপ্রিল ছিল পাচজন এবং ১৯শে এপ্রিল ছিল ছয়জন।আজসহ গত তিনদিনের করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা খুবই সন্তোষজনকহারে কমে আসায় জনমনে কিছুটা হলেও সস্তি ফিরে আসছে। উল্লখ্য যে, নয়ই মার্চ এখানে প্রথম করোনাভাইরাস পজিটিভ রোগী সনাক্ত করা হয় এবং প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা মারা গেছে একুশে মার্চ।

নর্থ সাইপ্রাসের স্বাস্থ্যমন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, আজ ছয়শত ছেচল্লিশটি পরীক্ষা করে কোন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়নি। মোট আক্রান্ত রোগীর সংখ্যা একশত আটজন এবং মোট মারা গেছে চারজন। এখানে দশই মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত করা হয়।

এদিকে সাইপ্রাসে বসবাসরত আনুমানিক চার থেকে পাঁচ হাজার সকল প্রবাসীদের দিনকাল কাটছে গভীর সংকটের মধ্যে।২৩শে এপ্রিল সন্ধা ছয়টা থেকে দেশটি সম্পুর্নভাবে লকডাউনের ফলে কাজ বন্ধ হয়ে যায়,যার ফলশ্রুতিতে সবাই হয়ে পড়েছে দিশেহারা, বিশেষ করে নতুন আগত স্টুডেন্ট এবং নর্থ সাইপ্রাস থেকে অবৈধভাবে আসা নবাগতরা।

অনেকেই খেয়ে না খেয়ে দিন পার করছে। যে সকল প্রবাসী খুবই সমস্যার মধ্যে আছেন, খেতে পারছেন না তাদের পাশে ব্যক্তি পর্যায়ে চলছে সাধ্যমত সীমিত আকারে ত্রাণ বিতরণ।তবে এখনও পর্যন্ত বাংলাদেশ হাইকমিশন সাইপ্রাসের পক্ষ থেকে কোন প্রকার ত্রাণ বিতরণ বা সহযোগিতার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ হাইকমিশন সাইপ্রাসে এ সংকটকালীন মূহুর্তে নয়ই এপ্রিল থেকে চালু করেছে বিশেষ হেল্পলাইন, প্রয়োজনে যোগাযোগ করার জন্য এবং সাইপ্রাস সরকারের বিধিনিষেধ মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

মহামারীর এ সংকটকালীন মুহুর্তে সমস্যাগ্রস্ত সাইপ্রাস প্রবাসীরা অপেক্ষায় আছে জরুরী ভিত্তিতে যেন, বাংলাদেশ হাইকমিশন তাদের পাশে দাড়ায়।

দেখা হয়েছে: 392
ফেইসবুকে আমরা

সর্বাধিক পঠিত
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
মোবাইলঃ ০১৭৩৩-০২৮৯০০
প্রকাশকঃ উবায়দুল্লাহ রুমি
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১২-৬৭৮৫৫৮
ই-মেইলঃ [email protected]
অস্থায়ী কার্যালয়ঃ ১নং সি. কে ঘোষ রোড, ৩য় তলা, ময়মনসিংহ।
(৭১ টিভির আঞ্চলিক কার্যালয়)।

The use of this website without permission is illegal. The authorities are not responsible if any news published in this newspaper is defamatory of any person or organization. Author of all the writings and liabilities of the author