|

ফুলবাড়ীয়ায় মৃত ব্যক্তিসহ জনপ্রতিনিধি নেতারা পাবে ১০ টাকা কেজির চাল

প্রকাশিতঃ ২:০০ পূর্বাহ্ন | মে ২০, ২০২০

ফুলবাড়ীয়ায় মৃত ব্যক্তিসহ জনপ্রতিনিধি নেতারা পাবে ১০ টাকা কেজির চাল

নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় হতদরিদ্রদের তালিকা ৩০ হাজার ৩৪০ জন। সকলেই পাবেন ১০ টাকা কেজির ওএমএসের চাল।

সোমবার (১৮ মে) থেকে দুস্থদের মধ্যে বিতরণও শুরু হয়েছে। হতদরিদ্রদের তালিকায় মৃত ব্যক্তি, রাজনৈতিকি নেতা, চাকরিজীবী, ডিলারদের ও জনপ্রতিনিধি পরিবারের সদস্যদের নাম রয়েছে। রাজনীতি ও ভোটের হিসাব ও আত্মসাৎ করার জন্য তালিকা থেকে বাদ গেছেন অনেক হতদরিদ্র।

সরেজমিন অনুসন্ধান করে দেখা গেছে, নাওগাঁও ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শাহিদা আক্তার (১৪৫৬), তাঁর বাবা আবেদ আলী (১৪৫৭), মা ফুলজান (১৪৫৫), ভাই আব্বাস আলী (১৪৬০) ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলে শাহজাহানের (১৪৭০) নাম তালিকায় রয়েছে।

এর মধ্যে ইউপি সদস্যকে দেখানো হয়েছে গৃহিণী আর বিশ্ববিদ্যালয় ছাত্রকে দেখানো হয়েছে কৃষক হিসেবে। একই পরিবারের তানিয়া খাতুন (১৩৭০), আবদুল লতিফ (১৩৯৩), আবুল হোসেন (১৩৯২), আনোয়ারা বেগমসহ (১৩৮২) চারজনের নাম রয়েছে।

নাম রয়েছে আজগর আলী (১৪১৩), ইয়াকুব আলী (১৪১৮), আয়েশা বেগম (১৪১৯), আসমা (১৪৮৩), রীনা আক্তারসহ (১৪৮৪) একই পরিবারের পাঁচজনের। সন্তোষপুর গ্রামের আবদুল জলিল (১৪১০), তাঁর ছেলে সরকারি প্রথমিক বিদ্যালয়ের দপ্তরি ইব্রাহিম খলিল (১৪১২), পুত্রবধূ মাজেদার (১৪৭৬) নামও তালিকায় রয়েছে। ইব্রাহিম খলিলকে দেখানো হয়েছে কৃষক হিসেবে।

নাওগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ৬, ৭, ও ৮ নম্বর ওয়ার্ডের ডিলার আব্দুছ ছালামের বড় ভাই ফয়েজ উদ্দিন (১৩১০), ছোট ভাই বিল্লাল হোসেন, (১৩২৫), ভাইয়ের স্ত্রী নুরজাহান (১৩১৩), ভাতিজা ফারুক (১৩১৪), ভগ্নিপতি চান মাহমুদ (১৩২২), ধর্ম মেয়ে মুর্শিদা (১৩৩৫), চাচা আবদুস সামাদ (১৩১৭), আবদুল হাকিমের (১৩২২) নামও রয়েছে হতদরিদ্রদের তালিকায়।

তালিকায় নাম থাকা কুশমাইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আজগর আলী (১১২৮) ও সিরাজুল হক (১০৯৫) দুজনই মৃত। কুশমাইল ইউপি চেয়ারম্যান শামছুল হকের ভাতিজা মৃত সিরাজুল ইসলামসহ আত্মীয়-স্বজনের নাম রয়েছে বলে স্থানীয়রা জানায়। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিনের স্ত্রী ফরিদা আক্তারসহ (১৪৫৭) বেশ কয়েকজন ধণাঢ্য ব্যক্তির নামও তালিকায় রয়েছে।

ওএসএমের ডিলার আব্দুছ ছালাম দাবি করেন, তালিকায় পরিবারের যাঁরা রয়েছেন তাঁরা গরীব, হতদরিদ্র। তাঁদের সবার আলাদা সংসার রয়েছে।

মহিলা ইউপি সদস্য শাহিদা আক্তার বলেন, ‘আমরা গরীব বলেই কার্ড নিয়েছি। সমস্যা কী? বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলেকে কৃষক দেখানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘সে তখন বাড়িতে কৃষিকাজ করত।’

কুশমাইল ইউপি চেয়ারম্যান শামছুল হক বলেন, ‘দরিদ্র তালিকায় মৃত ব্যক্তির নাম আছে কি না আমার জানা নেই।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ছিদ্দিক জানান, ওএমএস ও হতদরিদ্রদের তালিকায় জনপ্রতিনিধি, ধণাঢ্য, মৃত ব্যক্তিসহ একই পরিবারের একাধিক ব্যক্তির নাম থাকার বিষয়ে তিনি কিছু জানেন না।

দেখা হয়েছে: 192
ফেইসবুকে আমরা

সর্বাধিক পঠিত
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
মোবাইলঃ ০১৭৩৩-০২৮৯০০
প্রকাশকঃ উবায়দুল্লাহ রুমি
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১২-৬৭৮৫৫৮
ই-মেইলঃ [email protected]
অস্থায়ী কার্যালয়ঃ ১নং সি. কে ঘোষ রোড, ৩য় তলা, ময়মনসিংহ।
(৭১ টিভির আঞ্চলিক কার্যালয়)।

The use of this website without permission is illegal. The authorities are not responsible if any news published in this newspaper is defamatory of any person or organization. Author of all the writings and liabilities of the author